![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মহামান্য প্রধানমন্ত্রী, মন্ত্রী, পাতি মন্ত্রীদের কেউ যদি বলে, ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হবে - সে ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, সেই অপরাধী আর কোনো দিন গ্রেফতার হবেনা! (যদি ব্যক্তিগত আক্রোশের কোনো কারণ না থাকে।)
যদি কেউ বলে, ৩৬ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হবে - সে ক্ষেত্রে বুঝতে হবে, অপরাধী দেশে নেই, তাকে নিরাপদে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দিয়ে নিশ্চিত হওয়ার পর পাবলিকের লাত্থি, গুতার ভয়ে ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে।
কেউ যদি বলে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হবে - সে ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, লেনদেনের পর, অপরাধী তখন দেশ থেকে পালানোর জন্য তৈরী হচ্ছে বা নির্ভরযোগ্য এসকর্ট সাথে নিয়ে পালানোর রাস্তায় আছে।
যদি কেউ বলে ১২ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হবে, সে ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে অপরাধীর অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, তবুও দরকষাকষি চলছে, এ ক্ষেত্রে বনিবনা না হলে বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধীকে গ্রেফতার করা হয় এবং মিডিয়ার সামনে এনে ফটো সেশন করানো হয়, তখন পুলিশ কিংবা নেতা খেতাদের ভাবটা এমন থাকে যেন, দেশ গড়াতে গড়াতে বঙ্গোপসাগরে পতিত হবার আগমুহুর্তে তারা দেশকে উদ্ধার করে ফেলেছে।
কদাচিত দেখা যায় নির্ধারিত সময়ের আগেই অপরাধীকে আটক করা হয়, হয়ত জানতে চাইবেন, কিভাবে সম্ভব? সে সময় কি সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ফেরেশতা ভর করে নাকি? আরে না, যখন তাদের ভাগ বাটোয়ারা জনিত অভ্যন্তরীণ সমন্বয়হীনতার ভুল বোঝাবুঝি হয় তখনি এমন হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
বোকা_ছেলে বলেছেন: ভালোই বলেছেন