নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু বলা ধৃষ্টতা হবে বলে মনে করি। পথ চলাতেই আমাদের পরিচয় হবে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাসুদ আল মাহাদীর আত্মমুক্তির কথা মনে হলে আজও একটা প্রবল ঝাঁকুনি খাই। দুনিয়ার বাস্তবতায় ফিট খেতে না পেরে নিজেকে চিরমুক্তি দিলেন। শুনেছিলাম, তাঁর নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে ছিলো। এইটা হইতে না পারায় নিজের জীবনের অর্থ হারিয়ে ফেলেছিলেন বোধ হয়। কয়দিন আগে রুয়েটের দুইটা ছেলে পরপর কয়েকদিনের ব্যবধানে নিজেদের চিরোমুক্তি দিয়েছিলো। এইসব খবর কানে বাজলে খারাপ লাগে। আবার ভালোও লাগে- এই সিসিফাসের জীবনে প্রত্যেকদিন নির্থক পাথর টানার দরকারটাই বা কী! এর চেয়ে জীবনের অমোঘ সত্য- মৃত্যুকে আলিঙ্গণ করাই উত্তম নয় কি?
হোমারের ইলিয়াড বলে, এফিরিয়া বা করিন্থের রাজা সিসিফাস ছিলেন নশ্বর মানুষদের মধ্যে সবচেয়ে চতুর আর জ্ঞানী। তিনি দেবতাদের বিরুদ্ধে গিয়েছিলেন। শাস্তির জন্য তাকে মৃত্যু দেয়া হলেও তিনি মৃত্যু দেবতাকে দুই-দুই বার কলা দেখান। তৃতীয়বার আর রক্ষে হয় না। তাকে দেবতারা শাস্তি দেয় একটা পাথর পাহাড়ের গোড়া থেকে আবার ওপরে তুলতে হবে। সেই পাথর আবার নিচে গড়িয়ে পড়বে। আবার তাকে কষ্ট করে ওপরে তুলতে হবে। সিসিফাস জানেন এটা নির্থক কাজ। তবুও এই পণ্ড শ্রমেই তাঁর আনন্দ। ফঁরাসী দার্শনিক অ্যালবের কামু তাঁকে অ্যাবসার্ড হিরো বা নির্থকতার নায়ক আখ্যা দিয়েছেন। কামুর মতে, সিসিফাসের এই নির্থক পাথর তোলার পৌনঃপুনিকতা মানুষের জীবনেরই প্রতিরূপ- অর্থহীন বেঁচে থাকা।
এই যে রোজ ঘুম থেকে উঠি, খাই, ঘুমাতে যাই, জীবনের শত সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়ি- দিন শেষে এসবের মানে কী? ‘প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়’, প্রতিদিনই তো সিসিফাসের পাথরই কাটতে হয়- তবু কি পাথর কাটা শেষ হয়? ইঁদুর দৌঁড়ে পড়ে আমরা প্রতিনিয়ত ছুটি, তবু এই ছোটা অনন্ত। তাহলে এর শেষ কোথায়? মৃত্যু? যদি তা-ই হবে তাহলে এসব আত্মমুক্তির খবর শুনে খারাপ লাগবে কেন? অর্থহীন একটা জীবন অযথা ৫০/৬০/৭০ বছর টেনে বেড়ানোর মানে কী? জন্ম যখন হয়েছে, মৃত্যুই তখন চরম সত্য, অ্যাবসোলিউট ট্রুথ। তাহলে বৃদ্ধ বয়সে বার্ধক্যে মরার চেয়ে ইচ্ছেমত যখন-তখন মরাই কি ভালো নয়?
