নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

আমি আমার বাসার কুত্তাটির নাম বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স অব ইন্ডিয়া) রাখিনি ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

বুকে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আজ এই লেখাটি লিখতে চলেছি । সবাইকে লেখাটি পড়ার জন্য অনুরোধ রইলো ।

আজও চুয়াডাঙ্গায় বিএসএফ এর বর্বরতার শিকার হল পাচঁ নিরীহ বাংলাদেশি এদের মধ্যে চারজন বিএসএফ কতৃক ছোড়া গুলিতে আহত হয়েছে এবং বাকি একজনকে বিএসএফ অপহরন করে নিয়ে গেছে ।

এখন মূল কথায় আসছি,যা আমি এই লেখার শিরোনামে বলেছি তার কারন হল আমি আমার কুত্তাটির নাম তাদের নামেই রেখেছি, না না নাম কি দোষ করেছে , নামতো পবিত্র । তাদের নামে আমি আমার কুত্তাটির নাম রাখিনি, তাদের নামে আমার কুত্তাটির নাম রেখে আমি নামকে অপমান করিনি বরং আমি প্রত্যহ সকাল থেকে সন্ধ্যা তাদের চেহারার সাথে আমার কুত্তাটির চেহারা মিলাই বুঝতে চেষ্টা করি কি কারনে তারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে ? যারা বলতে পারে বিএসএফ কতৃক নিরীহ নিরপরাধ বাংলাদেশি হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা । যারা ভারতীয় বিএসএফকে নিরীহ নিরপরাধ বাংলাদেশিদের হত্যার অনুমতি দিতে পারে তথাকথিত আত্বরক্ষার স্বার্থে । কাঁটা তারে ১৪ বছরের এক বাংলদেশী কিশোরির নির্মমভাবে মারা যাওয়ার ঘটনা দেখে যেখানে পাথরের মত শক্ত হৃদয় সম্পন্ন মানুষের মনেও মানবতার জন্ম নেয় সেখানে এ নির্মম ঘটনা দেখে যাদের হৃদয়ে নূন্যতম মানবতাবোধ জাগেনা । যাদের হৃদয়ে শত শত ছেলে হারা মায়ের কান্না মিস্রিত চিৎকারও অনুরন তুলতে পারেনা হ্যা আমি তাদের চেহারার সাথেই আমার বাসার কুত্তাটির চেহারার পার্থক্য বুঝতে চেষ্টা করি কিসের জন্য কি কারনে কোন গুণে তারা নিজেদের কে এখনো মানুষ বলে পরিচয় দেয় । এসি রুমে থেকে তারা কিভাবে বুঝবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারানোর বেদনা ? এখন চিৎকার করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতে ইচ্ছা করে হে স্বাধীনতার মহান স্থপতি একটি স্বয়ং সম্পূর্ন জাতির সপ্ন দেখিয়ে আপনি বড় অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন । কারন আপনার একটি কথায় ভারতীয় সেনাবাহীনি আমাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল । স্বাধীনতার আগে থেকে শুরু করে স্বাধীনতার পড়েও আপনিই প্রথম আমাদের দিয়েছিলেন জাতি হিসেবে মাথা উচু করে এ বিশ্বে বেঁচে থাকবার প্রেরণা । আপনি থাকলে হয়ত আজ সীমান্তে আমার নিরীহ ভাইরা কোন অপরাধ ছাড়াই বিনা বিচারে মরতোনা । আরোও একজনকে আজ মনে পড়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও জনমানুষের মনের কথা বুঝতে পারতেন অনুভব করতেন হৃদয় দিয়ে দুখী মানুষের বেদনা । তিনিও কখনো নতজানু পররাষ্ট্রনিতীকে পস্রয় দেননি । এই মহান ব্যাক্তিগন বেঁচে থাকলে আজ হয়ত সীমান্তে আমার নিরীহ ভাইরা বিনা অপরাধে বর্বর বিএসএফ এর হাতে অসহায়ভাবে মারা যেতনা ।

আমি জানিনা কারা কারা আমার এই লেখাটি পড়ে নাখোশ হবেন । যদি আমার এই লেখাটি পড়ে কেউ নাখোশ হোন তবে আমার কিছু করার নেই কারন যা সত্য আমি তাই বলার চেষ্টা করেছি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

অবচেতনমন বলেছেন: :) ++++++++++++++অতিব সত্য কথা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.