| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি ও কাব্য
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
৮০-৯০ দশক ছিল আমাদের বাংলা ব্যান্ড এর এক সোনালি অধ্যায়। সেই দশকেই আমরা পেয়েছিলাম বাংলা ব্যান্ড এর চিরস্থায়ী আসন অর্জন করা সোলস, চাইম, অবসলিউর, ফিডব্যাক, রেনেসাঁ,ডিফরেনট টাচ, উইনিং, মাইলস, এলআরবি, ফিলিংস (নগরবাউল),আর্ক,ওয়ারফেইজ, নোভা, প্রমিথিউস সহ ১ম সারির ব্যান্ডগুলো। যেখান থেকে পেয়েছি মেজবাহ ,চন্দন, হাসান, সাঞ্জয়, বাবনা, ফজল,বিপ্লব, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, জেমস, টুলু, নাসিম আলী খান, পার্থ, নকীব খান,পিলু খান ও মাকসুদ এর মতো সব গ্রেটদের। তাঁরা সবাই বাংলা ব্যান্ড এর ইতিহাসে ঠাই করে নিয়েছেন তাদের নিজ নিজ যোগ্যতায়। তাঁরা যা দিয়েছিলেন আজো সেগুলো আমাদের হাসি,কান্ন, সুখ-দুঃখের সাথী হয়ে আছে। সেই সময় এতো ব্যান্ড বাংলাদেশে গড়ে উঠেছিলো এবং এতো বেশি মেলোডি ও চমৎকার গান শ্রোতারা পেয়েছিল যা গত ১০ বছরের সবগুলি বাংলা গান জড়ো করলেও সেই চমৎকার গানের সংখ্যার সমান হবে না। ১৯৯৩ সালে প্রথম বাংলা র্যা প গানের অ্যালবাম ‘ত্রিরত্নের ক্ষ্যাপা’র একটি জনপ্রিয় গানের লাইনেও ফুটে উঠেছিলো সেই চিত্র যার কথা ছিল এমন “ আর ব্যাঙের ছাতার মত জন্মেছে ব্যান্ড’ । সেই সময়ের গড়ে উঠা ও ভেঙে যাওয়া কিছু অখ্যাত ব্যান্ড এর দুর্লভ ও চমৎকার কিছু গান এই প্রজন্মের ব্যান্ড ভক্তদের জন্য দিলাম। যে গানগুলো কোন ওয়েবসাইটে কখনও খুঁজে পায়নি কেউ এবং কোন এফএম রেডিওতে শুনতে পাওয়া যায়নি। আমার সমবয়সীরা হয়তো এই গানগুলো শুনে সেই ২০/২২ বছর আগের সৃতি মনে করে কেঁদেও ফেলতে পারেন তাঁর জন্য আমি আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।
১. যারে খুঁজি- নেক্সাস (১৯৯০)- (Click This Link)
২. নীল শাড়ীতে লাগছে তোমায় কত যে রূপসী- নেক্সাস (১৯৯০) – (Click This Link)
৩.দিগন্তে – নেক্সাস(১৯৯০) (Click This Link)
৪. অমলা নামের সেই সুন্দরী মেয়েটি- বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৫. কেন কাছে আসা – বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৬. বাঁকা চোখে চেয়ে দেখোনা – বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৭.ভালো লাগে ভাবতে তোমায়- পালস(১৯৯০) (Click This Link)
৮. খুঁজে চলেছি- পালস (১৯৯০) (Click This Link)
৯.মাতাল করা হাওয়ায় – অর্কিড (১৯৯১) (Click This Link)
১০. সাথিহারা আমি চলেছি নির্জনে- অর্কিড(১৯৯১) (Click This Link)
প্রিয় বন্ধুরা, সব গ্রেটদের গানের পাশাপাশি যদি এমন গানও শ্রোতারা পায় তাহলে একটু চিন্তা করে দেখুন যে মানসম্পন্ন চমৎকার সব গান তখন কি পরিমানে আমরা সেই সৌভাগ্যবানরা পেয়েছিলাম! অথচ আজ ২০ বছর পর আমরা সেইসব সৌভাগ্যবানরা আজ বড় বেশি দুর্ভাগাদের দলে। যাদের কাছে শুধু বারবার সেই দিনগুলোর কথা মনে করে আফসোস করে সময় কাটে। প্রযুক্তির নিদারুন অভাবের সময় যখন বৃষ্টির মত মানসম্পন্ন ও চমৎকার সব গান পাওয়া যেত তাহলে প্রযুক্তির এই সুসময়ে কেন এতো মানহীন গানের ছড়াছড়ি এর সঠিক জবাব কি কেউ দিতে পারবেন?????
