![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা শফীর বক্তব্যঃ
------------------------
“ আপনারা মহিলারা মার্কেট করতে যাবেন না। স্বামী আছে সন্তান আছে তাদের যাইতে বলবেন। আপনি কেন যাবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা উনার আসবাব পত্র এগুলার হেফাজত করবেন। ছেলে সন্তান লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনি বাইরে কেন যাবেন?
আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে কাজ করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনি নিজে করতেসেন, আপনার বউ করতেসে,মেয়েরা করতেসে। কিন্তু কুলাইতে তো পারতেসেন না। খালি অভাব আর অভাব। আগের যুগে রোজগার করত একজন, স্বামী। সবাই মিইলা খাইত। এখন বরকত নাই। সবাই মিইলা এতো টাকা কামাইয়াও তো কুলাইতে পারতেসেন না। গার্মেন্টসে কেন দিচ্ছেন আপনার মেয়েকে? সকাল ৭/৮ টায় যায়, রাত ১০/১২ টায়ও আসেনা। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করে তুমি তো জান না। কতজনের সাথে মত্তলা হচ্ছে আপনার মেয়ে তা তো জানেন না। জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?
আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। বেশি বেশি আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেসেন,লক্ষ লক্ষ টাকা খরচ করতেসেন। কিছুদিন পর আপনার মেয়ে, স্বামী একটা নিজে নিজে জোগাড় কইরা লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কইরা চইলা যাবে। আপনার কথা স্মরণ করবে না। মহিলাদের ক্লাসের সামনে বসানো হয়। পুরুষরা কি লেখাপড়া করবে? মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে, তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে। বিবাহ করতে মন চায়। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে মন চায়। দিনরাত মেয়েদের সাথে পড়ালেখা করতেসেন, আপনারা দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে মেয়েদের সাথে চলাফেরা করতেসেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না।"
২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭
সরদার হারুন বলেছেন: ভাই, সত্যই কি জনাব সফি বলেছেন এসব কথা ? না আপনার নিজের কথা ?যদি তিনি বলে থাকেন তবে এসব কথা আফগানিস্থানের তালেবানের মুখে অনেক আগেই শোনা গেছে। কাজেই তিনি তালেবানের
কথার প্রতিধবনি করেছেন মাত্র ।
এটাকি এ যুগে পৃথিবীর কোন দেশে আছে? তাহলে কি হেফাচাতে ইসলাম আর তালেবানের একই থিওরি ? তাহলে কি হেফাজাতে তালেবান বলে আরও কিছ আছে ?
৩| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
বড়নটবর বলেছেন: সাবাস...আমরা হবো তালেবান!
৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪
মরুবিজয় বলেছেন: হেফাজতে জামাত নেতা কি বেশি মাত্রায় ইয়াবা/ভায়াগ্রা খেয়ে বক্তৃতা দিছে?
৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
আলফা-কণা বলেছেন: ay jinish ki ashole e uni bolche bhy, meye manush hoylo tetul gach, bah,ki upoma,,,, link da diyen tu, paile,,,,
৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭
খাটাস বলেছেন: বুইরা মানুষ, কি বলতে কি বলে মাথা ঠিক। একদম শিশু আর একদম বুড়ার কথায় কান দেয়া ঠিক না। তারা নিজের টা ছাড়া অন্নের কথা কে কখন ও গুরত্ত দেয় না।
৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
খাটাস বলেছেন: বুইরা মানুষ, কি বলতে কি বলে মাথা ঠিক নাই। একদম শিশু আর একদম বুড়ার কথায় কান দেয়া ঠিক না। তারা নিজের টা ছাড়া অন্নের কথা কে কখন ও গুরত্ত দেয় না। কিন্তু এই দুই শ্রেণী কে নেতা মানা হলে সমস্যা।
৮| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মিতক্ষরা বলেছেন: আল্লামা শফিরা "মেয়েদের দেখলে লালা ঝরে" জাতীয় কথাগুলো বলে থাকেন, কিন্তু হুমায়ূন আহমেদরা সেগুলো করে দেখান।
এছাড়া উনার যে দৃষ্টিভংগি "বাইরে যাওয়া মাত্রই নারীরা চরিত্রহীন হয়ে যায়", তা ঠিক নয়। কেউ খারাপ হতে চাইলে ঘরে থেকেও খারাপ হতে পারে। উনারা কেন নারীদের গৃহবন্দী করে রাখতে চান। এই মানসিকতা থেকে বের হয়ে আসা জরুরী। নারীদের পরিবার গঠনের পাশাপাশি সমাজ গঠনের দিকেও উৎসাহিত করা প্রয়োজন।
এমনিতে আমিও নারী পুরুষের সহাবস্থান অপছন্দ করি। বিশেষ করে পশ্চিমে নারী শিক্ষকের দ্বারা কিশোর ছেলেদের যৌন হয়রানির যেসব খবর পড়ি, তাতে হতভম্ব হতে হয়। তবে এই কারনে নারীদের শিক্ষা বা সমাজ গঠনমূলক কাজ থেকে দূরে রাখার পক্ষপাতী নই।
৯| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বড়নটবর বলেছেন: Click This Link
@সরদার হারুন
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।
তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক।