![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ি তখনও দাউদকান্দি থেকে অনেক দূরে।
সায়মা জায়গাটা কোথায় চিনতে পারছে না।
অন্ধাকারের কারণে কিছুই বুঝা যাচ্ছে না।
হঠাৎ গাড়ির হার্ড ব্রেকের কারণে সায়মা আতকে উঠল।
সকল যাত্রীরাও চিৎকার করে উঠল।
সায়মা দেখল গাড়ির সামনে বিশাল বড় গাছ পড়ে আছে।
সায়মা মনে করল হয়ত ঝড়ের কারণে পড়ে গেছে। কিন্তু খানিকপরেই তার ভুল ভাঙ্গল।
গাড়িতে হুড়মুড় করে পাঁচ জন লোক উঠল।
সকলের হাতেই ধারালো অস্ত্র।
সায়মা বুঝতে পারল গাড়িতে ডাকাত হানা দিয়েছে।
সায়মার শরীর কাঁপছে। পাশের বৃদ্ধা মহিলাকে জড়িয়ে ধরে আছে সে।
ডাকাতদের একজন বলল, সবাই চুপচাপ বসে থাকুন। হইচই করলে বিপদ বাড়বে। চুপচাপ থাকলে কারো কোন ক্ষতি করা হবে না। তিনজন ডাকাত সকলের ব্যাগ থেকে মূল্যবান জিনিশ-পত্র ছিনিয়ে নিচ্ছে।
একজন একটি রিভালবার হাতে দরজায় দাড়িয়ে আছে।
আরেকজন বাহিরে দাড়িয়ে পাহারা দিচ্ছে, দেখছে কেউ আসছে কিনা।
গাড়ির ভিতর পিনপতন নিরবতা। সকলেই আতঙ্কিত।
গাড়িতে চার-পাঁচজন যুবতি মেয়ে ছিল। ভয়ে ওদের চেহারা নীল হয়ে গেছে।
সায়মার দুই তিন সিট সামনে বসা মেয়েটাকে ডাকাতরা উঠিয়ে গাড়ির সামনের দিকে নিয়ে দাঁড় করিয়ে রাখল। সাথে তার ব্যাগও নিল।
এটা দেখে তো সায়মার গলা শুকিয়ে আসছে। তার শরীর অবস হয়ে আসছে।
সায়মা মনে মনে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। বেশি বেশি আল্লাহকে স্মরণ করছে।
আর আফসোস করছে কেন সে রাগ করে নানি বাড়ি থেকে চলে আসল! সে নিজেকে ধিক্কার দিচ্ছে।
* * *
আব্দুর রশীদ সাহেব মসজিদ থেকে এশার নামাজ পড়ে ঘরে এসে প্রথমেই নাঈমের মাকে জিজ্ঞাসা করলেন,
: সায়মার খবর কি? ও কি শিরীনের বাসায় পৌঁছেছে?
: না, একটু আগে ফোন করলাম। শিরীন বলল সায়মা এখনো পৌঁছেনি।
: কি বলছ তুমি! ও যখন রওয়ানা দিয়েছে তাতে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা।
সায়মার বড় খালা শিরীনসহ পরিবারের সকলেই পেরেশান। কি হতে যাচ্ছে কেউ কিছু চিন্তা করতে পারছে না।
সকলে আল্লাহর কাছে দোয়া করছে, সায়মা যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।
আব্দুর রশীদ সাহেব জায়নামাজ বিছিয়ে নামাজে দাড়িয়ে গেলেন।
সায়মাকে লক্ষ্য করে এক ডাকাত বলল,
: এই মেয়ে উঠ। এদিকে আয়!
চলবে...
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
কিতাব ভুবন বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
হাবিব বলেছেন: ব্লগে আপনার পথচলা সুন্দর হোক। লেখার সময় লাইনগুলো আলাদা আলাদা করে লিখলে কবিতার মতো দেখায়। বিষয়টা খেয়াল রাখবেন