নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা ও দুর্নীতি; বাংলাদেশ ২০৫০ সাল

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

ডিজিটাল বাংলাদেশ,২০৫০ সাল।বাংলাদেশ থেকে দুর্নীতি নামের দুর্নাম দূর হয়ে গেছে দূরের কোন দেশে,সাত সাগর আর চৌদ্দ নদীর ওপারে।দারিদ্র চলে গেছে মিউজিয়ামে।আর অনিয়ম কারীরা হয়ে পড়েছে কোন ঠাসা।সরকারী কর্মচারীরা হয়ে উঠেছে আবার কর্ম চঞ্চল।ক্ষমতার দাপট গুলো হয়ে গেছে জেল খানায় বন্দী।কোন এক মন্ত্রী বলে ছিলেন-জেলখানা গুলো এত বেশী উন্নত হচ্ছে কয়েদীরা জেলখানা থেকে বের হতে চাইবেনা।নিয়তির নির্মম পরিহাস তারাও এখন সেই জেল খানায়।

ছাত্র রাজনীতির সেই প্রভাবশালী নেতারা ছেড়ে পালিয়েছে আমাদের লাল কৃষ্ণচূড়া ও সবুজ ঘাসের প্রানের ক্যাম্পাস।আমাদের আর বাধ্য হয়ে কারও পেছনে উচ্চস্বরে বলতে হয়না জিন্দাবাদ।শুনতে হয়না সেই কমন শব্দ- ভাই সব আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাদের এখন যেতে হয়না ক্লাস ছেড়ে মিছিলে।

পরিশেষে বিধাতার কাছে এই প্রার্থনা করি যতদিন বেঁচে থাকি বাংলার এই মসনদে গণতন্ত্রের নামে গণধর্ষণকারী দুর্নীতিবাজ জননেতাদের আর যেন দেখা না যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.