নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

একটি ফেসবুক T20 ম্যাচ।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

ফেসবুকে রাজনৈতিক লেখা পোষ্ট করলে মতের মিল না হলে অনেক ফ্রেন্ড বাঁকা চোখে দেখে,প্রেম ভালোবাসা নিয়ে লিখলে বলে-প্রেমে পড়লি নাকি?শুরু করলাম বিরহ নিয়ে লেখা,না এবারো রেহাই নেই,বলে ছ্যকা খাইলি নাকি?আবার অনেকে বলে আবেগে নাকি আমার বিবেকটাকে নষ্ট হয়ে গেছে।

শ্রদ্ধেয় এডভোকেট তুহিন ভাই বলে-এসব অর্থহীন লেখার কোন মানে আছে?জেলা চাই আন্দোলন নিয়ে লিখ।নাঈম বলে-আরে দোস্ত এসব ব্যপার না,প্রেম ভালোবাসা জীবনে আসবে যাবে,আমার সব কিছু তো তুই জানিস,আমাকে দেখ নিজেকে ঘুছিয়ে নিয়েছি,এখন বেশ ভালোই আছি।হ্যাঁ দোস্ত নাঈম তোর সব কিছুই আমি জানি,শালা ছ্যকা খাইয়া সৌদি আরব গেছে ওমরা করতে,আর আমারে দেয় উপদেশ।রায়হান ভাই বলে-লেখা গুলো পড়ি,অফিসিয়াল কারণে লাইক কমেন্ট করা হয়না।দোস্ত আর্মি সুজন-মাঝে মাঝে কানা ওয়ালা বাঁশ দিয়ে খোঁচা মেরে কমেন্ট করে।রুমা আপার এক কথা-কিরে এসব কি লিখিস?দোস্ত ফাহিম আবার কমেন্ট এর ভেতর নাই,দেখা হলেই এক হালি হাসি দিয়ে বলবে-লেখাটা পড়েছি,ভালো লেগেছে।সালমা অ্যান্টি বলবে-আর কত কাল?জীবনে পাগলামি তো আর কম করলানা,এবার বন্ধ দাও।খোঁচা না মারলে তার পেটের ভাতই হজম হয়না।দোস্ত মহিম বলবে- মামা সবারটা বুঝলাম,তোমারটা মামা এখনো বুঝলাম না।ছোট ভাই আদেল-ভাইয়া আপনার কষ্ট দেখে আর ভাল্লাগেনা।মুন্নি ফোন করে বলবে-দোস্ত আমি আর আমার পোলা মিইল্যা তোর লিখা পড়তাছি,তুই ঐ মাইয়ার লাইগা এখনো অপেক্ষা করছ?আলম ভাই বিদেশ গিয়েও হারানো প্রেম ভুলতে পারে নাই,আমার লেখায় তার পূর্ণ সমর্থন।গ্রীস থেকে ছোট বোন মারিয়া উপদেশ দেয়-ভাইয়া এবার একটা বিয়ে করে ফেলেন।সামি মাইয়াডা পুরাই হারামি,ফোন দিয়া বলবে-এসব কি লিখিস?ওয়াক...... তোর লেখা দেখলে আমার বমি আসে।জিজ্ঞেস করি-তো কি করব বল?সামির উত্তর-আমি আছিনা......??

এবার আসি তার কথায়-যাকে নিয়ে এতদিন লেখালেখি।তার সামনে গেলে আমি পুরাই ফিদা হয়ে যায়।বিশ্বাস কর আল্লার কসম তোমারে মিন কইরা কোন কিছু লিখি নাই।সে বলে- খবরদার কিরা কসম কাটবেনা,ভুল কিছু তো লিখ নাই,আমি তো তোমাকে কষ্টই দিয়ে যাচ্ছি।আয়নায় নিজের চেহারা দেখছ কি অবস্থা হয়েছে তোমার?নিশ্চয় রাতে ঘুমাওনি?আমি তোমারে কষ্ট দেই বলে তুমিও আমারে কষ্ট দিবা?তোমার এসব আমার আর ভাল্লাগেনা (কিছুক্ষন কান্নাকাটি)।আমাকে ছুঁয়ে সত্যি করে একটা কথা বলবা?হ্যাঁ বলব।তুমি কি আমাকে সত্যি সত্যি ভালবাস?আরে পাগলী তোমাকে ভালবাসব না তো কাকে ভালবাসব?কথা ঘুরাবে না,সরাসরি বল।হ্যাঁ আমি তোমাকেই ভালবাসি।আমাকে যদি সত্যি সত্যি ভালবেসে থাক তাহলে একটা বিয়ে করে ফেল।স্যরি আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না,এ মনে তোমাকে ছাড়া অন্য কাউকে বসাতে পারবোনা।কেন সম্ভব না......?দেখনা আমি বিয়ে করেছি,আমি আরেকজনকে বিয়ে করেছি ঠিকই দিব্যি তার সাথে অভিনয় করে যাচ্ছি।মনে রেখো-আমি তোমাকে ভালবেসেছি,আজীবন তোমাকেই ভালবেসে যাব।আমার দেহটা অন্য কারও হলেও এই মনটা শুধুই তোমার,এখানে অন্য কারো ভাগ নেই।

আমি জানিনা-আমাদের এই সম্পর্কের শেষ কোথায়.........??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.