নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলকন্ঠ বা জ্যাকারান্ডা
সাধারণ নাম: Blue Jacaranda, Neel gulmohur, Neelkanth
বৈজ্ঞানিক নাম:Jacaranda mimosifolia
এটা বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ। এটি ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। এরা মাঝারি আকারের পত্রমোচি গাছ। এদের উচ্চতা হয় ৮-১০ মিটার।
"মূহুর্ত"- বেগুনি ছায়ায়।
ছায়ায় ঢাকা বেগুনি পথ।
"উল্লাস"
"বিভ্রম"
নীলের মাঝে বেগুনির লুকোচুরি।
পোস্ট টি ব্লগার -মরুভূমির জলদস্যু দ্বারা অনুপ্রানিতো
২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৭
কবিতা ক্থ্য বলেছেন: আপনি আমার ছবি দেখেছেন- এটাই আমার অনেক বড় প্রাপ্তি।
ভালো থাকবেন।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি, খুব সুন্দর হয়েছে।
এমন নীলচে বেগুনী হয়ে যাওয়া রূপ দেখার সুযোগ হয়না আমাদের এখানে।
ঢাকায় খুব অল্পো কিছু গাছই আছে। সেগুলি একসাথে না হওয়া এবং পাশে আরো অনেক অন্য গাছ থাকায় এই রূপ তৈরিতে বাঁধা পরে।
পোস্টে আমার নাম উল্লেখ করায় আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকবেন সব সময়।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৮
কবিতা ক্থ্য বলেছেন: আমার পছন্দের ব্লগারদের মধ্যে আপনি ১ জন।
আপনার মেইল ঠিকানা দিবেন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৯
কবিতা ক্থ্য বলেছেন: আমার পছন্দের ব্লগারদের মধ্যে আপনি ১ জন।
আপনার মেইল ঠিকানা দিবেন।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। বেগুনী ফুলে ছেয়ে গেছে চরাচর।
০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
আমার খুব পছন্দের একজন বন্ধুর নাম- মাইদুল ইসলাম রাজীব
৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৭
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
আমার খুব পছন্দের একজন বন্ধুর নাম- মাইদুল ইসলাম রাজীব
৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ বেশ ভাল। আমার নামের সাথে মিলে গেল। আমার পুরো নাম মোঃ মাইদুল ইসলাম সরকার।
জেনে ভাললাগলো। আপনি ও আপনার সেই বন্ধুর জন্য শুভকামনা।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা কি ১ম পাতায় যায়?
১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৬
কবিতা ক্থ্য বলেছেন: না।
আমার লিখা ১ম পাতার যগ্য না।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: নীলকন্ঠ - নামটি কি সুন্দর! ইংরেজীটা ততটা নয়।
একজন যোগ্য চিত্রশিল্পী দ্বারাই অনুপ্রাণিত হয়েছেন। অনেক গুণী ব্যক্তি।
"বিভ্রম" - ক্যাপশনটি ভাল লেগেছে।
পোস্টে ভাল লাগা + +।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৮
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তব্য আমার অনেক বড় অনুপ্রেরনা। আমি আসলে কিছুই লিখতে পারিনা।
তাই ছবি দিয়া ব্লগের সাথে থাকবার নিরন্তর প্রচেষ্টা।
আপনাকে ধন্যবাদ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৯
অনল চৌধুরী বলেছেন: আপনি কি উদ্ভিদবিদ্যা নিয়ে পড়েছেন?
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৪
কবিতা ক্থ্য বলেছেন: না রে ভাই, আমার পড়াশুনা খুবই কম।
আমি আইটি তে আছি।
আপনার মেইল আইডি দিয়েন।
১১| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিটি ছবি এবং ক্যাপশন চমৎকার হয়েছে --- শুভকামনা রইল
২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: ধান্যবাদ আপনাকে
১২| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২২
জুন বলেছেন: এই রংটি আমার খুব পছন্দের । আপনার ছবিগুলো খুব সুন্দর কবিতা কথা
ভুটানের পুনাখায় দেখা নীলকন্ঠ বা জ্যাকারান্ডা
২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭
কবিতা ক্থ্য বলেছেন: আমার ভুটান যাওয়া হয়নি। ইচ্ছা আছে যাওয়ার।
আপনি কি প্রায় ট্রাভেল করেন, নাকি - মাঝে মাঝে?
