![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
ঠিকানা বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের,
ইতিহাসের ডাকহরকারা ভূল ঠিকানায় বিলি করে যাচ্ছে
স্বাধীনতার লাল সবুজ পতাকা।
প্রকৃত মুক্তিযোদ্ধারা কোন ঠিকানায় থাকে
কেউ তা জানেনা।
রাজাকার নামের অপ্রাপকের হাতে পড়ে
ধূসর হয়ে যাচ্ছে পতাকার লাল সবুজ রং।
হে শহীদ ভায়েরা আমার,
করুনা করে হলেও আর একবার ফিরে এস বাংলায়।
রক্ষা কর তোমাদের রক্তে রাঙ্গা
স্বাধীনতার লাল সবুজ পতাকা।
©somewhere in net ltd.