নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

আকাম

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

শহরের ব্যস্ততম সড়ক ফার্মগেট।গলায় ঢালা ঝুলিয়ে পান বিক্রি করেছেন বৃদ্ধ পঙ্গু রমিজ মিয়া।হটাৎ মানুষের ছুটোছুটি,মন্ত্রীর গাড়ি যাবে এই পথ দিয়ে।রাস্তা খালি করতে ব্যস্ত পুলিশ।রমিজ মিয়ার সামনে দাঁড়ালো পুলিশ।তারপর.........

পুলিশ-ঐ বেটা তোরে না কইলাম তারাতারি রাস্তা পার হওয়ার লাইগা,এইখান দিয়া মন্ত্রীর গাড়ী যাইব,দুইডা লাগানোর আগে তারাতারি ভাগ কইলাম।

পঙ্গু রমিজ মিয়া- স্যার দেহেন তো একখান পা নাই,তাই রাস্তা পার অইতে দেরী অইতাছে।

পুলিশ-শালা কোনখানে আকাম কইরা পা হারাইছস,এখন লেংড়াইতাছস।

পঙ্গু রমিজ মিয়া- হ স্যার হাছা কথা কইছেন,জীবনে একখান আকাম করতে যাইয়া এই পা খান হারাইছিলাম,তয় স্যার আকাম টা হইল '৭১ এ। ঐ দেশ স্বাধীনের আকাম করতে যাইয়া আইজ আমি পঙ্গু।

কান্নায় ভেঙ্গে পড়ে পঙ্গু রমিজ মিয়া,চিৎকার করে বলে-...... '৭১ এ দেশ স্বাধীনের লাইগা আমি যুদ্ধ করছি,আমি একজন মুক্তিযোদ্ধা।যুদ্ধ কইরা পা হারাইছি,আমার একখান পা নাই,আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই...... তবুও আমি একজন মুক্তিযোদ্ধা...... আমি মুক্তিযোদ্ধা...... আমি মুক্তিযোদ্ধা..................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.