![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
নিজে ধূমপান করুন সমস্যা নেই-তবে অন্যকে ধূমপান করতে উৎসাহিত করবেন না।
**১ এক চেইন স্মোকার কে একদিন ২ টা সিগারেট একসাথে জ্বালাতে দেখে এক ব্যাক্তি জিজ্ঞাসা করলো , ” ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি?
লোকটি উত্তর দিল, আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, দোস্ত, "যখনি বিড়ি খাবি, আমার নাম করেও একটা খাবি”
এই জন্যেই ২ টা খাচ্ছি।
এর কিছু দিন পর, একদিন তাকে ১ টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো ,কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি?লোকটির উত্তর, না ভাই,আমি সিগারেট খাওয়া ছেরে দিয়েছি।এখন শুধু বন্ধুর টা খাচ্ছি।
**২ বল্টু এক গলিতে দাঁড়িয়ে সিগরেট খাচ্ছে।
এক মহিলা তাকে বললঃ- এই ছেলে, তুমি যে সিগারেট খাও,বাসায় জানে ?
বল্টুঃ- আপনি যে পর পুরুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন বাসায় জানে?
**৩ এক মধ্য বয়সী লোক এক ছেলেকে ধূমপান করতে দেখে......
ভদ্রলোক- এই ছেলে ধূমপান করা ঠিক না,ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
ছেলে- আমার দাদা কিন্তু ৯০ বছর বেঁচে ছিলেন।
ভদ্রলোক-তিনি কি ধূমপান করতেন ?
ছেলে- না মশায় উনি নিজের চরকায় তেল দিতেন।
**৪ সেদিন ধূমপানের অপকারিতা সম্বন্ধে বক্তৃতা দিচ্ছে এক ভদ্রলোক।
- একটা সিগারেট মানুষের আয়ু আট দিন কমিয়ে ফেলে।
এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বলল, আপনার হিসাব ঠিক আছে তো?
- নিশ্চয়ই।
- মশায় আমি দৈনিক যে পরিমাণ সিগারেট খাই, আপনার হিসেব অনুযায়ী তো আমি আড়াইশ বছর আগেই মারা গেছি।
**৫ গিন্নি :- স্বামীকে উদ্দেশ্য করে,এই শুনছ এই পত্রিকায় দেখ সিগারাটের কি কি খারাপ দিক আছে তা সুন্দর করে লিখেছে,আমি কত করে মানা করি সিগারেট খেয় না তুমি তো কিচ্ছু শুন না।
কর্তা :- ঠিক আছে তাহলে কালকে থেকে বাদ।
গিন্নি :- খুশি হয়ে বাহ্ আমি এত দিন থেকে সিগারেট খেতে মানা করছি শুনছনা আর আজ এই পত্রিকায় লিখেছে বলে সিগারেট বাদ।
কর্তা :- না না ঐ পত্রিকা বাসায় রাখা বাদ।
**৬ শিক্ষক ছাত্রকে সিগারেট খেতে দেখে বলল : বাবা সিগারেট খেয় না , সিগারেট স্বাস্থের অত্যন্ত ক্ষতিকর তার চেয়ে তুমি পান খাও ক্ষতির পরিমান কম হবে।
কিছুদিন পর দেখা গেল ঐ ছাত্র পান খাওয়া শুরু করেছে।
ছাত্র :- শিক্ষকের কথা ফেলতে পারলামনা, তাই পান খাওয়া শুরু করলাম, কিন্তু
সিগারেটটাও ছাড়তে পারলামনা।
**৭ এক ব্যক্তি গ্রামের সব সিগারেট খোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য।প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন।তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন।কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ থেকে আপনারা কি শিখলেন?
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এ থেকে আমরা শিখলাম,সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।
**৮ এক ছেলে সিগারেট খাচ্ছিল দেখে এক মেয়ে জিগ্যেস করলো,
আচ্ছা আপনি কত বছর ধরে সিগারেট খান??
ছেলেঃ- কেন ..??!!!
মেয়েঃ নাহ মানে আমি বলতে চাচ্ছি আপনে যদি সিগারেট।খেয়ে এত টাকা নষ্ট না করতেন তাহলে সামনের ওই কারটা হয়তো আজ আপনার হতে পারত!!
