নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

একটি কালজয়ী মুভি রিভিউ থেকে বাণিজ্যিক ছবির চরম একটি গল্পের জন্ম

০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২০





উৎসর্গ- 'সামু' ব্লগে গত সপ্তাহে প্রকাশিত কালজয়ী সিনেমা রিভিউ " আমার চলচ্চিত্র দর্শন লালটিপ'' এর রচয়িতা ব্লগার 'দুর্যোধন' কে উৎসর্গ করিলাম ।

আমাকে ধরণীতে পাঠাইবার সময় বিধাতা আমার মাঝে শুধুই সৃষ্টিশীল নতুন নতুন কিছু করিবার চিন্তার খোরাক উপহার স্বরূপ দিয়াছিলেন যাহার সৎব্যবহার আমি আমার পেশায় মাঝে মাঝে কিঞ্চিত করিয়া থাকি আর বাকিগুলো সুযোগ এর অভাবে অযত্নে অবহেলায় হারিয়ে যায় বলিয়া মনে মনে বিধাতার নিকট বড়ই লজ্জিত !!!!!!!!



গত সপ্তাহে দুর্যোধন ভাইয়ের ''লাল টিপ'' নামক বাংলা ছিঃনেমার রিভিউ পড়ার পর থেকে মাথায় একটা চরম আইডিয়া আসিলো, ''লালটিপ্পনী''থুক্কু 'লাল টিপ'' ছবির এই রিভিউর গল্প নিয়া একটি প্যাকেজ নাটক বানানোর ইচ্ছা জাগিলো। কারন , তবে যদি কোন সহৃদয় ব্যক্তি ১০ কোটি টাকা দেয় তাহলে সেই প্যাকেজ নাটক কে পুরোদমে সিনেমা বানাইয়া ফেলিবো।

যেথায় "দুর্যোধন" ভাই কে ঢাকার নিজ বাসা হইতে বাহির হইয়া বসুন্ধরার সিনেপ্লেক্সে ছবি দেখিয়া বাংলাদেশের অর্থনীতিতে উনার অবদানের করুন চিত্র বাদ দিয়া উনার দেশপ্রেম আরও দুর্দান্ত ভাবে ফুটিয়া তোলার চেষ্টা করা হবে।





ছবিটির গল্প হইবে এরূপ- আমেরিকায় বসবাসরত বঙ্গসন্তান আমাদের ''দুর্যোধন '' ভাই আমেরিকার রাস্তাঘাটে কর্মহীন অবস্থায় কর্মের খুঁজে ঘুরিয়া বেড়াইতেছেন । একদিন নিউইয়র্ক এর রাস্তায় প্রেসিডেন্ট ওবামা সাহেব কে খতম করিবার জন্য কিছু দুষ্কৃতিকারী হামলা চালাইলে 'নায়ক ''দুর্যোধন'' সাহেব তাহার জীবনের ঝুঁকি নিয়া ওবামা সাহেবের জীবন রক্ষা করিলেন। ইহার কারনে প্রেসিডেন্ট বারাক ওবামা সাহেব 'দুর্যোধন' কে পুরস্কার স্বরূপ ''এফবিআই'' এ নিয়োগ দিলেন। একদিন ওবামা সাহেব ''দুর্যোধন'' কে ''লালটিপ'' নামক ছিঃনেমার কিছু অংশ দেখাইয়া বলিলেন "দুর্যোধন দেখো এখানে কিভাবে বারবার প্যারিস নগরী দেখাইয়াছে তাহাতে আমার মনে একটি সদেহ ঢুকিয়াছে যে ফ্রান্সের কুদৃষ্টি বাংলাদেশের উপর পড়িল কিনা তাহা নিয়া আমি বেশ চিন্তিত হইয়া পড়িয়াছি । তাই তোমাকে একটা বিশেষ কর্ম দিয়া বাংলাদেশে পাঠানোর ইচ্ছা করিয়াছি। ফ্রান্স কি বাংলাদেশে তাদের কোন ঘাটি করার পরিকল্পনা করিয়াছে কিনা? করিলে তাহারা কি কি উদ্যোগ নিয়াছে ? সেই ধরনের কোন কুমতলব তথ্য যদি পাইয়া থাকো তাহলে আমাকে সাথে সাথেই জানাইবে। মনে রেখো তুমি বীরবঙ্গের বীরসন্তান , তোমার দেশকে রক্ষা করিবার জন্য তোমাকেই এগিয়ে আসতে হবে। আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করিবো। " (ছবির শুরুতেই একটু থ্রিলার এর গন্ধ দর্শকদের নাকে শুকাবো! ) ।

এই বিশেষ দায়িত্ব পাইয়া 'দুর্যোধন' নাচতে নাচতে বাংলাদেশে আসিয়া তাহার বিশেষ করমে নামিয়া গেলো। আমাদের দুর্যোধন ভাই প্রথমেই লাল টিপ ছবি দেখিতে সিনেপ্লেক্সে যাইবে যেথায় হলের দর্শকের মধ্য এক সহজ সাধারণ বঙ্গসাজে বঙ্গ তরুণীর সাথে চোখাচখি হইবে (নায়িকা) যে কিনা সিনেপ্লেক্সেরই এক টিকেট চেকার এর আদুরের একমাত্র গরীব কন্যা (ধনী -গরীবের প্রেমের টানাপোড়ন) । সিনেমা দেখিবার পর চরম আলোচিত ও জনপ্রিয় রিভিউ লিখাটি পরিচালক স্বপন চোপড়ার (ছবির ভিলেন) চোখে পড়িলে উনি দুর্যোধন ভাইয়ের বিরুদ্ধে মামলা করিয়া উনাকে জেলে পাঠাইবার চক্রান্ত করেন । শুরু হয়ে যায় স্বপন চোপড়া সাহেবের সাথে দ্বন্দ্ব। স্বপন চোপড়ার লোকজন রাস্তায় 'দুর্যোধনের'' উপর হামলা চালালে শুরু হয় জমজমাট অ্যাকশন যেথায় স্বপন চোপড়ার একে ৪৭- নিয়া আসা লোকজনের ছোড়া সকল বুলেট দুর্যোধন বীরত্বের সাথে প্রতিহত করিয়া তাদের কুপোকাত করিয়া ফেলে।

আক্রমণে ব্যর্থ হইয়া এবার স্বপন চোপড়া থানায় দুর্যোধন এর নামে ডাকাতি মামলা করিলে পুলিশের ঘুসখোর এসআই (যিনি স্বপন চোপড়ার কাছ হইতে মাসোহারা পাইয়া থাকেন) আসিয়া দুর্যোধন কে প্যাঁদানি দিতে দিতে সসম্মানে থানায় ভরিয়া রাখে। দুর্যোধন থানায় থাকাকালীন অবস্থায় স্বপন চোপড়ার লোকজন দুর্যোধনের বাসায় হামলা চালাইয়া বাবা, মা, ছোট ভাই ,ছোট বোন সহ সবাইকে হত্যা করিয়া "রান্নাঘরের দেয়ালে ছোট ছিদ্র" দিয়া পালাইয়া যায়। দুর্যোধন কে যে থানায় আটক করিয়া রাখা আছে সেই থানার ওসি সাহেব হইলেন এই যুগের বিরল প্রজাতির সৎ ব্যক্তি। যিনি স্বপন চোপড়ার ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন ভাবে পূর্ব থেকেই অবগত আছেন । তাই তিনি বুঝিতে পারিলেন 'দুর্যোধন' সাহেব বেশ বড় গ্যাঁড়াকলে পড়িয়াছেন। ওসি সাহেব দুর্যোধন এর দেশপ্রেম চিত্ত দেখিয়া উহাকে থানা থেকে মুক্তো করিয়া দেন।

দুর্যোধন বাসায় ফিরিয়া সবাইকে মৃত দেখিয়া চিৎকার করিয়া কাঁদিতে থাকেন যাহা দেখিয়া হলের সকল দর্শক হাসিতে হাসিতে চক্ষু দিয়া জল ফেলিবেন।