১৩| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! সুন্দর ছবি।
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:১৩
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ আপি।
আপনার লিখাগুলো অসাধারন। ব্লগ জীবনে আপনার অভিগ্গতা আমাকে প্রেরনা দেয়।
১৪| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩
শায়মা বলেছেন:
আমি একটা ছবি এঁকেছি। নেটে দেখে দেখে ...... আগে জানলে এই বেগুনি বেগুনিই আঁকতাম। কি সুন্দর!!!
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২২
কবিতা ক্থ্য বলেছেন: আপনি যে এতো ভালো আঁকেন- ষেটা তো জানতাম না।
আসলে আমরা মানুষের অনেক প্রতিভার খবর ই জানতে পারিনা এইখানে- এতো অল্প পরিসরে।সেজন্য অবশ্য ব্লগে আমার কম বয়সটাও দায়ী।
আশকরি আপনার আঁকা আরো ছবি দেখবার সুযোগ হবে।
১৫| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৬
শায়মা বলেছেন: তোমার জন্য এই পোস্ট ভাইয়া
২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৩
কবিতা ক্থ্য বলেছেন: মান্তব্য দিয়ে এলাম, সময় পেলে দেখেন।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: হা হা ওকে। সেই পোস্টে মন্তব্যের শেষ নেই। কারণ এই পোস্ট দেখে একজন খেপে উঠেছিলো আমি কেনো শিল্পী না হয়ে কেনো শিল্পকর্ম করবো!!! হা হা হা কত রকম আড় সকমের মানুষই না দেখলাম এই জীবনে......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে দেরি হলো।
ঐ কবিতাটা তো মনে আছে আশাকরি- সংশয়ে সংকল্প সদা- টলে, পাছে লোকে কিছু বলে..
আপনার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা ঠিক না- আপনার কাজগুলোই তার উত্তর।
আগামী দিনগুলোতে এমন আরো শিল্প আশা করছি।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
ছবি খুব সুন্দর হয়েছে ।
নীলকন্ঠ সত্যিই একটি খুব সুন্দর ফুল ।
প্রকৃতি ও নগরের শোভা বর্ধনে এটা অতুলনীয় ।
ফুলে ভরা বিশাল এই গাছের নীচে পিকনিক বড়ই উপভোগ্য ।
নীলের মাঝে বেগুনী সত্যিই বিভ্রম বটে। শুধুই কি বিভ্রম, জারাকান্ডা ফুলের সাথে
বেশ কিছু লোকগাথাও জড়িয়ে আছে যথা বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের
শুরুতে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলি সম্পন্ন করা এবং
চূড়ান্ত পরীক্ষার জন্য অধ্যয়নে বেশ মনযোগ ও প্রচেষ্টা নিয়োজিত করতে হয় বিধায়
অতিরিক্ত স্ট্রেসের কারণে জাকারান্ডা তাদের অনেকের কাছে বেগুনী আতঙ্ক হিসাবে
দেখা দেয় । তবে এই আতঙ্ক আখেরে তাদেরকে উল্লসিতই করে যখন এটা তাদের
হাতে পরীক্ষা শেষে ভাল রিজাল্ট ধরিয়ে দেয় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১
কবিতা ক্থ্য বলেছেন: আপননি কি QLD তে আছেন?।
থাকলে ফোন নাম্বার দেন।
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: ছবি দেখতে আমি পছন্দ করি। তাও আবার বিদেশী ছবি।
এমন দেশে কোনো দিন তো যেতে পারবো না। তাই ছবি দেখেই মন ভরি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬
কবিতা ক্থ্য বলেছেন: কে বলছে পারবেন না।
পরীই তো আসলো কয়েক দিন আগে।
আগামী বছর আপনে আসবেন।