বাংলার সব দুর্লভ ও চমৎকার গানের জাহাজে যেতে হলে এই লিঙ্কে খোঁচা দিয়ে লাইক দিন-
(https://www.facebook.com/kokbd24)
বিঃদ্রঃ সময়ের অভাবে আরও এমন অনেক দুর্লভ গান এই পোষ্টে দিতে পারিনি বলে দুঃখিত!
ম
১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৯
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২|
১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫১
মামুন বিদ্রোহী বলেছেন: অসাধারণ+
১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৯
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩|
১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৯
নষ্ট কবি বলেছেন: +++++++++++++++++++++++
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০০
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৪|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২
দিশেহারা আমি বলেছেন: অসাধারণ ++++
পুরাতন স্মৃতিকে রিষ্টোর করে দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাই কয়েকদিন ধরে নেক্সাসের একটা গান গুণগুণ করি কিন্তু গানটা ঠিক মনে করতে পারছি না।কি যে অস্থির লাগছে। গানটা অনেকটা এইরকম- ঢাকায় তার বসবাস বাড়ি চট্টগ্রাম। আমি তার প্রেমে পড়েছি। তবে গানের শিরোনাম টা সম্ভবত ম দিয়ে কোন মেয়ের নাম।
৫|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৩
হা...হা...হা... বলেছেন: রেশাদের 'দি কিউ' ব্যান্ডের গান থাকলে শেয়ার করেন।
৬|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৯
শিশেন সাগর বলেছেন: সোয়াবের কাম
৭|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০
শিশেন সাগর বলেছেন: সাথে জয়জগানন্দন ঘটি বাটি ক্রন্ধন গান টা যদি দিতেন
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬
কবি ও কাব্য বলেছেন: এই গানটা অখ্যাত ব্যান্ড এর গানের মাঝে পড়ে না তাই দেইনি। গানটি শুনতে চাইলে ঐ জাহাজের লিংক এ যান
৮|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
অগ্নি দগ্ধ বলেছেন: একটা গানের দুইটা লাইন আমার প্রায়ই মনে পরে কিন্তু কার গান আমি ঠিক জানিনা। পারলে এই গানটার কোন পেলে জানাবেন। লাইন দুটি হল
"এই পথে যেতে যেতে তুমি অপরুপা
কেন বারে বারে ফিরে ফিরে চাও"
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০
কবি ও কাব্য বলেছেন: সম্ভবত অরবিট এর গান। শুনে বলতে হবে।
৯|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: দারুণ একটা পোষ্ট। ![]()
প্রিয়তে রাখলাম। ![]()
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪
কবি ও কাব্য বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ
১০|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩২
মাহমুদা সোনিয়া বলেছেন: dardanto ak post.. Thnx a lot
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৩
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ @মাহমুদা সোনিয়া। গান শুনার আমন্ত্রণ রইলো।
১১|
১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ++++++ কিপ ইট আপ !!
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৩
কবি ও কাব্য বলেছেন: চয়ন ভাই ধন্যবাদ।। আপনার আগের প্রোফাইল ছবিটা ভালো লাগতো। ঐটা আবার দেন।
১২|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৪
কাউসার রুশো বলেছেন: +++++
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১১
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ রুশো ভাই।
১৩|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৬
অগ্নি দগ্ধ বলেছেন: সম্ভব হলে জানাবেন(পারলে লিঙ্ক সহ)।(৮নং মন্তব্য দ্রষ্টব্য)
১৪|
১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:১৫
স্বাধীকার বলেছেন:
পোস্ট প্রিয়তে রাখলাম।
আমার কাছে কিছু গান আছে। তবে লাইক দিতেই হবে এবং দিলাম। সেসব গান শুনলে এখনো মনে পড়ে হাই স্কুলে পড়ার কথা, অডিও ক্যাসেট কিনতে গানের ঢালি, গীতাঞ্জলীতে যাওয়া, নিউ মার্কেটের বিজলীতে যাওয়া-------দারুন কাজের হয়েছে পোস্টটি।
১৫|
১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৪০
মাহবু১৫৪ বলেছেন: সোজা প্রিয়তে নিলাম।
১৬|
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৪
একুয়া রেজিয়া বলেছেন: খুবই ভালো লাগলো।
২০ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৫
কবি ও কাব্য বলেছেন: @একুয়া রেজিয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য
১৭|
০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
ফয়সল আহমদ বলেছেন: +++++ পিলাচ.।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৫
saifulchowdury বলেছেন: soja love gore......................