![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে বেফাক পরীক্ষা। সাইফুদ্দীন তাই পড়াশোনায় ব্যস্ত। মেশকাত জামাতের ছাত্র সে। কওমী মাদরাসার ছেলেরা সাধারণত রাত জেগেই পড়াশুনা করে। সাইফুদ্দীনের বেলায়ও এর ব্যতিক্রম নয়।
সাইফুদ্দীনের বাবা বড় একজন আলেমে দ্বীন। ছেলেকেও তিনি গড়ে তুলেছেন সেভাবে। ছেলে তার একেবারে ফেরেশতা।
মাদরাসার খানিক দূরে এক মসজিদে থাকে সাইফুদ্দীন। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়। জুমাও পড়ায়। মহল্লার দ্বীনদার মুসল্লিরাই তার মেহমানদারির ব্যবস্থা করে।
সেদিন রাতে তাড়াতাড়িই সাইফুদ্দীনের চোখে ঘুম চেপে বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে। বৃষ্টির সময় ঘুমানোর মজাই আলাদা। তারপরও সাইফুদ্দীন পরীক্ষার কথা ভেবে বিছানায় পিঠ দিচ্ছে না। রাত জেগে পড়াশুনায় মগ্ন।
পড়ার মাঝে হঠাৎ তার পানির পিপাসা লাগল। অনেক আগেই লেগেছিল, এতক্ষণ টের পায়নি। কোত্থেকে যেন কিসের একটা আওয়াজ এল। এতে তার পিপাসাটা জেগে উঠল। এখন একটু বেশি লেগে গেছে। বসার জায়গা থেকে উঠে হাত-পা ছেড়ে অযুখানার দিকে হাঁটা দিল। একটু গিয়েই সে থমকে গেল। প্রথমে খুব ভয়ই পেয়ে গিয়েছিল। পরে বুঝল, বোরকা পরা কেউ বাইরে দাড়িয়ে আছে। কাপড়-চোপড় সব ভিজা। শিতে থর থর করে কাঁপছে।
সায়মা মসজিদের ভিতরে থাকা লোকটিকে আসতে দেখে, খুব কষ্টে বলল,
: চাচা! আমি একটা বিপদে পড়েছি। আমি ঢাকা যাচ্ছিলাম। আমাদের গাড়িতে ডাকাত হানা দিয়েছে। আমি কোন রকম পালিয়ে এসেছি। রাতের জন্য আল্লাহর ঘরে আশ্রয় চাচ্ছি। সকাল হলেই আমি চলে যাব। ভাঙ্গা ভাঙ্গা গলায় কথাগুলো বলে শেষ করল সায়মা।
সাইফুদ্দীন মেয়েটির কথা মনোযোগ দিয়ে শুনল। চাচা ডাক শুনে তার খুব লজ্জাও লাগছিল। সে ভাবছে কি করবে এখন। কি কার উচিত তার। একলা একজন মেয়েকে এখানে থাকতে দেওয়াটাও সুবিদার না। এলাকার মানুষ জানলে কি বলবে। কি থেকে কি হয়, কে জানে। কার কি উদ্দেশ্য আল্লাহই ভাল জানেন।
আবার ভাবে, সত্যিই যদি মেয়েটি বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করা দরকার। তাকে অন্য কোন বিপদের দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। ঝড়ের রাত্রে সে কোথায়ই বা যাবে। গ্রাম তো অনেক দূর। গ্রামে গিয়ে কার কাছে সে আশ্রয় নিবে। নানান কিছু ভাবল সাইফুদ্দীন। ‘রাতের জন্য আল্লাহর ঘরে আশ্রয় চাচ্ছি’ মেয়েটির এ কথাটি সাইফুদ্দীনের কানে বার বার বাজতে লাগল।
সাইফুদ্দীন মেয়েটিকে বলল,
: আপু আপনি অযু খানার এক কোণে গিয়ে ভিজা কাপড়- চোপড় পাল্টে আসুন। আমি আপনার জন্য একটা ব্যবস্থা করছি।
চলবে ...
©somewhere in net ltd.