নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

''না পাওয়া প্রেম ''

১০ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩

তোমার মনে পড়ে কিনা জানিনা-কোন এক রাতে মুঠোফোনের অনুমেয় উষ্ণ আলাপনে তোমাকে বলে ছিলাম ভালো লাগা আর ভালোবাসা এক নয়।তবে হ্যাঁ ভালোলাগা আর ভালোবাসার মত একটা বিষয় যে জীবন কে এত আনন্দ দিতে পারে তা কি কেউ মুখে প্রকাশ করতে পারে?প্রেম স্বর্গীয়,প্রেমহীন জীবন ঐশ্বর্য্যহীন।তোমায় ভালবেসে অমৃতের সন্ধান পেয়েছি,ভেসেছি সাগরের উত্তাল ঢেউএ।কিন্তু কখন যে আমি আমার কল্পনা,আনন্দ উচ্ছলতা হারিয়ে ফেলেছি তা বুঝে উঠতে পারিনি।বুঝে উঠতে পারিনি কোন অপরাধে তুমি আমার স্বপ্ন গুলো ভঙ্গ করে আমাকে ছেড়ে চলে গেছ অনেক দূরে।

একটা মূহুর্তের জন্যেও ভুলতে পারছিলাম না তোমায়,মেনে নিতে পারিনি তোমার চলে যাওয়া।তাই যন্ত্রনাকে বুকে নিয়ে কান্না চেপে বারবার ছুটে গিয়ে ছিলাম তোমার কাছে,এবারও তুমি ফিরিয়ে দিলে।এতো কিছুর পরেও তোমার প্রতি আমার কোন ক্ষোভ বিদ্বেষ কিংবা অভিযোগ নেই।বরং তোমাকে যেরুপ ভালোবেসে ছিলাম,তোমাকে না পেয়েও আজীবন সেরুপ ভালোবেসে যাব।নিজের প্রতি নিজের এই আত্নবিশ্বাস ও অনুভূতি দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।তুমি আমার আত্না, স্বত্ত্বা,ভালবাসা,স্বপ্ন জাগানিয়া সোনালী ভোর।তুমি আমার সন্ধ্যাকাশের শুকতারা,বৃষ্টি শেষে আকাশের বুকে সাত রঙ্গে রাঙ্গা রংধনু।তোমার স্মৃতি আমার জীবনে নদীর মত আজীবন প্রবাহিত হবে।আমি আমার আমিত্বে বিশ্বাসী।তোমার জন্য আমার হৃদয় তন্ত্রীতে যে সুর বেজেছে সে সুর কখনো বেসুরে হবেনা।

অবশেষে প্রার্থনা-যেখানেই থাক ভালো থেকো,সুখে থেকো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ২:০৫

হাসান মুহিব বলেছেন: সুন্দর এই না পাওয়া প্রেম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.