যে বিরাট পৃথিবীটাকে জৈবিক চোখে দেখে মনে হয় প্রতিটি জীবন এখানে অনেক বিস্তৃত, আদতে সেই পৃথিবী অজস্র মাল্টিভার্স, সহস্র ছায়াপথ, গ্যালাক্সি সৌরজগতের ভেতর একটা নগণ্য কণা মাত্র- অনন্ত মহাবিশ্বের চিরন্তন অন্ধকারে এই বিরাট পৃথিবীকে একটা ক্ষুদ্র নীল বিন্দু মনে হয়। সেই নগণ্য বিন্দুতে ইহজাগতিক মোহে আচ্ছন্ন হয়ে আমরা নির্থক জীবনটাই প্রতিদিনের মত টেনে বেড়াই। বাঁচতে হয় বলে বাঁচি, শ্বাস নিতে হয় বলে নেই, খেতে হয় বলে খাই। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবি- নিজের চিন্তা, বিশ্বাস, জীবনকেই একমাত্র সত্য বলে মনে হয়- নিজেদের বেঁচে থাকাটা জগতের সব থেকে মহান ব্যাপার বলে ভাবি। ইঁদুর দৌঁড়ের চক্করে পড়ে মনভোলানো ক্ষমতা, বিত্ত, যৌনতা, সুখ-স্বাচ্ছন্দ্যের পেছনে ছুটে বেড়াই। একটা পেয়ে গেলে আরেকটা নতুন পাওয়ার আশায় নতুন করে নিজেকে ইঁদুর দৌঁড়ে নিয়োজিত করি। না পেলে হতাশায় ভুগি। আশায় বুক বেঁধে পাওয়ার জন্য আবার চেষ্টা করতে বসি। আসলেই এটাই কি জীবনের সত্য অর্থ! এই পাওয়া না পাওয়ার হিসাব-নিকাশেই বেঁচে থাকার মাহাত্ম্য?
অথচ সত্য এই যে, এই জীবনের কোনো মাহাত্ম্য নাই। কামু যেমন বলেন- জীবনের কোনো অর্থই নাই। যারা আগেই জীবন যে ‘শুভঙ্করের ফাঁকি’ বুঝতে পারে, তারা বুঝে যায় মৃত্যুই সত্য। মৃত্যুর পর মানুষের স্থান মর্ত্যরে গর্তে, পাতালের নরকে পচে। মানুষ যখন এটা বুঝতে পারে তখন সে আত্মমুক্তি দেয়- শারীরিকভাবে। শিল্পী ভ্যান গখ, কবি জীবনানন্দ, গায়ক কার্ট কোবেইন... আরও কত জনের কথা বলব! এই যে প্রায়ই খবরে দেখি ফাল্গুনের রাতের আঁধারে দড়িতে ঝুলে পড়ে টগবগে তরুণ- অথচ কারও কারও তো প্রেম ছিলো, আশা ছিলো, অর্থ, বিত্ত, যশ, সবই তো ছিলো অনাগত পথে- তবুও যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশ্যে যাবার জন্য কেন তারা লাশকাটা ঘরে শুয়ে পড়ে বারবার? কোন বিপন্ন বিস্ময়ে তারা শূন্য করে দিয়ে যায় জীবনের প্রচুর ভাঁড়ার? জীবনের ইঁদুর দৌঁড়ে ছুটেও কি তারা পেল না অর্থ কোনো আর?
মানবসভ্যতার জ্ঞানীয় বিবর্তন বলে, যুগে যুগে মানুষ পৃথিবীতে তার অস্তিত্বের মানে খুঁজে এসেছে। জীবনের অর্থ খুঁজেছে। যখন পায় নি তখন জীবনকে অর্থ দেয়ার চেষ্টা করেছে। জীবনের অর্থ দিতে গিয়ে আত্ম-কে দাসত্বের হাতে তুলে দিয়েছে। ধর্ম, দর্শন, তত্ত্ব ইত্যাদি খাড়া করে মানুষকে তার জীবনের অর্থ দিতে চেষ্টা করেছে। ভেড়ার পালের মত গণহারে অন্যের চিন্তাকে নিজের অবলম্বন ভেবে মেনে নিয়েছে। এটাই তো বুদ্ধিবৃত্তিক মৃত্যু- নিজের চিন্তার ক্ষমতাকে গলাটিপে অন্যের চিন্তার দাস হয়ে যাওয়া। কিন্তু গলাটিপলেই কি চিৎকার আটকানো যায়! যে জীবনকে মানুষ এতোদিন অর্থময় ভেবে এসেছে, এখন সেই বোকার স্বর্গ বালুঘরের মত হওয়ার ধাক্কায় ভেঙ্গে পড়ছে। মানুষ বুঝতে শিখেছে- জীবনের কোনো অর্থ নেই। নিৎশে যেমন বলেন- মানুষের অস্তিত্বেরও কোনো অর্থ নাই।