ছেলেঃ- আপনি কি সিগারেট খান..??
মেয়েঃ- নাহ
ছেলেঃ- সামনের অই কার টা কি আপনার??
মেয়েঃ- নাহ
ছেলেঃ- সামনের ওই কারটা আমার।
**৯ পান খেতে খেতে এক লোক সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিল।সামনে পানের পিক ফেলায় দারোয়ান তাকে ধরলো।
: ঐ বেটা, নিয়মিত পান খাস ?
: জ্বি ...এই একটু আধটু ...
: বিড়ি সিগারেট ?
: জ্বি, তাও চলে একটু আধটু...
: অ্যা ! বলিস কি ? মদ-গাজা খাস নাকি রে ?
: জ্বি, তাও চলে মাঝে মধ্যে ...
: ও মোর খোদা ! খারাপ জায়গায় টায়গায়ও যাস নাকি ?
: (মুখ কাচুমাচু করে) তাও যাই মাঝে মাঝে ...
দারোয়ান আরো কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলো-
: সেকি রে ? রাজনীতিও করিস নাকি ?
বেচারা পথচারী খুব লজ্জা পেয়ে বললো-
: হুজুর আর নিচে নামাইয়েন না...
**১০ বব সিগারেটখোর।সারাদিন ফুকে চলছে।
ওর বঊ বিরক্ত হয়ে তাকে ধরে নিয়ে গেলো ডাক্তারের কাছে বিড়ি ছাড়ানোর জন্য।ডাক্তার বুদ্ধি দেয়।বব সেইকথা মত চলে।কয়দিন বিড়ি ফুকা বন্ধ থাকে।এইসময় বব রাতে ঘুমাতে পারে না।কয়েকটা রাত নির্ঘুম কাটিয়ে আবার সিগারেট ফুকা শুরু হয়।রাতের ঘুমও ফিরে আসে।এদিকে বার বার ডাক্তারের কাছে আসতে হচ্ছে।
শেষবার ডাক্তার বলল, এইবার আপনাকে আল্টিমেট বুদ্ধি দিচ্ছি।এইটা ফেইল করলে আমিও ফেইল।আপনাকে অন্য ডাক্তারের কাছে যেতে হবে।
বুদ্ধিটা কি?
আপনি যখন এক প্যাক সিগারেট কিনবেন তখন দুইটা সিগারেট প্যাকেট থেকে বের করে, নিজের পাছার ফুটোতে ভরে দিবেন সামান্য সময়ের জন্য।এরপর দুইটাকে বের করে এনে প্যাকেটের অন্য সিগারেটের সাথে মিশিয়ে ফেলবেন।যেহেতু আপনি জানেন না কোন দুইটা ময়লা সিগারেট, আপনি সিগারেট খেতে পারবেন না।
দুই সপ্তাহ পর ববের বউ আসছে।বব আসে নাই।
ডাক্তার জিজ্ঞেস করলেন, কি কাজ হইছে?
বব ত সিগারেট খাওয়া বন্ধ করছে।কিন্তু এখন ত আমার পাছায় দুইটা সিগারেট না ভরা পর্যন্ত সে রাতে ঘুমাতে পারে না।
**১১ মুল ঘটনাঃ আবুল চায়ের
দোকানে বসে সিগারেট খাইতেছিলো।তার এক আত্মীয় তা দেখে ফেললো।এরপর আবুলের সিগারেট খাওয়ার কথা প্রচারিত
হতে লাগলো।ঘটনা প্রচার......
০১) আবুল চা দোকানে বসে বিড়ি খাইতেছে।
০২) আবুল চা দোকানে বসে বিড়ি না, মনে হয় গাঁজা খাচ্ছিলো।
০৩) আবুলচা দোকানে বসে গাঁজা খাচ্ছিলো আর এক মেয়ের সাথে ফোনে প্রেম করতেছিলো।
০৪) আবুল চা দোকানে বইসা গাঁজা খাচ্ছিলো আর ইভটিজিং করতেছিলো।
০৫) আবুল ড্রাগ এডিক্টেড, তার চিকিৎসা দরকার।
০৬) আবুলের কারণে নারী শিক্ষার হার কমে যাইতেছে,মেয়েরা স্কুলে যাইতে পারতেছেনা।
০৭) আবুলের কারণে এলাকা ধ্বংস,দেশও শেষ।বিশ্ব ধ্বংস হইবার পথে।
০৮) আবুল খুনও করতে পারে।
প্রতিক্রিয়াঃ আবুলের আম্মার হার্ট এটাক এবং হাসপাতালে ভর্তি।
আত্মীয়দের প্রতিক্রিয়াঃ
১) আবুলের মত পোলার মা হইলে এরকমই হবে।
২) ছি আবুল! নিজের মারে মাইরা ফালাইলি
আবুল নির্বাক!
