নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

নীল আর্মস্ট্রঙের সাথে সাইদী, unseen photography by Nasa

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

গুজবে কান দিয়ে আপনি যখন সাইদীকে দেখার জন্য আকাশে চাঁদের দিকে হা করে তাকিয়ে- জামাত, শিবির তখন আপনাকে দেখে হাসে আর বলে বেকুব বাঙালি। মনে রাখবেন এরা জাত ধুরন্ধর, তা না হলে স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের মাঝে থেকে ইসলামের নিয়ে ব্যবসা করলো কিভাবে?



নিন, চাঁদের বুকে নীল আর্মস্ট্রঙের সাথে সাইদী, এবার প্রাণ ভরে মনে মনে থু থু দেন, আপনার কম্পিউটারের মনিটর কিংবা স্মার্ট ফোনের স্ক্রিন থু থু মুক্ত রাখার জন্যই মনে মনে দেবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আফজালনবীনগর বলেছেন: View this link

২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নিশান ইব্রাহিম বলেছেন: ভাই ফেসবুকে শেয়ার করলাম............ ধন্যবাদ............

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ক্লান্ত দুচোখ বলেছেন: কলিন্স- ডুড ! তুমি লাল দাড়ি রাখলা !
-আর্মস্ট্রং- ইয়াহুদি নাসারা ভাষায় ডাকবানা । সাম্যবাদের লালই আমার প্রতিবাদ ! বিপল্বের রং লাল, দাড়িও লাল ! ঝুলে ঝুলে লাল ! দামাদাম মাস্ত কেলান্দার !
-কলিন্স- তো গাট্টিবোচকা লইয়া কই যাও ?
-আর্মস্ট্রং- চান্দের হুজুর বন্দী কারাগারে । উনি দর্শন দিছেন । আমাকে বলছেন , 'তু লাল পাহাড়ীর দেশে যা , রাঙ্গামাটির দেশে যা,ইথায় তুরে মানাইছে না , ইক্কেবারে মানাইছে না !! "
-কলিন্স- চান্দের হুজুর মানে ?
-আর্মস্ট্রং- তা জানবা কেমনে ? আমাদের চান্দে নামাইয়া দিয়া রকেটে বইসা পর্ন দেখছো ! বারবার বললাম সামনের স্টপেজে নামাও , তা না , আগেই বামে স্লো কইরা নামায়া দিলা ! মাত্রোই রোমান্স শেষ কইরা একশন শুরু হইছিলো !
-কলিন্স- তা ঠিক , ডিভিডি'টা ভালো ছিলো । নীলক্ষেত্রের ডিভিডি অলটাইম রক্স !
-আর্মস্ট্রং- তুমি আর ঐসব দেইখোনা। হুজুর তরিকতের তামান্নায় খাসলত গঠন করতে জোর দেন । ঐসবে শরীর খারাপ হয় ।
-কলিন্স- তাই তো বলি, আমারও আজকাল দুর্বল লাগে কেন !
-আর্মস্ট্রং- লইট্যা ফিস খাও। চান্দের জাতীয় মাছ লইট্যা ফিস । হুজুর তিনবেলা আহার করতেন। তাই চান্দে তার অক্সিজেন লাগে না।
-কলিন্স- ঞ !
-আর্মস্ট্রং- হুজুর ডেলাওয়ার সাইদিকে আমি যখন চান্দে দেখি,তখনই আমি ধর্মান্তরিত হই ! সেই সুললিত ওয়াজ , আহা !
-কলিন্স- চান্দে তো বাতাস নাই ! ওয়াজ শুনলা কেমনে ?
-আর্ম্স্ট্রং- অবিশ্বাসী মন ! সারাদিন দেখো পর্ন ! সাইদি হুজুরের ওয়াজের জন্য বাতাস লাগে না ।
-কলিন্স-ম্যান , এইসব বুজুরুকি ফাকিজুকিতে বিশ্বাস করো ?
-আর্ম্স্ট্রং- ফাকি ? তুমি জানো,চান্দের শয়তান বুড়ি চরকা কাটা ফালাইয়া ঘুমাইতে গেছিলো,কিন্তু হুজুর সাইদি তারে ধমকাইয়া কাজে বসাইছে ? বলছে , ''মেশিন চলবে '' !

-কলিন্স- কিসের সাথে কি ! কৈ হুজুরের চান্দে আর কই মাইকেল জ্যাকসনের পোন্দে ! নাসা জানলে তোমার খবর আছে ।
-আর্মস্ট্রং- নাসারা নাসা'র মিথ্যা অপসৃত,সত্য সমাগত । আছেন আমার মুক্তার,আছেন আমার বেরিস্টার । সি টি এন।
-কলিন্স- তোমার ব্যারিস্টার কেডা ?
-আর্ম্স্ট্রং- আন্দালিব পার্থ । পার্থ উইথ পি ।
-কলিন্স- বন্ধু, যাইতাছো যখন,আমার জন্য ভালো দেইখা ব্লু কিছু আইনো । ব্লু-ক্ষেতের ব্লু জগ্দ্বিখ্যাত।
-আর্মস্ট্রং- না বন্ধু না ! নীল আর্মস্ট্রং আর নীল দুনিয়ায় নাই ! সে লালের খোজ পাইয়া গেছে ! আলবিদা !

(খবর - সাইদির মুক্তির জন্য হামলা চালাতে গিয়ে এক বিদেশী নীলক্ষেতে ধৃত। তাকে তল্লাসী করে নীলছবি পাওয়া গেছে । তার মুক্তির জন্য আন্দালিব পার্থ ফেসবুকে গ্রুপ ওপেন করেছেন , 'ব্লু ব্যান্ড কল' নামে ।)

দূর্যোধন দূর্যোধন

৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

বড়নটবর বলেছেন: অসাধারন@ক্লান্ত দুচোখ

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫২

মহসিন০৮ বলেছেন: চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে। এটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন কথা। সাতকানিয়াতে মনে হয় একটু বেশি বেশি...

বিস্তারিত : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.