নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

আবার পড়ুন। আবার ভাবুন কাদের হাতে এই দেশটাকে ছেড়ে দিচ্ছেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৪

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলাম লংমার্চ-পরবর্তী মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি:



১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা।



২. আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।



৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।



৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।



৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।



৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতত্পরতা বন্ধ করা।



৭. মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।



৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।



৯. রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা।



১০. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিষ্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণসহ সব অপতত্পরতা বন্ধ করা।



১১. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা।



১২. সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাঁদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।



১৩. অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

তামিম89 বলেছেন: এক মওদুদীর ভূলে এই উপমহাদেশের ইসলাম শুধুমাত্র নামে আছে। এর এইসব হেফযতি, জামাত শিবির রা, ইসলামের নামে ইসলামের মান ডুবাচ্ছে। মানুষ মরে যাবে কিন্তু ইতিহাস থাকবে।

আল্লাহ যদি এদের বিচার করে। :(

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

শোয়াইব আহেমদ বলেছেন:

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০

মো: আজিজ মোর্শেদ বলেছেন: হেফাজতে ইসলামের লংমার্চ দেখেছি।

বি এন পি-র হরতাল দেখেছি।
লীগের হরতাল দেখেছি।
জামাতের হরতাল দেখেছি।

ভাই দেশ আপনার একার না, দেশ আমার আপনার সবার। গতকালের কর্মসূচী দেখার পর অন্তত একথা বুঝেছি যে তারা কতটা ধৈর্যশীল, কতটা অর্গানাইজড, কতটা নেতৃত্ব মেনে চলে। ভাই তাদের জায়গায় যদি আমি হতাম ‍আর আমাকে যদি ৫০ বা ১০০ কি মি হেটে আসতে হত এই চৈত্রের রোদের মধ্যে তাহলে অন্তত নাস্তিকগুলারে বাচায়ে রখিতাম না।

আপনি না বুঝলেও কাল বাঙালী জাতি বুঝে গেছে যে দেশে কারা আছে কেন আছে।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১

নীল বেদনা বলেছেন:

কোন দাবীটি আপনার পছন্দ হচ্ছে না বা ঠিক কোন দাবীটি নিয়ে আপনানার আপত্তি জানতে পারি কি?

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

অবয়ব বলেছেন: দেশকে আফগানিস্তান বানানোর পায়তারা।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

টি-ভাইরাস বলেছেন: ভাবলাম এদের হাতে দেশ তুলে দিবো না বুঝতে পারলাম কিন্তু বাম দের হাতেও তুলে দিবো না .... যত নাটক বাম রা করতে পারে করুক

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

নিমপাতা১২ বলেছেন: যারা ইসলাম কে পছন্দ করে না শুধু তাদের পক্ষেই হেফজতের দাবী গুলি যু্ক্তিপূর্ন নয় মনে করে,

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

কলপ বলেছেন: মো: আজিজ মোর্শেদ বলেছেন: হেফাজতে ইসলামের লংমার্চ দেখেছি।

বি এন পি-র হরতাল দেখেছি।
লীগের হরতাল দেখেছি।
জামাতের হরতাল দেখেছি।

ভাই দেশ আপনার একার না, দেশ আমার আপনার সবার। গতকালের কর্মসূচী দেখার পর অন্তত একথা বুঝেছি যে তারা কতটা ধৈর্যশীল, কতটা অর্গানাইজড, কতটা নেতৃত্ব মেনে চলে। ভাই তাদের জায়গায় যদি আমি হতাম ‍আর আমাকে যদি ৫০ বা ১০০ কি মি হেটে আসতে হত এই চৈত্রের রোদের মধ্যে তাহলে অন্তত নাস্তিকগুলারে বাচায়ে রখিতাম না।

আপনি না বুঝলেও কাল বাঙালী জাতি বুঝে গেছে যে দেশে কারা আছে কেন আছে।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

amhabib বলেছেন: মো: আজিজ মোর্শেদ বলেছেন: হেফাজতে ইসলামের লংমার্চ দেখেছি।

বি এন পি-র হরতাল দেখেছি।
লীগের হরতাল দেখেছি।
জামাতের হরতাল দেখেছি।

ভাই দেশ আপনার একার না, দেশ আমার আপনার সবার। গতকালের কর্মসূচী দেখার পর অন্তত একথা বুঝেছি যে তারা কতটা ধৈর্যশীল, কতটা অর্গানাইজড, কতটা নেতৃত্ব মেনে চলে। ভাই তাদের জায়গায় যদি আমি হতাম ‍আর আমাকে যদি ৫০ বা ১০০ কি মি হেটে আসতে হত এই চৈত্রের রোদের মধ্যে তাহলে অন্তত নাস্তিকগুলারে বাচায়ে রখিতাম না।

আপনি না বুঝলেও কাল বাঙালী জাতি বুঝে গেছে যে দেশে কারা আছে কেন আছে।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

জাতির চাচা বলেছেন: কথিত নাস্তিক ব্লগার বলে কী বুঝাতে চাচ্ছেন? প্রথম আলোও দেখলাম এ টার্মটা ইউস করছে।এর মানে হচ্ছে আপনারা বুঝাতে চাচ্ছেন আসলে ব্লগারদের মধ্যে কোনো নাস্তিক নাই। এগুলো এন্টি শাহবাগীদের বানানো । আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

আদনান মাননান বলেছেন: Click This Link

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

বড়নটবর বলেছেন: আমি শুধু একটা কথাই বলব, ওদের তেরো দফার মধ্যে থেকে যদি একটা দাবিও মানা হয়, তবে বাংলাদেশ সেই মধ্য যুগে ফিরে যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.