নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
কিরকুট বলেছেন: না পারি না, পশুর সাথে পশুর মতোই আচরণ করতে হয়। ভারতীয়রা বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে, বাংলাদেশে ভারতীয় পতাকা লাথ্যাচ্ছে, আমি পাইক্কা গো পাপশ বানাচ্ছি।
২| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২২
নতুন বলেছেন: যারা অন্যেক পতাকাকে অবমাননা করে তারা আসলে কোন পতাকাকেই ভালো বাসেনা।
যারা অন্যদেশের পতাকাতে পায়ে মাড়িয়েছে তারা নিজের দেশের পতাকার অবমাননা দেখে তাদের কি অনুভুতি হয়েছে?
তাদের আসলে নিজের দেশের পতাকার অবমাননা দেখে কস্ট লাগেনাই বলে আমার বিশ্বাস।
৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪
মায়াস্পর্শ বলেছেন: অফ টপিক।
এটা নিয়ে এই পরিস্থিতিতে কেউ লাফাবে না মনে হচ্ছে না।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: পাকিস্তান আমার পছন্দের রাষ্ট্র নয় তদুপরি কারো পতাকা-কে আমি অসম্মান করাটা সঠিক কাজ বলে মনে করি না। যে কোন দেশের পতাকার সাথে সে দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িত থাকে। এসব না করাটাই শ্রেয়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
আজব লিংকন বলেছেন: ৭১ এর জন্য আই হেইট পাকিস্তান।
বাট এটা কাম্য নয়।
আমরা শিক্ষিত হয়ে নির্বোধদের মত কারো জাতীয় পতাকাকে অসম্মান করতে পারিনা।।
ক্যান ইউ প্লিজ রিমুভ দিস!