![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা তোমাদের কিছুদিন আগেও উপেক্ষা আর অবহেলা করতাম, আজ তোমাদের স্যালুট করি। জীবন দিয়ে প্রমান করলে, তোমরা শুধু পুলিশ নও, তোমরাও মানুষ। তোমাদেরও পরিবার আছে, ফুটফুটে বাচ্চা আছে। সারা জীবন ওরা পথ চেয়ে থাকবে, কিন্তু তোমরা আর কোনো দিন ফিরবেনা, চুমো খেয়ে ওদের বুকে জড়িয়ে ধরবেনা।
আমরা তোমাদের কিছুই দিতে পারিনি, এমনকি প্রতিরোধের পর্যাপ্ত অত্যাধুনিক অস্ত্র। সেই আজন্ম লজ্জাটাই তোমরা যাবার আগে আমাদের দিয়ে গেলে! তোমরা যেমন আমাদের নিরাপত্তার জন্য, দেশের জন্য রক্ত ঝরাতে পারো, মরতে পারো, তেমনি আমরাও পারি, কিন্তু সেই ভাগ্য নিয়ে ক'জন আসে বলো?
আমরা তোমাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এবং অঙ্গীকার করি, আমরাই করব জয়....
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪
†kL Av‡bvqvi বলেছেন: আমরা তোমাদের কিছুই দিতে পারিনি, এমনকি প্রতিরোধের পর্যাপ্ত অত্যাধুনিক অস্ত্র। সেই আজন্ম লজ্জাটাই তোমরা যাবার আগে আমাদের দিয়ে গেলে!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আশিক মাসুম বলেছেন: আমরা তোমাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এবং অঙ্গীকার করি, আমরাই করব জয়....