![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিন্দু ভাই, বোন, বন্ধুরা -
আমরা লজ্জিত। আজ আপনাদের সান্তনা বা কিছু বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। তবে, এই দেশ যতটুকু আমাদের ঠিক ততটুকুই আপনাদের, সংখ্যালঘু বলে কোনো কথা নেই। এই দেশ আমাদের সবার। ৫২, ৬৯, ৭১"রে আমরা কাঁধে কাঁধ রেখে লড়েছি, ২০১৩ তেও আমরা লড়বো, পিছু হটার প্রশ্ন অবান্তর।
নিজেদের অস্তিত্বের প্রশ্ন এলে সর্ব শক্তি দিয়ে ওদের প্রতিরোধ করুন, ঐক্যবদ্ধ থাকুন। হায়েনারা এলে একটাকেও ফিরে যেতে দেবেননা, একটা বিষধর সাপের সাথে আমরা যে ব্যবহার করি তার থেকেও ভয়ঙ্কর ব্যবহার করতে হবে ওদের সাথে। ওদের যা প্রাপ্য তাই তাদের দিতে হবে।
২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
অপটিমাস প্রাইম বলেছেন: এই অপর্কমের জন্য দায়ী এবং হোতাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অবশ্যই এবং দ্রুত।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বড়নটবর বলেছেন: নিজ স্বার্থ ব্যতিত কোনো বিচার এ দেশের কোনো সরকার করেনা.
৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৩
আশফাক সুমন বলেছেন: মুসলিম সংখা গরিষ্ঠ এলাকায় বসবাসকারী অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে আমানত। তাদের জান-মালের হিফাজতের ক্ষেত্রে মুসলমানদের (ক আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজেই কোন মুমিন মুসলিম অন্য ধর্মের লোকদের কোন ক্ষতি করতে পারেনা।
উপরের অপর্কমের জন্য দায়ীদের যথাযথ শাস্তির ব্যবস্থা হওয়া দরকার।
আল্লাহ আমাদের দেশ (ক হিফাজত করুন ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
সাদা রং- বলেছেন: এদের কে বুঝাবে এসব কথা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বোকামন বলেছেন: