নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
বংগবন্ধু হলের নাম বদলে ফেললো রাজাকারের বাচ্চারা? তার মানে ওদের মূল শত্রু একাত্তরের মুক্তিযুদ্ধ?
জামাত নিঃষ্পাপ। প্রমান?
এইগুলা ভারতীয় প্রপাগাণ্ডা।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪১
কিরকুট বলেছেন: জ্বী ধন্যবাদ, আর কি কি ইচ্ছা হয়ে লিস্ট করে রাখেন। পতাকা কোথায় কোথায় ঢুকাতে হিবে সেটার একটা এনিমেশন করে দেখান।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: এসব দেখিয়ে কি লাভ? মুক্তিযুদ্ধের চেতনা ক্ষমতা থেকে সরে গেলে আওয়ামী লীগের বেশি মনে পড়ে! যখন ক্ষমতায় ছিলো তখন চেতনা জাগ্রত হলে টাকা পাচার হতো না।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৩
কিরকুট বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা আঃলীগের বাপের সম্পত্তি না। আঃলীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক এতে বাংলাদেশের জনগণের কিচ্ছু আসে যায় না। যে গুলা দেখে কারো কারো পিত্তি জ্বলে যায় তাদের তাদের কে আজীবন মনে করিয়ে দিতে হয় এটাই নিয়ম। আপনার যদি বেশি অস্বস্তি হয় চোখে পট্টি বাধুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। কোণ জাবর কাটা ছাগলের না।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৫
কামাল১৮ বলেছেন: সামনে আরো অনেক বড় সার্কাস হবে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৯
রায়হান চৌঃ বলেছেন:
সাধু.......৭১ এর যুদ্ধশিশুর সংখা কত ছিল ? বাংলাদেশের বয়স হিসেবে ৭১এর যুদ্ধশিশুর বাচ্ছারাও এখন পরিপুর্ন যুবক। DNA টেষ্ট ছাড়া কোন ভাবে ই বলা যাবে না কোন টা বাংলাদেশি আর কোন টা পাকি বীজ.... তবে হাঁ আচার ব্যাবহারে ধারনা করা যাইতে পারে। বাংলাদেশী নির্ধারণে DNA টেষ্ট টা এখন সময়ের দাবি
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: জ্বী ধন্যবাদ, আর কি কি ইচ্ছা হয়ে লিস্ট করে রাখেন। পতাকা কোথায় কোথায় ঢুকাতে হিবে সেটার একটা এনিমেশন করে দেখান।
=================================================
আমার বক্তব্য স্পষ্ট করেই বলেছি। চাইলে ঐ কবিতার পুরোটা এখানে শেয়ার করতে পারি।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যাদেরকে আপনি দুষছেন, তারা বলছেন যে, এই কাজ তারা করেন নাই, ভারত করেছে।
তাহলে শুধু শুধু কেন দোষারোপ করছেন!!!
আপনার বরং জিজ্ঞাসা করা উচিৎ ছিলো - "যদি ভারত করে থাকে তা জামায়াত জানলো কি করে?!!! জেনে থাকলে প্রমাণ দিন।"
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রথম ছবিটার সংশোধনী আছে। ওটা যবিপ্রবির বঙ্গবন্ধু হলের ছবি পরিবর্তনের।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫০
শফিউল রনি বলেছেন: এখন তো আগে বের করতে হবে রাজাকার কারা কারা, যারা একাত্তরে দেশটা হতেই দিতে চাচ্ছিল না, নাকি হওয়ার পর দেশ বিক্রি করে দিয়েছে । আমার তো ধারনা মানুষ এরপর জামায়েতকেই ভোট দিয়ে দেখতে চাইবে তারা কেমন চালায়, বাকিগুলো তো দেখা শেষ । এইসব পাকি, ছাগু ডায়লোগ মানুষ আর খায় না ।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
কিরকুট বলেছেন: জানি তো শুকুরের মুখে শুধু ময়লা রোচে।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪
লুধুয়া বলেছেন: প্রিয় ব্লগ মডারেটর@ Mr সত্যপাঠিক@ এর প্রথম কমেন্টে একটু নজর দিন. এইরকম কুচ্ছিত ভাষায় মন্তব্য এইvlog আশা করা jaina. এটা সীমা লঙ্গন হয়েছে. আমি আশা রাখছি মডারেটর উপযুক্ত ব্যবস্থা নেবে.
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব যদি বেলাইনে যান, তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হইবে।
১১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: এই জাতির ভাল কিছু হবার লক্ষন দেখি না, তবে আশা রাখি এখনো।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উদবিড়ালের পোলা কিরকুট,
তোমার শাউয়াতে এতো জ্বলে কেন!
পতাকা তোমার পাছায় ভরে দেওয়া উচিত।