![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি সমর্থক ভাই, বোন এবং শ্রদ্ধেয় বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি, ইংরেজি পরীক্ষা দিলেই কেবল ইংরেজির মার্ক পাওয়া যাবে।
ভূগোল পরীক্ষা দিয়ে ইংরেজি মার্ক আশা করা যায় না।
তেমনি আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম চত্বরে একত্রিত হয়েছে শুধু যুদ্বাপরাধিদের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য। কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়।
আপনারা প্রজন্ম চত্বরে তরুণদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আবার বলছেন তত্বাবধায়ক সরকারের বিল আনলে আপনারা তরুণদের সাথে সংহতি প্রকাশ করবেন। সত্যি সেলুকাস!
এই প্রজন্মের মানুষ হিসেবে তরুনরা দেশের গতানুগতিক রাজনীতিকে ঘৃনা করে, আপনারা সব রাজনৈতিক নেতৃবৃন্দ, বিগত দিন গুলোতে আপনাদের প্রতি ওদের জুতা, বোতল ছুড়া দেখে আশা করি ব্যাপারটা টের পেয়েছেন. সময় থাকতে সাবধান হোন, নইলে দেশের কোনো রাজনীতিবিদ হালে পানি পাবেন না. নতুন প্রজন্ম দীর্ঘায়ু হোক, ধন্যবাদ.
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
বড়নটবর বলেছেন: দয়া করে আবার পড়ুন "আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম চত্বরে একত্রিত হয়েছে শুধু যুদ্বাপরাধিদের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য। কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়."
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৮
ধৈঞ্চা বলেছেন: শাহবাগের এই গন-জমায়েতে তিনটা রাজনৈতিক দলই বিব্রতকর অবস্থায় আছে;
আ`লীগের তো গুদের উপর বিষফুঁড়া অবস্থা, না পারছে ষ্টপ করতে না পারছে দাবী মেনে নিতে.......
বিএনপি অবস্থা দু`টানা, তারা উভয়সংকটে আছে, না পারছে সমর্থণ দিতে না পারছে সরাসরি বিরোধীতা করতে...........
জামাতের অবস্থা সবচেয়ে খারাপ, তারা পূরাই দৌড়ের উপর আছে........
সবচেয়ে সুবিধায় আছে জাতিয় পার্টি, ভাবছি সোহেলরানার মত জাতীয় পার্টিতেই যোগ দিয়ে ফেলব।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
উপপাদ্য বলেছেন: I like ur opinion but if u take SSC exam and sit for only maths, keep all your trust on me my brother, u ll never pass SSC.
BNP is just trying pass SSC.
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
উপপাদ্য বলেছেন: BNP is just trying to pass SSC.
From mobile. I m sorry for writing in English.
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
টয় বয় বলেছেন:
তো আপনে বলতেছেন মোশারফ,নুরুল হক, ফায়জুর রহমান, ম খা আলমগীর, আশিকুর রহমান রাজাকার না? শাহবাগে তাদের বিচার চাওয়ার দরকার নাই???
৪ হাজার ৫০০ লোক খুন ও গুম করা কোন অপরাধ না.....??
বলিহারী আপনার বিবেক বোধ, এরই নাম নতুন প্রজন্ম??
জয় ইন্ডিয়ান ফেন্সিডিল, ইয়াবা আর হিন্দি মুভি!!!!!!!!!
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
বলদ বাবা বলেছেন: জি ঠিক এই কথাটাই আমিও বলছি, বাংলার পরীক্ষায় শুধুই বাংলা লেখতে হবে। কিন্তু একটা ভূগোলের প্রশ্ন আইসা পড়ছে মাথায়, একটু দেইখেন পারলে উত্তরও দিয়েন।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
খুব সাধারন একজন বলেছেন: বিনপি নিয়া আজ পন্ত কিছু কই নাই।
ভাবসিলাম, পরের বার বিম্পিরে বোট দিমু জামাত ছাড়লে।
শালার বিম্পি গিরা গেলা বাঙালিগো নজরে।
ভাশুরের নাম মুখে আনে না। শরম। কষ্ট লাগতাসে, বিম্পিরে বকতে হইল।
ছাত্রদল কৈ? ওরা না মাঠ কাপায়? হাইকুমান্ডরে বোঝাও।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
সাহিিতযক েপ্রািটন বলেছেন: ভাই, পারলে সবাই একটা করে "না ভোট" দিয়া আইসেন, এই পুরাতন নেতা-নেত্রি গুলার লাফালাফি তাইলে একটু কমতে পারে। একদল কয় আরেকদল চোর, এই দল কয় ঐ দল চোর, আর তলে তলে সবাই চুরি করে, সবাই ডাকাতি করে। ২০০ বছর ব্রিটিশরা খাইয়া গেছে, তারপর খাইল পাকিস্তানিরা, এখন খাইতাসে এই কীটগুলা।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
বড়নটবর বলেছেন: আমার মনে অয় আর আমাগো ঘুমানোর সময় নাই.
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
টয় বয় বলেছেন: -
হিন্দিতে কথা বলা ডিজ্যুস প্রজন্ম নিয়া আমরা বিএনপি চিন্তিত না, আপনারও চিন্তার কোন কারন নাই|
শাহবাগে একবারও কি রাজাকার মন্ত্রী মোশাররফের নাম নিছে? রাজাকার মখা আলমগীর, রাজাকার আশিকুর রহমানের নাম? রাজাকার নুরুল হকের নাম??
আর ধর্সকলীগের সভাপতি-সাধারন সম্পাদক, দালাল ইনু-মেনন-মতিয়া সেই আন্দোনলে কি করে, জানতে পারি??
গত ৪ বছরে ৪ হাজার ৫০০ বিরোধী দলীয় নেতা খুন ও গুম হইছে, শাহবাগে কি কোন আওয়াজ উঠছে??
পদ্মা সেতু আর সোনালী ব্যাংক লুট নিয়া কোন কথা উঠছে শাহবাগে??
৪০ হাজার মুক্তিযোদ্বা হত্যাকারী রক্ষীবাহিনীর প্রধান তোফায়েল কি করতে গিয়েছিল শাহবাগে??