এইরূপ নিঃসঙ্গ অবস্থায় থাকাকালীন সময়ে সিনেপ্লেক্সে চোখাচখি হওয়া সেই সুন্দরির সাথে দুর্যোধনের পুনরায় সাক্ষাত হইবে। দুর্যোধনের জীবনে ঘটে যাওয়া সকল কাহিনী শুনিয়া সুন্দরী দুর্যোধন কে ভালবেসিয়া ফেলিবে এবং পরবর্তী ২০ মিনিট শুধু দুর্যোধন ও সুন্দরীর প্রেম দর্শক দেখিতে পাইবে সঙ্গে ২ টা গান সাথে ফ্রি নৃত্য নামক ( স্কুলের সকাল বেলার পিটি শো) দেখিতে পাইবে যেথায় সবগুলি দৃশ্য আমেরিকার লাস ভেগাস সহ বিভিন্ন নগরীর মনোরম পরিবেশে চিত্রায়িত হইবে।

এবার ফ্রান্সের অপরাধ জগতের ডন খ্যাত স্বপন চোপড়া র বড় ভাই বপন চোপড়া দুর্যোধন কে শায়েস্তা করিবার জন্য দুর্যোধনের প্রেমিকাকে অপহরণ করিয়া ফ্রান্সের আইফেল টাওয়ার এর নিকট অবস্থিত একটি বাংলা মদের কারখানার গুদামে আটকে রাখিয়া দুর্যোধন কে ফোনে তাহার প্রিয়তমা হুবু স্ত্রী কে উদ্ধার করিয়া নেয়ার জন্য ফ্রান্সে আসার আমন্ত্রণ জানাইবে। খবর পাইয়া দুর্যোধন এক মিনিটের মধ্য ফ্রান্সে পৌঁছাইবে। পৌঁছানোর পর প্যারিসের রাস্তায় লরেন নামক এক হতভাগা ফরাসির সাক্ষাত পাইবে যিনি ''লালটিপ'' ছবিতে একজন লুল ব্যক্তি হিসেবে পরিচিত হইয়াছিলেন। যাহার স্ত্রী ''লালটিপ'' ছবি দেখিবার পর লরেন সাহব কে দুশ্চরিত্র ভাবিয়া ২৫ বছরের সুখের সংসার ত্যাগ করিয়া আলাদা বসবাস করা শুরু করেন। ইহার পর থেকেই ''স্বপন চোপড়া'কে ও লরেন সাহেব খতম করিবার জন্য হন্য হইয়া খুঁজিয়া ফিরিতেছেন। দুর্যোধন কে পাইয়া লরেন সাহেব যেন প্রতিশোধ নেয়ার শক্তি ও সাহস পাইয়াছেন। ওদিকে দুর্যোধন ও লরেন সাহেব লুল ভাবিয়া যেরূপে 'লালটিপ'' ছিঃনেমার রিভিউতে তুলে ধরিয়াছিলেন তাহার জন্য তিনি লরেন সাহেবের নিকট ক্ষমা চাহিয়া বন্ধুত্তের হাত বাড়াইলেন।



ছবির শেষ দৃশ্য বপন চোপড়া ও স্বপন চোপড়া দুর্যোধন কে খতম করিবার জন্য তাহার প্রাণপ্রিয় হবু স্ত্রী কে আইফেল টাওয়ার এর নিচে একেবারে টাওয়ারের মাঝখানের উম্মুক্ত অংসে দুই হাত ছড়াইয়া বাধিয়া রাখিয়া উদ্ধার করিয়া নেয়ার জন্য দুর্যোধন কে খবর পাঠাইবে। উহা শুনিয়া দুর্যোধন তেলে বেগুনে জ্বলিয়া উঠিবে এবং লরেন সাহেব কে নিয়া টাওয়ার এর উদ্দেশ্য রওয়ানা হইবে। অভিযানের আগে দুর্যোধন এবার আমেরিকার ওবামা সাহবে কে সব তথ্য জানাইবে যাহা শুনিয়া ওবামা সাহেব 'পেন্টাগন' এর একটি বিশেষ দল কে ফ্রান্সের আইফেল টাওয়ারে গিয়া দুর্যোধন কে সাহায্য করিবার জন্য নির্দেশ দিবে। নির্দেশ পাইয়া বিশেষ হেলিকাপটার ও যুদ্ধ বিমান নিয়া 'পেন্টাগন' এর সবচেয়ে সাহসী ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দলটি ফ্রান্সের আইফেল টাওয়ারের উদ্দেশ্য রওয়ানা হইবে।