তাহলে মানুষ বাঁচবে কেন? সাঁত্রে, কিয়েরকেগ্রাদ, কামু, নিৎশেদের অর্থহীনতায় মানুষের জীবনের উদ্দেশ্য কী হবে তাহলে? আসলে মানুষের জীবনে মৃত্যু ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। জীবনের শেষ কথা মৃত্যু। তারপর আর কিছু নাই। তাহলে কী বেঁচে থাকবো কিসের জন্য? কামু এই উত্তর সিসিফাসের পাথর তোলার মিথের মধ্যেই দিয়েছেন। সিসিফাসের জীবন একটা বিদ্রোহের নাম, দেবতা-মৃত্যুভয়-নির্থকতাকেও উপেক্ষা করে প্রতিবার পাথর তোলে। আমার এক বন্ধু (এনায়েত মুন্সী) যেমন একদিন গল্পে গল্পে বলে ফেললো- চোখ খুলেই দেখি আমি অন্ধ। অন্ধত্বের দশা থেকে বেড়িয়ে মানুষ প্রথমেই অন্ধকারটাই দেখে। তফাৎ শুধু ওই এক জায়গাতেই- সবাই না বুঝেই অন্ধ। আর কেউ কেউ চোখ খুলেই দেখে অন্ধকারটাই শাশ্বত।
সব কিছু নির্থক জেনে-শুনেই বাঁচার মধ্যেই মানুষের বিদ্রোহ। এই চোখ খুলে শাশ^ত অন্ধকার দেখে বেঁচে থাকতে পারাই তার স্বাধীনতা। এটা কোনো মিছে আশার কথা নয়, মনভোলানো নীতিকথাও নয়। জীবনের অর্থ নেই- এটা মেনে নিয়েই বাঁচো। জীবনের প্রতি আসক্তি থেকেই বেঁচে থাকো। বাঁচতে না চাইলে, মরে যাও। শরীরের মৃত্যু ঘটিয়ে গাঢ় অন্ধকারের পথে পা চালাতে পারো, কিংবা বুদ্ধিবৃত্তিকে খুন করে ভেড়ার পালের মত অন্যের টর্চের আলোর রেখা ধরে জীবনের অর্থ খুঁজে দেখতে পারো। ইচ্ছে তোমার। তবু মনে রেখো-
‘সময়ের এই স্থির এক দিক,
তবু স্থিরতর নয়;
প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়।’
১৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৩
খুর্শিদ রাজীব বলেছেন: জীবনে আনন্দ খুঁজে নিতে পারলে তো কথাই নেই। সিসিফাসও নির্থক পাথর তোলাতে আনন্দ খুঁজে নিয়েছিলেন। বেঁচে থাকাটা অবশ্যই আনন্দের- তবে চিন্তায় জীবনের নিরর্থকতা আর বুকের ভেতর বিদ্রোহের আগুন থাকতেই হবে।
২| ১৬ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৪
দারাশিকো বলেছেন: এইসব আত্মমুক্তি চিরমুক্তি টাইপের শব্দ ব্যবহারের মাধ্যমে আপনারা আত্মহত্যাকে গ্লোরিফাই করেন আবার আত্মহত্যা করলে দুঃখও দেখান - এইটা একটা দ্বিমুখী আচরণ। আত্মহত্যা একটা মানুষের কাপুরোষিত আচরণ - এইটা কখনও মুক্তি দেয় না। এই বোধ আমাদের বেঁচে থাকাওয়ালাদের না হলে আত্মহত্যা কমবে না।
আশার কথা বলেন, হতাশার গল্প বলে সেখানে মানুষকে ডুবায়ে কি হবে ভাই?
১৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৭
খুর্শিদ রাজীব বলেছেন: আপনারা বলতে কাকে বুঝাইলেন? আমারে কাদের দলভুক্ত করলেন?
