নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

মাননীয় শিক্ষামন্ত্রী, আমি শিক্ষাঙ্গন বলছি।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬

মাননীয় শিক্ষামন্ত্রী,

আমি শিক্ষাঙ্গন বলছি।সন্ত্রাসের হাত থেকে শিক্ষাঙ্গনকে রক্ষা করুন।ছাত্রদের হাত থেকে অস্র কেড়ে নিয়ে তাদের হাতে কলম তুলে দিন।সন্ত্রাসের করাল গ্রাস থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করে ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করুন।প্রতিটি শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের বেড়াজালে বন্দী করে রেখেছে ছাত্র নামধারী কিছু সংখ্যক অছাত্র।ওদের হাত থেকে সাধারণ ছাত্র সমাজকে মুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিন।আজো অনেক কলেজ বিশ্ববিদ্যালয় মাসের পর মাস বন্ধ হয়ে আছে সন্ত্রাসের কারণে।বিঘ্নিত হচ্ছে ছাত্রদের লেখা পড়া,সৃষ্টি হচ্ছে সেশনজট।চার বছরের অনার্স কোর্স করতে কাটিয়ে দিতে হয় ছয় বছর।

মাননীয় শিক্ষামন্ত্রী,শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করুন,না হলে প্রজন্ম সন্ত্রাসের অক্টোপাসে আটকা পড়ে যাবে।প্রজন্ম হয়ে যাবে বিপথগামী।দেশ ও জাতি আজ চেয়ে আছে আপনার দিকে।অনেক অবিভাবক আছে যারা অনাহার-অর্ধাহার থেকে সন্তানের পড়ালেখার খরচ যোগান দিচ্ছে।আজ তারা বড় অসহায়।

আমি শিক্ষাঙ্গন বলছি- আমিতো শুধু আপনার মত একজন শিক্ষামন্ত্রী নয়,জন্ম দিয়েছি হাজারো মন্ত্রীকে।আমি জন্ম দিয়েছি লেখক,কবি,সাহিত্যিক,বুদ্ধিজীবী এমনকি শতাব্দীর সেরা মনীষীদের ।আমি জন্ম দিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।আমি শুধু জন্ম দিতে পারিনি ঘাতক আর সন্ত্রাসীদের।আজ আমি বড় অসহায়।

মাননীয় শিক্ষামন্ত্রী,আমি শিক্ষাঙ্গন বলছি - আপনি আমাকে সন্ত্রাসমুক্ত করে দিন।আমি জন্ম দিব তাদের,যারা হবে আগামী জাতির কর্ণধার।যারা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর।জন্ম দিব আপনার মত শিক্ষামন্ত্রীদের।আপনি কালো মেঘে ঢাকা শিক্ষাঙ্গনকে মেঘ মুক্ত করে দিন,মাতৃভূমি দিবে বিরাট সাফল্য।জাতি দিবে আপনাকে অকৃত্রিম ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.