শেষ পর্যন্ত একটি দুর্দান্ত সংঘর্ষের পর দুর্যোধন ও উনার সুন্দরী প্রেমিকা মিলন ঘটিবে এবং 'সমাপ্ত' নামক বাংলা শব্দটি পর্দায় ভাসিয়া উঠিবে ।

প্রিয় বন্ধুরা যাহারা উপরের বাণিজ্যিক ছবিটির গল্প পড়িয়া সময় নষ্ট করিয়াছেন তাহাদের জন্য উপরের গল্পের সূত্রটি নিচে দিয়া আরও সময় নষ্ট করিবার জন্য অনুরোধ করিতেছি।

দুর্যোধনের কালজয়ী ''লালটিপ'' ছবিটির রিভিউ

একটি শিক্ষিত রেডিওর গান শুনুন ও দেখুন

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০

কাউসার রুশো বলেছেন: পুত্তুম পিলাচ
+++ :)

০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ রুশো ভাই। প্রথমেই আপনার পেলাচ পাইয়া বুঝিতে পারিলাম ইহাও একটি কালজয়ী গল্পে ভূষিত হইতে যাচ্ছে।

২| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০

পাঙ্খাবাবা বলেছেন:
:)

০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

কবি ও কাব্য বলেছেন: হাসি দিলেন তবে এতো অল্প হাসিলেন কেন বুঝিটা পারি নাই

৩| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

bangal manus বলেছেন: অনলাইনে টাকা ইনকাম করতে এই লিংকে কিলিক করুন

Click This Link

Click This Link

http://rylcolikes.com/home?ref=ukndhaka

http://adf.ly/?id=546105

Click This Link

Click This Link

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:৫৯

কবি ও কাব্য বলেছেন: ভাইজান আমারে টাকা ইনকামের অলস পথ দেখাইয়া দিলেন কেন বুঝিতে পারিলাম না!!!!! অনলাইনে টাকা আয় করিয়া নিজেকে অলস করিবার কোন ইচ্ছা ও প্রয়োজন আমার নাই। পরম করুণাময় আমাকে যেভাবে অর্থ আয়ের ব্যবস্থা করিয়া দিয়াছেন আমি তাহাতেই খুব ভালো ও সন্তুষ্ট আছি।
তবে উপরের গল্পের ছবিটি বানাইবার জন্য যদি অর্থের অভাব দেখা দেয় তখন আপনার দিকনির্দেশিত পথে কিছু করা যায় কিনা চিন্তা করিবো

৪| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

পাকা খোকা বলেছেন: হেব্বী হইছে!

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:০১

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ হেব্বি কওনের জন্য। তবে সম্ভবত ছবিটি সকল ধরনের শিশু "খোকা'' ও দুর্বল চিত্তের মানবকুলের জন্য দেখা নিষিদ্ধ হইতে পারে ।

৫| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

আকাশ_পাগলা বলেছেন: দুর্যোধন থানায় থাকাকালীন অবস্থায় স্বপন চোপড়ার লোকজন দুর্যোধনের বাসায় হামলা চালাইয়া বাবা, মা, ছোট ভাই ,ছোট বোন সহ সবাইকে হত্যা করিয়া "রান্নাঘরের দেয়ালে ছোট ছিদ্র" দিয়া পালাইয়া যায়।

দুর্যোধন বাসায় ফিরিয়া সবাইকে মৃত দেখিয়া চিৎকার করিয়া কাঁদিতে থাকেন যাহা দেখিয়া হলের সকল দর্শক হাসিতে হাসিতে চক্ষু দিয়া জল ফেলিবেন।

ফান আর ফান নাই। কিছু জায়গায় এক্সেস। দুর্যোধনকে খুব ভাল্লাগে। হেরে উঠাইতে যেয়ে কিছু জায়গায় মনে হল পঁচায়া দিলেন।
কাউকে নিয়ে ফান করতে হলে ধীরে সুস্থে সাবধানে ফান করতে হয়।

