![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
ভারতের পুনে থেকে কলকাতা আসবো! সময় ২০১৮, সেপ্টেম্বরে মাস। চলে আসলাম পুনে রেল স্টেশন এ। বিশাল বড় রেল জংশন; কয়েক রাজ্যের ট্রেন এখানে এসে অদল-বদল হয়। প্রথম ভারত সফরে গোয়া থেকে পুনে হয়ে কলকাতা আসছিলাম। সেবার প্রপার রিসার্চ না থাকায় অর্থ সংকটে পুনে থেকে কলকাতা হাওরা দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস করে আসতে হয়েছে। আহ! কি দুর্বিসহ সেই জার্নি? শুনলে এখন ও 'গা শিউরে' উঠে। যাক এবারে আর সেই ভুল করলাম না।
ফিরে আসার পথে রেল বিরতি তে কোন এক প্লাটফর্মে।
পুনে এসেছিলাম একটা কাজ+ঘুরাঘুরি। কলকাতা থেকে আসছি বাই এয়ারে। পুনে খুবই সুন্দর চমৎকার পরিকল্পিত ইকোফ্রেন্ডলি একটি শহর; রাস্তার ধারে সারি সারি সবুজ গাছ। শুধুই তাই না, পুনেতে মাষ্টার কার্ড সহ মাল্টিন্যাশনাল অনেক কোম্পানির অফিস দেখে বেশ অবাক হয়েছি। ছিল স্টারবাক্স সহ অন্যান্য ইন্টারন্যাশনাল ফুড ও ফ্যাশন চেইন ও। পুনে এয়ারপোর্টে ও ছিল শহরের খুব কাছেই। অটো তে হোটেল পর্যন্ত ভাড়া মনে হয় ৪০ কি ৬০ রুপী। মুসলিম বয়স্ক ড্রাইভার, মাথায় হিন্দি ছবির আলী ভাইয়ের মত টুপি। তখন একটু মানুষিক ডিস্টার্ব ছিলাম আর একটু পর পর সিগারেট ধরাতাম। হোটেল এ চেক ইন করে সেই অটো দিয়েই সিগারেট কিনতে গেলাম। মালবরো গোল্ড ৪০০ রুপির কাছাকাছি দাম নিল, ভারতে সিগারেট এর দাম অনেক বেশি। সেখানকার বেশিরভাগ মানুষ খায় "পান মসলা" যারা বিড়িখোড় তাড়া ও খায় গোল্ড ফেল্ক ৪০ রুপি প্যাকেট। কলকাতার অবস্থা আরো ভয়াবহ; সেখানে পাতার বিড়ি ও চলে। অটো ড্রাইভার আমার থেকে নিয়ে একটা সিগারেট ধরালো। নেতাজী সুভাষ চন্দ্র বসু এয়ারপোর্ট, দমদম কলকাতার ভিতরে একটি স্থাপত্য। ঢাকা থেকে কলকাতার এয়ার পোর্টে এতো বড় আর সুন্দর হয় কিভাবে?
পুনেতে তখন গনেশ পুজা চলছিল। হোটেলের বাইরে রাস্তায় বিশাল এক গনেশ প্যান্ডেল। সারারাত ঢোল ব্যান্ড পার্টি বাজিয়ে পোলাপান যে কি উৎসব আর নাচানাচি করলো!!! কি যে বিভৎস আওয়াজ বলার মতো না! তাঁদের পুজার আয়োজন, আনন্দো দেখলাম অন্য লেভেলের; মানুষিক ভাবে ডিস্টার্ব থাকায় যে একটু নাচানাচি করবো, ওই ইচ্ছাটা আর হচ্ছিলো না। হোটেলে রুমের টিভিতে কিছুক্ষণ বাংলাদেশ- ভারতের সেই ঐতিহাসিক এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা দেখলাম। পুনেতে প্রথম ব্রেকফাস্টে দোসা খাইছি; তেমন আহামরি কিছু না!
