নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিতাব-বই বিষয়ক তথ্য আদান প্রদান। আর বিভিন্ন সময় নিজের কিছু লেখা লিখব ইনশাআল্লাহ।

কিতাব ভুবন

কিতাব ভুবন › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালবাসি হে নবী

২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩২

বইটির নাম তোমাকে ভালবাসি হে নবী
লেখক: সর্দার গুরুদত্ত সিং

লেখকের নাম শুনেই বুঝা যাচ্ছে উনি মুসলিম না বরং ভিন্ন ধর্মের কেউ! বই থেকে জানলাম উনি পেশায় এডভোকেট, এবং একই সাথে লন্ডনে ‘ইন্ডিয়া’ নামক পত্রিকার সম্পাদক। তবে মূল বই ‘রাসূলে আরাবী’র প্রথম পৃষ্ঠায় লেখকের পরিচয় দেয়া হয়েছে এভাবে- ‘ইসলামের নবীর প্রতি অনুরাগী’ একজন শিখ গুরুদত্ত সিং এর কলমে রচিত। যা লেখকের প্রতি একধরনের ভালোবাসা তৈরি করতে যথেষ্ট।

বইয়ের শুরুতে তিনি লিখেন:
হৃদয়ের আকুতি
সত্যের আলাে ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলাে। তার শুভ দর্শনে দৃষ্টি যাদের প্রেমমুগ্ধ হলাে এবং হৃদয় যাদের ভালবাসায় স্নিগ্ধ হলাে জনম তাদের সার্থক হলাে, জীবন-স্বপ্ন তাদের সফল হলাে। এ পরশমণিৱ পরশ-সৌভাগ্য যারা লাভ করবে, খাঁটি সােনার চেয়ে খাঁটি তারা হলাে। এ স্বর্গ-পুম্পের সান্নিধ্য-সৌরভ যারা পেলাে বিশ্ব-বাগানে তারা গােলাবের খােশবু ছড়ালাে।

উষর মরুর বাসিন্দা হে উম্মি আরব! জানি না; মর্তলােকের মানব, না স্বর্গলােকের দেবতা তোমরা! হাবীবে খোদার দীদার-দর্শন পেলে কোন সে মহাগুণে! নূরে যােদর তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্য!! ইতিহাস তাে বলে, লুটতরাজ ও খুনখারাবি ছিলাে তােমাদের পেশা, আর নাচ-গান ও মদ-জুয়া ছিলাে তোমাদের নেশা। এমন কোন অন্যায় ছিলাে না যা তােমরা জানতে না, এমন কোন পাপও ছিলাে না যা তােমরা করতে না । “আকারে ইনসান, প্রকারে শয়তান’ এই তাে ছিলাে তােমাদের পহচান। অথচ সারা বিশ্বে আজ তােমাদেরই জয়গান, তােমাদেরই শওকত-শান'!

বলো না কোন সে প্রতিভা সুপ্ত ছিলাে তােমাদের মাঝে, কোন সে অমৃতজলের সন্ধান ছিলাে তােমাদের কাছে, যার ফলে তােমাদের জীবনে হলাে নব প্রাণের সঞ্চার এবং চরিত্রে এলাে এমন মহাবিপ্লব, সময়ের মুহর্ত ব্যবধানে 'রাহজান থেকে হয়ে গেলে রাহবার।

কাফেলা লুণ্ঠনকারী এই তােমাদের কাছেই বিভ্রান্ত মানব কাফেলা পথের দিশা পেলাে? মুক্তির মহাসড়কে পথচলা শিখলাে!-মহাবিশ্বের মহাবিশ্ময়ও যে হার মানে তােমাদের কাছে।

বাইটি সম্পূর্ণ পড়েতে এ লিংখ থেকে ডাউনলোড করুন: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.