নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

একটি দারুন সুখবর!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

৭১'র ঘাতক দালালেরা যখন আবার আমাদের রক্ত চক্ষু দেখাচ্ছে,

তছনছ করে দিচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি,

পুড়িয়ে দিচ্ছে মসজিদ, বই মেলা,

মারছে পুলিশ,

মারছে স্বাধীন দেশের সাংবাদিক,

ভাংছে শহীদ মিনার,

ঠিক সে সময় গতকাল সন্ধ্যায় অবারভিলিয়ের সম্মানিত মেয়র

মি: সালভাতর শত শত বাংলাদেশী ও বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে ঘোষণা দিলেন, প্যারিসে নির্মিত হবে ফ্রান্সের প্রথম স্থায়ী শহীদ মিনার। যা ছিল ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের প্রানের দাবি।



দেখ শকুনেরা, আল্লাহর প্রকৃত ইসলাম আমাদের ধর্ম, আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, স্বাধীনতার যুদ্ধ, একুশের শহীদ মিনার বীর বাঙালি জাতির গর্বিত চেতনা। তোরা একটা শহীদ মিনার ভাংবি আর আমাদের এই চেতনা সারা বিশ্বের প্রতিটি দেশে শহীদ মিনারকে ছড়িয়ে দেবে। কি করবি তোরা হায়েনার দল?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা.............
জয় বাংলা..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.