![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
"লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সঃ)" অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদ (স্ঃ) আল্লাহর প্রেরিত রাসূল।আমি মনে করি প্রত্যেক মুসলমান ইহা মনে প্রাণে বিশ্বাস করা উচীৎ।আমরা জানি,যারা স্রষ্ট্রা এবং তাঁর সৃষ্টি কে বিশ্বাস করে তারা আস্তিক,পক্ষান্তরে যারা স্রষ্ট্রাকে বিশ্বাস করেনা তারাই নাস্তিক।দাদা মুসলমান ছিল,বাবা মুসলমান,পৈত্রিক সূত্রে আমি ও মুসলমান।আমার প্রশ্ন হল শুধু নামেই মুসলমান কিন্তু আল্লাহ এবং তাঁর রাসুলের কোনো বিধান যারা মানেনা তারা কি আস্তিক না নাস্তিক ? উপরে দেখলেন আস্তিক এবং নাস্তিকের সংজ্ঞা।বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কিংবা কিছু স্বার্থান্বেষী ধর্মান্ধ ব্যাক্তির কাছে আস্তিক এবং নাস্তিকের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন,যেমন তাদের মতে - যারা তাদের পরিচালিত দল জামাত শিবির কে সমর্থন করবে তারা আস্তিক,যারা চাঁদে সাঈদী কে দেখবে তারা আস্তিক,যারা যুদ্ধাপরাধীর বিচার কার্যে বাধা দিবে ,যারা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলবে,যারা কথায় কথায় মানুষ কে কাফির মুরতাদ বলতে পারবে,যারা মালাউনদের ঘর বাডিতে আগুন দিতে এবং তাদের সম্পদ লুট করতে পারবে,যারা জেহাদের নামে দাঙ্গা সৃষ্টি করতে পারবে,যারা শহীদ মিনার ভাংতে এবং জাতীয় পতাকা পুড়তে পারবে তরাই আস্তিক।জয় জয় বাংলা......জয় জয় পাকিস্তান--১০০% আস্তিক।অন্যদিকে যারা দেশের জন্য যুদ্ধ করবে তারা নাস্তিক,যারা ব্লগার তারা নাস্তিক,যারা জয় বাংলা বলবে,যুদ্ধাপরাধীর বিচার চাইবে,যারা আও্য়ামীলীগ সমর্থন করবে,যারা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পাঠ করে,যারা দেশের স্বার্বভৌমত্ব রক্ষার কথা বলবে,যারা শহীদ মিনার ভাঙ্গা এবং জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদ করবে,যারা শাহবাগ গণজাগরণে অংশ নেয় তারা সবাই সবাই...ই নাস্তিক।সবচেয়ে মজার ব্যপার হলো যারা ব্লগারদের নাস্তিক বলে-তারা নিজেরা ও জানেনা ব্লগ কি,ব্লগার কি।এটা কি খায় না গায়ে দেয় ? কেউ একজন কে বলতে শুনেছে ব্লগাররা নাস্তিক,তাই তারও বলে।মানে হুজুগে বাঙ্গালী।
আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি।চিরদিন তোমার আকাশ....তোমার বাতাস.................মানে আমাদের জাতীয় সংগীত।৯১ সালে কুমিল্লা কান্দির পাড মাহফিলে এক বক্তা (সাঈদী) বলল-হিন্দুর রচয়িতা আমাদের জা্তী্য় সংগীত হতে পারেনা।এটা স্রেফ নাস্তিকতা।এই সোনার বাংলা কার সৃষ্টি ?
আল্লহর সৃষ্টি।
এ আকাশ কার সৃষ্টি ?
আল্লহর সৃষ্টি।
এ বাতাস কার সৃষ্টি ?
আল্লহর সৃষ্টি।
স্রষ্ট্রাকে এবং তাঁর সৃষ্টি এ দেশ,আকাশ বাতাস কে ভালবেসে গুন গান গাওয়া যদি নাস্তিকতা হ্য়,তাহলে নাস্তিক হতে আমার আপত্তি নেই।আমার প্রশ্ন হল-যারা স্রষ্ট্রা এবং তাঁর সৃষ্টিকে ভালবাসায় ভূয়া ফতোয়া দেয় তারা নাস্তিক , নাকি আল্লাহ ও তাঁর সৃষ্টিকে যারা ভালবেসে গুন গান গায় তারা নাস্তিক।তাদের উদ্দেশ্য শুধু বলব না জেনে ফতোয়া দিবেন না,কারণ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার আপনাদের নেই।তাদের সাথে আমার সবচেয়ে বড অমিল হল-আমি যেটাকে তান্ডব বলি,তারা সেটাকে বলে জেহাদ।
হত্যাকারী আর জেনাকারী সেজেছে নব্য পয়গাম্বর।ধর্মান্ধ আর উগ্রবাদীদের নাম দিলাম মৌলবাদ,পাল্টে ওরা জবাব দিল তোরা নাস্তিক মুরতাদ।ওরা মুসলমান হয়ে আরেকজন মুসলমান কে কাফির মুরতাদ বলে।অথচ রাসূল (স্ঃ) কখনো বিধর্মী কে ও কাফির মুরতাদ বলেন নাই। নাস্তিক মুরতাদ বলার জন্যে যদি ১০ টাকা করে চার্জ কাটা হত,আমি নিশ্চিত তারা কাউকে নাস্তিক মুরতাদ বলত না।আর বলবে না কেন ? তারা তো মহানবী (সঃ) এর ইসলাম ধর্মের অনুসারী না।কারণ মুসলিমের ধর্ম ইসলাম।রাজাকারের ধর্ম জামাতে ইসলাম।একটা মহানবীর (সঃ) আরেকটা মওদুদির।তারা মওদুদির ইসলামের অনুসারী। হে আল্লাহ, আমি যেন মুসলিম হয়ে মহানবীর (সঃ) এর আদর্শ নিয়ে মৃত্যু বরণ করি।
আমিন।
©somewhere in net ltd.