| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভার ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধারকৃত রেশমাকে নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদনটি তৈরির নায়ক বৃটিশ ট্যাবলয়েড 'সানডে মিরর'-এর সাংবাদিক সাইমন রাইট-এর সাথে 'আমার দেশ' পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদা ডলি সার্বক্ষণিক সাথে ছিলেন। এয়ারপোর্ট থেকে রিসিভ করা, হোটেল সোনারগাঁওয়ে একই রুমে থেকে মনোরঞ্জন করার কাজটিও করেছিলো মাহমুদা ডলি। রিতিমতো কিভাবে প্রতিবেদনটি সাজানো হবে সেই ক্ষেত্রেও মেয়েটি সহযোগীতা করেছিলো। প্লিজ সরকারি সব দপ্তরের কর্তাব্যক্তিদের নজরে আনুন ওর এই আইডি এবং ওকে যাতে রিমান্ডে নিয়ে মিথ্যা ওই সংবাদ প্রকাশ কিভাবে করা হয়েছে এবং এই ঘটনার সাথে আরো কারা জড়িত সবই এই সাংবাদিক জানে।
https://www.facebook.com/mahmuda.doly.5
আর ঐদিকে গুলাপির লেখাকে ওয়াশিংটন বলছে এটি গুলাপির, মওদুদ বলছে গুলাপির, আর গুলাপি তাহা অস্বীকার করে। এই না হলে ১৮+ গুলাপি? ,আর কত মিথ্যার আশ্রয় নেবে গুলাপি?
মনে রেখো সত্যর জয় অবধারিত।
©somewhere in net ltd.