আমি তো আত্মহত্যাকে গ্লোরিফাই করি না, কিংবা তাতে অত দুঃখও পাই না। বরং স্বস্তি পাই যে জীবনের নিরর্থক যন্ত্রণা থেকে কেউ একজন মুক্তি পাইলো।
এইটা হতাশার গল্প মোটেই নয়। এটা একটা চিন্তা। আপনি কোন পার্সপেক্টিভে দেখছেন, সেটাই হলো বিষয়। বস্তুতঃ মানুষকে মিথ্যে আশা দিয়া ভেড়া বানানোর কোনো ইচ্ছা নাই, যথাসাধ্য ভিন্ন চিন্তা দিয়া তারে অল্টারনেটিভ পথ দেখাইতে পারলেই বরং খুশি। বেছে নেয়ার মত চিন্তা-স্বাধীনতা সবার আছে বোধ করি।
৩| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
লেখাটা দুবার পড়লাম।
১৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৭
খুর্শিদ রাজীব বলেছেন: ধন্যবাদ। পাশে থাকুন।
৪| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৯
মুজাহিদুর রহমান বলেছেন: আমিও ভাবি, যে এই নিরর্থক জীবন বয়ে বেড়ানোর দরকার কি। ভাবি যে, নিজেকে এখনই শেষ করে দেই। কিন্তু মা, ভাই, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর পারি না।
১৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:০২
খুর্শিদ রাজীব বলেছেন: জীবন নিরর্থক, কিন্তু অযথা তারে শেষ করে দেয়া হইলো বোকামী! ক্ষণস্থায়ী চিন্তা দিয়া যদি তারে শেষ করতে উদ্যত হোন তার কোনো কাম নাই।
৫| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাঁত্রে আসলে অস্তিত্ববাদী ছিলেন , কামু ছিলেন কিনা জানি না । তবে মার্ক্স ছিলেন বলে আজ জানলাম তাও আবার এরিখ ফ্রমের একটি আলোচনার নির্বন্ধ পড়তে গিয়ে । সে যাক !
গ্রীক মাইথোলজিতে আমরা দেখতে পাই যে মানুষকে সব সময় তুচ্ছতাচ্ছিল্যে দেখা হয়েছে । এই থেকে মনে হয় অস্তিত্ববাদের জন্ম । যদিও ধর্ম নিজেই অস্তিত্ববাদের জন্মদাতা । সেটাও বড় প্রশ্ন না । প্রশ্ন হলো মানুষ বাঁচবে কেন ? মানুষ হবার প্রয়োজনে । প্রকৃত মানুষ হতে হলে মানুষকে অবশ্যই অবস্থান থেকে অবস্থানান্তরে যেতে হবে । আর এরজন্য মানুষের বেঁচে থাকা । মানুষ যে নিজের জীবনকে নিয়ে হতাশ এর কারণ জীবন যাত্রা ও অনিয়ম এবং মিথ্যার ছড়াছড়ির জন্য ।
খেয়াল করবেন এই নিয়ে মানুষের কোন কথা নেই কেউ আত্মহত্যা করলেই সে কাপুরুষ কিন্তু এই অনিয়ম ও অন্যায় চলতে দিয়ে যে আমরা অপরাধ করছি এই নিয়ে কোন বক্তব্য আমরা দিতে নারাজ !
আসলে আত্মহত্যাকে কেন খারাপ বলছি আমরা জানেন ? মোটেও ধর্মীয় কারণ নয় , প্রথমত আমরা আরেকটি সস্তা শ্রম হারালাম । এবং দ্বিতীয়ত এই অপমৃত্য মনে করিয়ে দেয় সমাজে অন্যায় আছে এবং এসবকে আমরাই প্রমোট করে যাচ্ছি !!
ধন্যবাদ এত সুন্দর লিখাটার জন্য !!
৬| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেকটা কথা , নির্থক বলে মনে হয় কোন শব্দ নেই নিরর্থক হবে !!
১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩০
খুর্শিদ রাজীব বলেছেন: ধন্যবাদ।
৭| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মে অবিশ্বাসের কারণেই মানুষ ভাবে যে মৃত্যুতেই সব শেষ। নতুন জীবন শুরু হয় মৃত্যুর পরে। দুনিয়ার জীবন একটা পরীক্ষা। দুনিয়ার ধোঁকায় পড়লে সেই পরীক্ষায় কেউ পাস করতে পারবে না। তবে পরকাল আছে জেনেও অনেকে আত্মহত্যা করে যেটা একটা ভুল।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২৩ ভোর ৪:০৯
কামাল১৮ বলেছেন: জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি একেক জনের কাছে এক এক রকম।এই যে এতো সুখ এতো আনন্দ জীবন না হলে এর কোনটাই কি পেতাম।ক্ষনস্থায়ী বলেই এতো আনন্দ।দীর্ঘস্থায়ী হলে জীবন হয়ে দাঁড়াতো এক বিড়ম্বনা।