একদম অথেনটিক ইন্ডিয়ান দোসা।
দ্যা গ্রেট ইন্ডিয়ান ভেজ থালি।
মহারাষ্ট্রে স্টাইল বিড়িয়ানি। দেশি কাচ্চির ধারে কাচে ও না।
ফিরে আসবো! ফাষ্ট ক্লাস এসি কম্পার্টমেন্ট বসলাম, মোটামোটি সবটাই খালি। আমারা সাথে বসলো কিছু ভারতীয় জাওয়ান। এদের পোস্টিং সম্ভবত কলকাতায়। চমৎকার আলাপচারিতায় পরিচয় হলো এদের সাথে। জাওয়ানদের রেলের টিকিট অনন্যা সরকারি অনেক কিনাকাটায় সরকারী ভৌতুকি দেওয়া হয়; কোন প্রকার জিএসটি বা ট্যাক্স কাটে না। আরো জানতে চাইলাম যারা কাশ্মীর সহ ঠান্ডা বা অন্যান্য ওয়্যারজোন ডিউটি করে তারা ও কি সমান সুযোগ সুবিধা ভোগ করে নাকি? তারা জানালো না!!! এই সমস্ত এলাকায় কর্মরত জাওয়ানদের লাইফ রিস্কের মতো বেতন ও সুযোগ-সুবিধা ও কয়েকগুণ বেশি। আলাপচারিতায় একজন কইলো আমার কাছে ইউএস ডলার আছে কিনা? সে জীবনে ডলার দেখে নাই। মানিব্যাগ থেকে অবশিষ্ট থাকা ৫০ ডলারের একটা নোট দেখাইলাম তারে। আরেক স্টেশন এক ফ্রেন্চ সলো ট্রাভেলার সাথে ও পরিচয় হইলো।
ভিতর থেকে এমন মনোরম অনেক দৃশ্য বেশ উপভোগ করলাম। বৃটিশরা যে কি সবের মধ্যে দিয়ে রেললাইন বানাইছে! হায় আল্লাহ!!! পাহাড়, জংগল।
ট্রেনের ভিতরে বিক্রি করা এই সিংগারার প্রশংসা না করলেই না! সাথে pickled গ্রীন চিলিস।
ভারতের রেল বা প্লাটফর্ম বিড়ি খাওয়া নিষেধ; অনেক টাকা ফাইন করে শুনছি। আমি সহ ভুটানের দুই পুলিশ লুকায়ে ট্রেনের ওয়াশ রুমে বিড়ি খাইতাম। ভুটানীরা আসছে ট্রেনিং নিতে; তাঁদের পুলিশরা নাকি ভারতেই ট্রেনিং করে। এসি কেবিন আরামদায়ক জার্নি হওয়ায় ২৮ ঘন্টার লম্বা পথ বেশ স্বস্তিতে চলে এলাম। আর হ্যাঁ!! ট্রেনের ফাষ্ট ক্লাস এ টিকিটের সাথে খাবার ফ্রি। মান বেশ ভাল! নামার কয়েক ঘন্টা পুর্বে স্টাফরা সবাই মিলে বকসিস নেয় আর কি?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপুমনি গো তোমার জমকালো ঘোরাঘুরি আর খাওয়া-পিনার ধারে কাছে যাইতে পারি নাই।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩০
সামরিন হক বলেছেন: আনন্দিত হলাম ভ্রমণকাহিনী জেনে।
কলকাতা এয়ারপোর্ট হওয়ার পর গিয়েছিলাম ।খুব সুন্দর এয়ারপোর্ট।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কলকাতা এয়ারপোর্টে ছিল বিয়ন্ড মাই ইমাজিনেশন! এতো সুন্দর ইন্টোরিয়র আর আলো ঝলমলে চিন্তা ও করতে পারি নাই। বাংলা বর্ণমালার কারুকাজ আর বাঙালীর জীবন-আচার চিত্রের যেভাবে তুলে ধরেছে, মনে হয়েছে তারাই জেনুইন বাঙালী আর আমরা ডালভাত। ঢাকার নতুন এয়ারপোর্টে চালু হলে অবশ্য আমরা তাদের ছাড়িয়ে যাবো।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
পুনায় কি ধরণের কাজ ছিলো?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
একটি নারী পাচারকারী দলের সাথে যুক্ত। বাংলাদেশ থেকে ভারতে তারপর মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ। নিউইয়র্কে লাগলে বলবেন।;সেখানে ম্যানেজ করে দেওয়া যাবে।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম। আপনার ঘোরাঘুরির হেবিট আছে দেখছি।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৪
জেনারেশন একাত্তর বলেছেন:
মানুষ ভ্রমণ করে বিবিধ কারণে, যারা সেটাকে সুন্দর করে লিখতে পারেন, তাদের কাহিনী সবাই পড়েন।
সামুতে যারা বিদেশ ভ্রমণ করেন, হজ্বে যান, তাদের অনেকে লেখেন; প্রায় লেখা খাওয়া-দাওয়া, হোটেল, টিকেট, এসব অপ্রয়োজনীয় বিষয় লিপিবব্ধ করে; গার্বেজ!
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২২
কামাল১৮ বলেছেন: আমি টাটা গাড়ির যে পার্সটি আমদানি করতান সেটা প্রোডাকশন হতো পুনায়।এই কারনে আমি কয়েকবার পুনায় গেছি।এটা ৮০/৯০ দশকের কথা।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩০
আলামিন১০৪ বলেছেন: আমি অনেক দেশ ঘুরেছি কিন্তু ভারত যাওয়ার সৌভাগ্য এখনো হয় নি। তারা কি এখন বাংলাদেশীদের টুরিস্ট ভিসা দিচ্ছে?
দেখা হয় নাই চক্ষূ মেলিয়া, ঘর হতে শুধু দু’পা ফেলিয়ােএকটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৫
হাইজেনবার্গ ০৬ বলেছেন: ভাই ধোনগাজীরে কি উত্তর দিলেন??ক্লাসিক আমিতো হা হা প গে
সেরা কমেডি,হাসতেই আছি
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৩
শায়মা বলেছেন: বাহ মজাদার খানাপিনা আর ঘোরাফেরা!!!