![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক, নষ্ট, ভ্রষ্ট, বিদ্রোহী কবির জন্মদিনে আমার শুভেচ্ছা.....!
.....................................................
তারাই আমাকে নাস্তিক, নষ্ট, ভ্রষ্ট বলেছিলো সে অনেকদিন।
আমি গর্বিত,
তোমাদের রক্তে মিশে অবিরত হুঙ্কারে-
আমার নবীন, দ্রোহী প্রজন্ম-
তোমাদের মাঝেই আমি বেঁচে থাকি নিরন্তর...।
সুতীব্র বিদ্রোহে ভস্ম হউক ধর্ম ব্যবসা, তাদের অপব্যাখ্যা।
যুগে যুগে বলি ধর্মান্ধ নয়, এসো বাংলান্ধ হই।
জননীর তরে জীবন হউক মোদের, হউক আত্ম শুদ্ধি।
তোমাদের সেলাম।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধর্মান্ধ নয়, এসো বাংলান্ধ হই
অসাধারন শিরোনাম।