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:০৭

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ নেতিবাচক মন্তব্য করার জন্য। এতক্ষণে গল্পটা প্রাণ ফিরিয়া পাইলো এবং সফল বলিয়া গণ্য হইলো ।কারন যতক্ষণ পর্যন্ত কোন নেতিবাচক সমালোচনা না হইবে তখক্ষন পর্যন্ত বুজিতে হইবে যে গল্পটি এখন পর্যন্ত কোন বুদ্ধিজীবীর চোখে পরে নাই। বুদ্ধিজীবীর চোখে না পড়িলে গল্পটি সমালোচক পুরস্কারের জন্য মনোনীত না হওয়ার শঙ্কা থাকিয়া যায়। আপনি এসে সেই শঙ্কা টা দূর করিয়া দিলেন।
সমালোচনা করিবার জন্য সমালোচক 'আকাশ পাগলা'' সাহেবের জন্য আমার ব্যক্তিগত ধন্যবাদ স্বরূপ শুধু এইটুকু বলিবো '' দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে''।

৬| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:৫৩

কবি ও কাব্য বলেছেন: ভাই শুধু হাসলেন কিন্তু ছবিটিকে কিভাবে গুনগত মাসম্পন্ন করা যায় সেই ব্যাপারে কিছু না বলাতে খুব আহত হলাম

৭| ০৪ ঠা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

নিপাট গর্দভ বলেছেন: কি হইলো কিছুই বুঝলাম না। আমি তো ভাবছিলাম এম আই ৪ এর রিভিউ :(

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:১২

কবি ও কাব্য বলেছেন: ভবিষ্যৎ ''এম আই ৪'' এর বাংলা ভার্শন পড়িয়াছেন তাই বুঝিতে পারেন নাই। অবশ্য আপনার নামের সাথে এই না বুঝিবার কর্মখানি মিলিয়া যাওয়াটাই স্বাভাবিক। আপনি চাইলে গল্প গল্প পড়িয়াই রিভিউ লিখে ফেলতে পারেন।
ধন্যবাদ
আবার আসবেন

৮| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:০১

আজমান আন্দালিব বলেছেন: খ্রাপ না। ছবির নাম কি হইবে?

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:১৯

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ। ছবির নাম মনে মনে ঠিক করিয়াছি
'' আক্কাস কেন দুর্যোধন '' যার ইংরেজি হলো "The Chicken Heart" ।

৯| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:১১

লিংকন১১৫ বলেছেন: হেব্বি সুন্দার হইয়াছে আপনার লিখা

খালি পরতে সমস্যা হয়েছে , আগামীতে হাতের লিখা আরও সুন্দার কইরবেন ।

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:২৪

কবি ও কাব্য বলেছেন: সুন্দর বলিবার জন্য ধন্যবাদ। তবে আপনার অপুষ্টি জনিত রাতকানা রোগের বিষয়টা জানিয়া খুবই মর্মাহত ও চিন্তিত হইয়া পড়িলাম। আপনাকে অতি সত্ত্বর বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ '' ডাঃ মলা মিয়া'' র সাথে পরামর্শ করিয়া বাজার হইতে ''ডেলা' মাছ কিনিয়া ভাতের সাথে সেবন করিবার জন্য অনুরোধ করিলাম।
ভালো থাকিবেন

১০| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:৫২

আমি তানভীর বলেছেন: ভালই

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:০৮

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:১৩

দূর্যোধন বলেছেন: এক্সকিউজ মি !

টাইটস পরিহিতা নায়িকা হলে ছবি করবো না।
নায়িকার ভুঁড়ি থাকলেও ছবি করবো না।নায়িকাকে কাঁধে নিতে হলেও ছবি করবো না।

আপাততঃ স্করসেসে একটি নাটক বানাচ্ছে । ২০০০০০০ পর্বের,সেটা শেষ হলে আপনার প্রস্তাব ভেবে দেখবো।

