নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি আশরাফুল

কবি আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় সামুবাসী, কালকে থেকে অমার এসএসসি! সবাই এই ছোট ভাইয়ের জন্য দয়া করে দোআ করবেন। কেমন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

আরে আরে আরে!!! কস কি মমিন?! কালকে থেকে আমার এসএসসি পরীক্ষা শুরু! হায় হায়! এখন কি হবে?! আমি যে আন্ডা পারব! আজিব! তো কি হইসে? এই দুর্মূল্যের বাজারে মেট্রিক ফেল করা নেংটা হয়ে স্বইচ্ছায় রাস্তায় হাঁটার মতই কঠিন কাজ। তো কি আর করা। এ প্লাস তো থলিতে ভরতেই হবে। নইলে মা চার তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যে! এ প্লাসটা যে কি জিনিস রে বাপ! বউ ছ্যাকা দিলেও যেখানে কিছু হইসে বলে মনে হয়না সেখানে এ প্লাস মিস হলেই গলায় দড়ি! খাইসে!!! ভাই! ও ভাই! এ প্লাস জিনিসটা কি? এইডা খায় না পড়ে? হাঁটে নাকি ঘুমায়? এইডার পিছনে পুলাপাইন এত ছুটে ক্যান? এইডি কি বলিউডের হিরো?! নাকি কারিনা কাপুরের চেয়েও সুন্দরী? যাই হোক! কি আর করা! পড়তে বসব! প্রিয় সামুবাসী। কি আর কইতাম? দোআ টোআ করবেন আরকি! একেবারে খাস দিলে! খাস দিলে দোআ করলে নাকি ছ্যাকা দেওয়া জিএফও ফিরে আসে! আর এ প্লাস তো ছাই! এইবারের মত টেবিল নামক নরকের শাখায় যাইতেসি। ফি আমানিল্লাহ! (চোখে মুখে আঁতলামীর ইমো)

-ইতি-

এক দূর্ভাগা ছোট ভাই।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

অনির্বান বলেছেন: kakhono khata chepe likhbana. Bondhu kosto pay tate!!


sufferer!

Vlo hobe inshaallah!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

কবি আশরাফুল বলেছেন: ভাইয়া! এই কথা আমার আশেপাশে যারা বসবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য! ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কালকে থেকে "এস,এস, সি" পরিক্ষা , নামের আগে "কবি" আবার ব্লগিং বাহ বাহ বাহ

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কালকে পরিক্ষা আর আজকে ব্লগিং B:-) B:-)
বাহ বেশ বেশ ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

হেডস্যার বলেছেন:
হে মহান এস.এস.সি পরিক্ষার্থী কবি....আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া। :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: দোয়া রইলো !
ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন :)

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মৃন্ময় বলেছেন: doa ta bujlam tua ta niya gobesonai roilam then nxt comment....................!

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিডি আমিনুর বলেছেন: বিনা টাকায় দোয়া দেই না !

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আঁমিঁ এসঁএসঁসিঁর আঁগেঁর দিনঁ সাঁরাঁ বিকাঁলঁ ক্রিকেঁট খেঁলঁছিলাঁম, আরঁ তুঁমি ছোঁট্ট বঁন্ধু ব্লঁগিং কঁরঁতেঁছো.... দিঁন বঁদঁলাইয়াঁ গেঁছেঁ । /:)

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

কবি আশরাফুল বলেছেন: হাহাহা! আমার ডাকনামই কবি।@ সুমন ভাই।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।@ হিমু সাহেব।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

কবি আশরাফুল বলেছেন: স্যার সাজেশন প্লিজ।@ হেডস্যার।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।@রাজপুত্র সাহেব।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ। আপনার গবেষণার জন্য শুভকামনা।@ মৃন্ময়।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কবি আশরাফুল বলেছেন: নগদে মিষ্টির সুবিধা আছে!@ বিডি আমিনুর।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

কবি আশরাফুল বলেছেন: আঁবাঁরঁ জিঁগাঁয়ঁ! তঁখঁনঁ আঁপঁনাঁরাঁ টাঁকাঁ জঁমাঁইঁয়াঁ চঁকঁলেঁটঁ কিঁনঁতেঁনঁ আঁরঁ আঁমঁরাঁ টাঁকাঁ জঁমাঁইঁয়াঁ জিঁএঁফঁরেঁ লাঁলঁনঁ পাঁলঁনঁ কঁরিঁ।@শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

ফি আমানিল্লাহ।

আর মন্তব্যরে জবাব আপাতত দয়োর দরকার নেই। পরীক্ষা ভালো হোক।।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ। ঘুমানোর আগে ঠু মেরা গেলাম! তাই দিয়ে দিলাম।@আরজুপনি।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক শুভ কামনা রইল।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: হেডস্যার বলেছেন:
হে মহান এস.এস.সি পরিক্ষার্থী কবি....আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।@ স্বর্ণা।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।@তাহমিদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.