নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

এই পোস্টটি শুধু মাত্র ছাগুদের জন্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

এই বিদেশীদের ছিবিটি দেখে একবার ভাবুন।

এই ব্লগে যদি এখনো অব্দি কোনো ছাগু থেকে থাকে ছবিটি মূলত তাদের জন্য।



বাংলাদেশের চলমান আন্দোলনের সাথে সংহতি জানাতে প্যারিসে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিপুল প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রচুর বিদেশীরাও আমাদের সাথে অংশ নেয়। আমাদের সমাবেশের উদ্দেশ্য ওদের বুঝিয়ে বলার পর ওদের স্বতস্ফুর্ততা বেড়ে গিয়েছিল দ্ধিগুন।



লক্ষ্য করুন এই ছবিটিতে যাদের দেখছেন সবাই কিন্তু মুসলমান, ওরা জামাত শিবিরের মত চতুর নয়। ওরা কেবল ৭১'র রাজাকারদের অন্যায়, জুলুম, নির্যাতনের জবাব দেয়ার জন্যই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল।



জামাত, শিবির, রাজাকার - আস্তিক, নাস্তিকতার কথা বলে, বরাবরের মতো ইসলামকে পুঁজি করে যে ধ্বংসাত্মক জঙ্গি রূপ ধারণ করেছে তা আর কিছু নয়, শুধু মাত্র তাদের অস্তিত্ব আর রাজাকারদের রক্ষার ব্যর্থ প্রচেষ্টা মাত্র। আজ সারা বিশ্ববাসী তাদের সম্মন্ধে অবগত।



তারুন্যের জয় হবেই।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বোকামন বলেছেন: ওদের মস্তিষ্ক বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে । চোখে দেখলেও মস্তিষ্ক তা থেকে সিগন্যাল নিবে না :|

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

পলাশমিঞা বলেছেন: আমার মেয়েরা জানতে চেয়েছিল, অন্যদেশে যুদ্ধাপরাধির বিচার হয় দেশে বিচার হয় না কেন?

আমি উত্তর দিতে পারিনি।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: তারুন্যের জয় হবেই। +++++++++

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

বড়নটবর বলেছেন: @ পলাশমিঞা/ আমাদেরই ব্যর্থতা এবং অত্যন্ত পরিতাপের বিষয়, সব কিছু নিয়েই দেশে রাজনীতি হয়। যা হওয়ার তা কখনো আমাদের দেশে হয়না। তবে আশার কথা, এবার থেকে সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

কলাবাগান১ বলেছেন: জামাত, শিবির, রাজাকার - আস্তিক, নাস্তিকতার কথা বলে, বরাবরের মতো ইসলামকে পুঁজি করে যে ধ্বংসাত্মক জঙ্গি রূপ ধারণ করেছে তা আর কিছু নয়, শুধু মাত্র তাদের অস্তিত্ব আর রাজাকারদের রক্ষার ব্যর্থ প্রচেষ্টা মাত্র। আজ সারা বিশ্ববাসী তাদের সম্মন্ধে অবগত।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার আমেরিকান ফ্রেন্ডদের সাথে এ বিষয়ে কথা হয়েছে, সবাই যুদ্ধাপরাধীর ফাঁশি চায় +++++

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

রামিজের ডিপফ্রিজ বলেছেন: লাখ লাখ মানুষের খুনি ধর্ষকদের বিচার চাই- এখানে আবার স্বদেশী,বিদেশী,মুসলমান,হিন্দু, নারী,পুরুষ ভাগ কেন?

আমি পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা শুনলে খুশী হবেন যে শাহবাগের আন্দোলন এখানেও ছাত্রছাত্রীদের মুখে মুখে ফিরছে। কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশী ছাত্র এই রায়ের বিরুদ্ধে একটি টোকেন প্রতিবাদের আয়োজন করেছিল; ভারতীয় ছাত্ররা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে শামিল হয়েছে।ছাত্র যুব আমরা সবাই আজ ঐক্যবদ্ধ যে গণহত্যাকারীরা পৃথিবীর কোথাও যেন সমর্থন না পায়।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

বড়নটবর বলেছেন: @ রামিজের ডিপফ্রিজ/ আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করবোনা।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

বড়নটবর বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা:: Surprising silence about Shahbag in the US Media, y? do u know anything?

আপনি খুব সুন্দর কাজ করছেন, আপনার নিরলস পরিশ্রম, প্রচেষ্টাকে আমি সম্মান জানাই.....আমরা করবো জয়।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

রুদ্র মানব বলেছেন: @Frbangali ,
জামাত শিবিরের পতন অনিবার্য ।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

বড়নটবর বলেছেন: @রুদ্র মানব - সহমত

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

শান্তা273 বলেছেন: তারুন্যের জয় হবেই।

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বড়নটবর বলেছেন: আমরা করবো জয়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.