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:৫২

কবি ও কাব্য বলেছেন: দুর্যোধন' ভাই আমার ছবিতে সকল পাত্রপাত্রী আপনার পছন্দ অনুযায়ী নেয়া হবে। এটি সম্পূর্ণ থ্রিলার ও অ্যাকশন টাইপ মুভি হইবে যাহাতে নায়িকা কে কাঁধে কোলে কোথাও নেয়ার জন্য বলা হইবে না। সকল কস্টিউম হলিউড এর কস্টিউম ডিজাইনার এর করা হইবে সেক্ষেত্রে পোশাক নিয়া কোন ধরনের চিন্তা নাই।
এই ছবি সম্পূর্ণ বাণিজ্যিক ধারার দুর্দান্ত ছবি হইবে যাহাতে হলিউড এর বিখ্যাত ''ইউনিভারসেল'' এর টিম কাজ করবে এবং কারিগরি সকল সহায়তা প্রদর্শন করিবেন।

১২| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:১০

মাহমুদা সোনিয়া বলেছেন: হে হে হে !! চ্রম!! =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৫৯

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ সোনিয়া আপু। আপনার কাছ থেকে ছবিটির গুন ও মান এর ব্যাপারে কিছু মতামত আশা করেছিলাম কিন্তু তা না পেয়ে খুবই হতাশ হলাম

১৩| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: হেহে! আপনাদের দুইজনের মধ্যে একটু খটরমটর লাগসিলো বোধ হয়। সেইটার রসোত্তীর্ণ পাল্টা জবাব ভালো লাগলো। দুর্যোধন ব্যাপারটাকে স্পোর্টিংলি নিসে দেইখা আরো ভালো লাগলো!

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৫৫

কবি ও কাব্য বলেছেন: হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। না, আমার আর দুর্যোধন ভাইয়ের মধ্য কোন ধরনের বিবাদ ও কলহ হয় নাই। এমনকি আমাদের মাঝে কোনরূপ খটরমোটরও হয় নাই। আমরা দুজনেই একই মঞ্চে বক্তব্য দিতেও সদা প্রস্তুত। তাই কোনভাবে এই নিয়ে দুশ্চিন্তা করার কোন কারন নাই।
আমি এই লিখাটি দুর্যোধন ভাইয়ের কালজয়ী রিভিউ টা পড়ে খুব খুব মজা পেয়েছি সেই জন্যই দুর্যোধন ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্যই উনার রিভিউ টা পড়ে গল্পটা তৈরি করলাম ।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৪৩

ঈষাম বলেছেন: ভালো :)

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:০৩

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ইশাম ভাই। তবে হাসির পরিমাণ একটু কম হয়ে গেলো না?

১৫| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৫৩

আহমাদ জাদীদ বলেছেন: :| :| :|

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:০৭

কবি ও কাব্য বলেছেন: অবশেষে জাদিদ ভাইকে আবার জীবিত অবস্থায় দেখতে পেয়ে মনটা আনন্দিত হলো তবে এই অধম বুঝে নাই জাদিদ ভাই লিখাটা পড়ে হাসলো না কাঁদলো? মিয়া ভাই যদি অধম রে একটু খোলাসা করতেন তাহলে চিন্তা মুক্ত থাকিতাম

১৬| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৫৮

সাকিন উল আলম ইভান বলেছেন: দারুন

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১১:০৯

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ইভান ভাই। তবে কি দারুণ? কেন দারুণ? বিষয়গুলো খোলাসা করলে খুশি হইতাম। চা ,বিড়ি র বিল আমি দিমু কইলাম।

১৭| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৫

এফ এন এফ বলেছেন: ভালো।

১৮| ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪০

দূর্যোধন বলেছেন: @হামা,
নাহ,ভদ্রলোক কবি কাব্য একগাদা টাকার মালিক হয়েছেন,নষ্ট করতে চাচ্ছিলেন।ছবি তৈরীর উদ্দেশ্যে তিনি তার বন্ধু ক্যামেরনের সাথে যোগাযোগ করেছিলেন।তখন তাকে ক্যামেরন একপ্রকার জোর করেই বলেছিলেন-দূর্যোধনকে নায়ক না করলে এই ছবিকে হিট করানোর ক্ষমতা ক্যাপ্রিও+টম হ্যাংকস+শঁ পেন+ডেন্জেল ওয়াশিংটন +এরিক ব্যানা একসাথে মিলেও করতে পারবেনা।


তাই না কবি ও কাব্য ভায়া ? ;)

