![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
প্রিয় বাংলাদেশ আজ তুমার কাছে লিখছি উন্মুক্ত চিঠি । মনের সকল পূঞ্জিভূত ক্ষোব কে প্রশমিত করার লক্ষ্যে । আমার কথা শুনবার মত ইন্দ্রিয় এই দেশের কর্তাব্যাক্তিদের নেই । তারা তাদের নিজেকে নিয়েই ব্যস্ত, তাই তুমার কাছে অনেকটা বাধ্য হয়েই এই চিঠি লেখা । জানি খুব ভাল নেই তুমি তাই কেমন আছ এ কথা জিজ্ঞাসা করে তুমার অনূভূতিকে আমি কটাক্ষ করতে পারবনা, এত বড় ধৃষ্টতা দেখাবার সাহসও আমার নেই । প্রিয় বাংলাদেশ খোঁজ কি রাখ ? তুমার সন্তানরা আজ তুমারি মাটিতে মেতে উঠেছে নিজ নিজ স্বার্থ হাসিলের এক ঘৃন্য খেলায় । তারা আজ নিজ ভাইয়ের বুক থেক রক্ত ঝরাচ্ছে অবলিলায় । তারা আজ ভুলে গেছে ৭১ এর শিক্ষা । যে যার মত করে ৭১ এর শিক্ষার পাঠ আমাদের দিয়ে যাচ্ছে , এ থেকে সত্য ,মিথ্যা আলাদা যারা করবে তারাও আজ হয়ে গেছে কোন না কোন রাজনৈতিক দলের দালাল তাই তাদের কথাও আজ বিশ্বাস করতে পারিনা । আর এদিকে যে তুমি প্রতিনিয়তই ক্ষত বিক্ষত হচ্ছ তার খোঁজ কিন্তু কেউ রাখেনা তারা তুমাকে নিয়ে আজ রাজনিতি নামক এক ব্যবসা খুলে বসেছে । তুমার ভালোর কথা বলে তারা অগোচরে তুমার বুকেই ছুড়ি বসাচ্ছে । তুমার নিরীহ সন্তান যখন সীমান্তে অপর আর একটি ক্ষমতাশালী দেশের সীমান্ত রক্ষী বাহিনির হাতে মারা যায় তখন কোন দল হরতাল ডাকেনা এ অন্যায় হত্যাকান্ডের বিচার চাইতে যারা ক্ষমতার কলকাঠি নারে অর্থাৎ দেশের কর্তা ব্যাক্তিরাও টু শব্দটি তুলেনা । অথচ তারাই আবার আওয়াজ তুলে তারাই নাকি তুমার স্বাধীনতার রক্ষক । স্বাধীনতার ৪২ বছর পর আমি চাইনি আবার জাতি নতুন করে বিভক্ত হওক কিন্তু তুমি স্বিকার কর আর নাই কর তুমার সন্তানরা আজ বিভক্ত । তুমার সন্তানদের মাঝে আজ একতা নেই আজ । আর কত এভাবে চলবে? মাথা উচু করে দারাবার শেষ পথটিও বন্ধ হয়ে যাবে এখনো যদি তুমি ঘুম থেকে না জেগে উঠো । তুমার ১৬ কোটি সন্তান আজ তুমার বুকে নতুন সূর্যদয় দেখতে চায় । তারা অপেক্ষায় আছে এক প্রকৃত দেশ প্রেমিক কান্ডারির । জন্ম কি দেবে এমন এক সন্তানের, যে নিজের জীবনের কথা চিন্তা না করে তুমার ভালোর জন্য অবলীলায় নিজের জীবন বিসর্জন দিতে পারবে ।
আজ এই প্রত্যাশ রেখে এখানেই শেষ করছি । ভাল থেক । আল্লাহ হাফেজ ।
©somewhere in net ltd.