![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
এ জাতি ভাষা আন্দোলনের শহীদ এবং একাত্তরের শহীদের রক্ত দানের কথা ভুলে গেছে,ভুলে গেছে ৭ই মার্চের ভাষণের কথা।মনে রেখেছে শুধু কে স্বাধীনতার ঘোষক আর কে পাঠক তা নিয়ে কিভাবে ফ্যসাদ সৃষ্টি করা যায়।এ জাতি ভুলে গেছে সেনা অভ্যুত্থানের নামে চার জন অফিসার সহ ১৪০৬ জন সেনা হত্যা,লাশের পাহাড়ের উপর দিয়ে ক্ষমতায় আসা,কর্নেল তাহের কে হত্যা,জেল খানায় চার জাতীয় নেতা কে হত্যা,বঙ্গবন্ধু কে সপরিবারে হত্যা এবং হত্যাকারীদের বিচার না করে খুনিদের বিদেশে পলায়নে সহায়তাকারীর কথা।ভুলে গেছে ৭১এ মা-বোনের সম্ভ্রমহানীর কথা,তাই চেষ্টা করছে কিভাবে খুনি ধর্ষক আর রাজাকারদের বাঁচানো যায়।ভুলে গেছে স্বৈরাচারের পতনের জন্যে রাজপথে নূর হোসেনের রক্তের কথা,আর চেষ্টা করছে কিভাবে সেই স্বৈরাচার কে সাথে নিয়ে ক্ষমতায় আসা যায়।ভুলে গেছে আহসান উল্লাহ মাস্টার,এইচ এম কিবরিয়াদের কথা,মনে রেখেছে ইলিয়াছ আলীর কথা।ভুলে গেছে রাজপথে মতিয়া চৌধুরী,নাসিম,আসাদুজ্জামান নূর দের উপর অত্যাচারের কথা,মনে রেখেছে জয়নাল আবেদিন ফারুকের কথা।এ জাতি ভুলে গেছে দুর্নীতিবাজ তারেক এবং খাম্বা মামুন দের কথা,মনে রেখেছে শুধু হলমার্কের তানভির দের কথা।ভুলে গেছে কানসাটে লাশের মিছিলের কথা,ফটিকছড়িতে লাশের আর্তনাদ,মনে রেখেছে আন্দোলনের নামে লুটপাটকারী,রাষ্ট্র বিদ্ধস্তকারী হেফাজতে ইসলাম নামধারী সন্ত্রাসীদের রাষ্ট্র কর্তৃক দমনের কথা।ভুলে গেছে দশ ট্রাক অস্র,আড়াই লাখ বুলেট,বাংলা ভাই,জঙ্গিবাদ সংগঠন,নাসির বাহিনী,অভি দের উত্থানের কথা, মনে রেখেছে ছাত্রলীগের নামধারী কিছু সন্ত্রাসীর কথা।এ জাতির একটা অংশ ডঃ ইউনুছ কে মুরতাদ ঘোষণা করেছিল,আজ তারা বলে ডঃ ইউনুছ তুমি এগিয়ে যাও-আমরা আছি তোমার সাথে।এ জাতি স্বঘোষিত নাস্তিক ফরহাদ মাজার দের মত লোকদের উপাদি দেয় ধর্মের বাহক বলে।এ জাতি ভুলে গেছে ত্বকী,দ্বীপের কথা, মনে রেখেছে বিশ্বজিতের কথা।এ জাতি ভুলে গেছে ধর্ম ব্যবসায়ীদের কথা,মনে রেখেছে শুধু ধর্ম বিদ্বেষীদের কথা।
যে জাতি তার অতীত ভুলে যায়,সে জাতির ধ্বংস অবশ্যম্ভাবী।
২| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছোট খাট একটা ভাষণ মনে হল।
ভুলে যায় সকল ফ্যাসাদ গড়ে তুলি নতুন বাংলা।
সুন্দর আগামীর অপেক্ষাই রইলাম।
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
কলমি লতা বলেছেন: ধন্যবাদ শোভন ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ রাত ২:০৫
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: