![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার এই পতাকা।আমি আজও পতাকার মাঝে শহীদের রক্ত দেখতে পাই।আজ স্বধীন বাংলার পতাকা খামছে ধরেছে ৭১এর সেই পরাজিত শকুনরা।যারা চাইনি এ দেশ কখনো স্বাধীন হোক,তারা এখনো স্বীকার করেনা দেশ স্বাধীন হয়েছে,আমি আবাক হই তাদের কথা শুনে- তারা বলে দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে।তারা আবার দেশকে পাকিস্তানের সাথে যুক্ত করার নিমিত্তে।সেদিন পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে ছিল রাজাকাররা,আর আজ রাজাকারের বিচার কার্যে বাধা হয়ে দাডিয়েছে তাদের দোসররা।তারা শহীদ মিনার ভাংল,পোড়াল পতাকা।তাহলে কি ৫২....৭১ সবই বৃথা ? বৃথা ৩০ লাখ শহীদের রক্ত ? তারা চা্য় পৃথিবীর মানচিত্র থেকে স্বাধীন বাংলার পতাকা মুছে ফেলতে।শহীদরা রক্তের বিনিময়ে দিয়ে গেছেন পতাকা, আর এ পতাকা রক্ষা করার দায়িত্ব আমাদের।আমি চাই না কিছু সংখ্যক হায়নার জন্য ১৬ কোটি মানুষের আবাস ভূমি অপবিত্র হোক,নিশ্চহ্ন হউক পৃথিবীর মানচিত্র থেকে আমার পতাকা। এ পতাকা রক্ষার জন্যে আমি আমার জীবন দিতে প্রস্তূত।দরকার হলে আরেকটি যুদ্ধ হবে,তবুও আমি আমার পতাকা ফেরৎচাই ।
©somewhere in net ltd.