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫১
অজ্ঞ বালক বলেছেন: গাছটা তো সেইরকম সুন্দর। একটা রাস্তায় কৃষ্ণচুড়া, রাধাচুড়ার সাথে এই গাছটাও থাকলে জিনিস হইতো তিনটায় একসাথে ফুল ফুটলে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১১
কবিতা ক্থ্য বলেছেন: আপনার সুন্দর কল্পনা এবং তার বর্হিপ্রকাশের জন্য ধন্যবাদ।
কল্পনা করলেই তো সব লোম দাড়য়ে যায়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার সব ছবি, খুব সুন্দর হয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩
কবিতা ক্থ্য বলেছেন: আপনি আমার ব্লগে এসেছেন - সেইজন্য ধন্যবাদ।
ভবিষ্যতে আরো কিছুনিয়ে আসবো- আশা রাখি।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
আহমেদ জী এস বলেছেন: কবিতা ক্থ্য,
কল্পনার সীমাবদ্ধতা নিয়েও বেগুনী রঙয়ে রঙয়ে যে অকল্পনীয় সুন্দরতার ছবি দেখিয়ে গেলেন , একই সাথে দেখিয়ে গেলেন কিছু সহ - ব্লগাররাও তাতে মুগ্ধ হতেই হয় ।
২য় ছবিটির উজ্জ্বল বেগুনী নয়ন কাড়া।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মতও গুনি ব্লগার আমার পোস্টে কস্ট করে এসেছেন, মন্তব্য করেছেন- এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
এই ইতসাহ আমার আগামীর অনুপ্রেরনা।
ভালো থাকবেন।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনের ছবি ব্লগটি অসাধারণ। আসলেই বেগুনি রঙ সৌন্দর্য বৃদ্ধিতে অতুলনীয়৷ ছবি সংখ্যা বাড়ালে হয়ত আরো ভালো হত। মন লয় আপনি মরুভূমির জলদস্যুর প্রেমে পড়েছেন। ভালো।
প্লাস++
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৩৫
কবিতা ক্থ্য বলেছেন: আপনি আমার পোস্টে সময় করে এসেছেন সে জন্য ধন্যবাদ।
আমি অলস প্রকৃতির মানুষ - তাই বেসি ছহবি তুলিনা।
মরুভূমির জলদস্যু অত্যন্ত মননশীল এক জন ব্লগার (আপনি ও সেই দলের ই)- মনে হয় আমার প্রতিবেশী- আমার বাসা বাসাবো তে, উনি মনে হয় আশে পাশে ই আছেন কোথাও।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৩
জুন বলেছেন: শুধু এই রঙের জন্যই কাঞ্চন ফুলের নিকটি প্রায় ১১ বছর হতে চল্লো পাল্টাই নি কখনো
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭
কবিতা ক্থ্য বলেছেন: বুঝা যাচ্ছে- বেগুনী আপনার খুব পছন্দের রং।
এই জ্যাকারান্ডা ছাওয়া ৩ টা রাস্তা আমি চিনি....
ফুল যখন ফুটে- মনে হবে না- আপনি পৃথিবীতে আছেন।
২৪| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩
মিরোরডডল বলেছেন:
জ্যাকারান্ডা আমার ভীষণ প্রিয় একটি ফুল ।
এখানে স্প্রিং টাইমে চারদিক সয়লাব হয়ে যায় । শুধুই পার্পল পার্পল ।
চোখ ফেরানো যায়না, কি যে অদ্ভুত সুন্দর !
২৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার ফটোগ্রাফির প্রশংসা করতেই হয়।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:০২
কবিতা ক্থ্য বলেছেন: আপনার প্রংসার মতো ছবি এগুলো না।
আমি ভালো কোনো ছবি তুলতে ও পারি না
আপনার সুন্দর দৃষ্টির জন্য হয়তো ছবিগুলো ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
আপনি সুন্দর ছবি দিয়েছেন, কোনভাবে আপনার পোষ্ট মিস করেছিলাম।