০৫ ই মার্চ, ২০১২ রাত ২:৩০

কবি ও কাব্য বলেছেন: অবশ্যই ।অবশ্যই। উনার কাছ থেকেই তো আপনার কথা প্রথম জানতে পারি। আমিও উনার ক্যামেরুন সাহেবের সাথে একমত। এই ছবির জন্য আপনি ছাড়া ২য় কোন পছন্দ আমার নেই ।

১৯| ০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪২

কুন্তল_এ বলেছেন: ওবামা থেকে রান্নাঘরের দেয়ালের ছোট ছিদ্র ... হিট হইবার সকল উপাদানই এই ছবিতে বিদ্যমান। কিন্তু "ফ্রি নৃত্য নামক ( স্কুলের সকাল বেলার পিটি শো)" - বুঝিতে পারিলাম না। ইহা কি শিলা কী জওয়ানী বা চিকনি চামেলি জাতীয় কিছু? ;)

২০| ১২ ই মার্চ, ২০১২ সকাল ৯:১৩

আহমাদ জাদীদ বলেছেন: এখানে কি করলেন আপনি......আরেকজনের রিভিউ থেইকা গপ্প লেখসেন আপনি......আর আমি রিভিউ লেখলেই দোষ...... X(( X(( X((

আর কাহিনীটা পুরাই অতিরিক্ত হইসে......... X(( X(( X((

১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২

কবি ও কাব্য বলেছেন: আপনার মতো আবাল এর এই পোষ্ট বুঝার ক্ষমতা হয় নাই। আমার সব পোষ্ট আপনার মাথার উপর দিয়ে যাইবে

২১| ১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

বিরোধী দল বলেছেন: লেখক বলেছেন: আপনার মতো আবাল এর এই পোষ্ট বুঝার ক্ষমতা হয় নাই। আমার সব পোষ্ট আপনার মাথার উপর দিয়ে যাইবে



আবালটারে ভরা বাজারে জুতা মারলেন? B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২২| ১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

কবি ও কাব্য বলেছেন: মিয়া ভাই কেউ যদি জুতার বাড়ি খাওয়ার জন্য নিজে এসে ধরা দেয় তাহলে কি করুম ভাইজান ?
আবাল টা নিজেই আমার ফাঁদে পা দিসে । একটু মজা লই

২৩| ১২ ই মার্চ, ২০১২ রাত ৮:০৩

আহমাদ জাদীদ বলেছেন: আচ্ছা, ঠিক আছে । আপনিই মজা নিতে থাকেন.........আমি আসি তাইলে......জানি না আমার মনে কষ্ট দিয়া আপনি কি পাইলেন? পড়াশোনার চাপ কাটানোর জন্য ব্লগে লেখালেখি করতাম, এখন মানুষ বিরক্ত হইলে তো মুশকিল......তাই বিদায়.........ভালো থাইকেন ।

১২ ই মার্চ, ২০১২ রাত ৮:১০

কবি ও কাব্য বলেছেন: আপনি ব্লগে লিখেন যা ইচ্ছে করেন আমার কোন সমস্যা নাই। কিন্তু ভালো কিছু লিখার চেষ্টা করুন এবং অযথা একাধিক লিখা বার বার রিপোসট করে এবং সেই পোস্টের লিঙ্ক জনে জনে শেয়ার করে বিরক্ত করবেন না। কারো যদি ইচ্ছা হয় সে আপনার লিখা এমনিতেই পড়বে কাউকে বারবার জোর করে লিঙ্ক দিয়ে পড়ানোর বাধ্য করা কোন সত্যিকারের লেখক এর মানায় না। আমি নিজেও আমার প্রিজনদের আমার লিখার লিঙ্ক দেই তবে সবাইকে প্রতিটি লিখার লিঙ্ক শেয়ার করে বিরক্ত করিনা। আমি কদাচিৎ লিঙ্ক শেয়ার করি তাদেরই সাথে যাদের আমার লিখার ঐ বিষয়বস্তু সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং পড়তে উৎসাহিত বোধ করেন। কিন্তু আপনি যা কাকের ঠ্যাং বকের ঠ্যাং লিখেন সেটার লিঙ্ক ও সবার দেয়ালে ছড়িয়ে দেন, তাই আপনার সাথে ফান করা ছাড়া আর কোন উপায় ছিল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.