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০
কলমি লতা বলেছেন: ভাই যা করার দম ফুরানোর আগেই করুন,সাথে কইলাম আমি আছি,চিয়ার্স।
২| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
আছিফুর রহমান বলেছেন: দাড়ান ভাই একটা বিড়ি খাইয়া আহি
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১২
কলমি লতা বলেছেন: আসিফ ভাই আমার নামে একখান ফুঁকলে বহুত খুশি হইতাম।
৩| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১
দালাল০০৭০০৭ বলেছেন: ধুমপান মৃত্যুর কারন সো সাবধান।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫
কলমি লতা বলেছেন: দালাল ০০৭০০৭ মন্তব্যের জন্য ধন্যবাদ।ধূমপান মৃত্যুর কারণ বলেই সিগারেট কে আমরা আগুনে পুড়ে ছাই করে ধ্বংস করে দেই।
৪| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭
কলমি লতা বলেছেন: আশা করি অলওয়েজ সাথে থাকবেন,ধন্যবাদ।
৫| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: ধুমপান মৃত্যুর কারন সো সাবধান।
অধূমপায়ী কে বেঁচে আছে চিরজীবন
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০
কলমি লতা বলেছেন: বিদ্রোহী ভৃগু'র এই মন্তব্যের সাথে বিদ্রোহ করার ক্ষমতা আমার নেই,শত ভাগ সহমত।
৬| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বশর সিদ্দিকী বলেছেন: আবুল তো আবুলই। তাবে আপনি রকস
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩
কলমি লতা বলেছেন: বশর ভাই আবুল কে আবুল বলে মন্ত্রী আবুল হোসেনের কথা মনে করিয়ে দিলেন।আবার আসবেন,ধন্যবাদ।
৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
উদাস কিশোর বলেছেন: ভালই
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৪
কলমি লতা বলেছেন: ধন্যবাদ কিশোর ভাই।আবার কথা হবে।
৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হাসতে হাসতে কাহিল হইয়া গেলাম।
নাম্বার দিলে ভাল হতো্।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
কলমি লতা বলেছেন: লেখক বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় @ স্বর্গে হাসা নিষেধ হলে আমি স্বর্গে যেতে রাজি নয়,হাসাতে পেরে ভালো লাগলো।
৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩
সংগ্রামী বালক বলেছেন: জটিল হইছে
১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৮
কলমি লতা বলেছেন: সংগ্রামী বালক ধন্যবাদ,আশা রাখি সংগ্রাম করে যাবে ধূমপানের বিরুদ্ধে।
১০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২
আছিফুর রহমান বলেছেন: আপনাকে সংগ্রামি অভিনন্দন সময়ের সাহসী এই পোস্টের জন্য। আপনাকে আমি জানাতে চাই আমি আফনের নামে দুইডা বিড়িরে জালায় দিছি। এই ব্যাপারে আফনে কুন টেনশন নিয়েন না।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
কলমি লতা বলেছেন: আসিফ ভাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা,আপনি থাকতে আমার আবার টেনশন কিসের?
১১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫
নীল সুমন বলেছেন: দাড়ান ভাই একটা বিড়ি খাইয়া আহি
)
)
)
তয় আমারটা না। আপনার নামে....
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬
কলমি লতা বলেছেন: সুমন ভাই আপনি আমার নামে আর আমি আপনার নামে টানি,চলুক.>>>>>চলতে থাকুক।
১২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭
হেডস্যার বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০
কলমি লতা বলেছেন: লেখক বলেছেন: হেডস্যার চুপচাপ ক্যন? স্যার কি বিড়ি টানায় ব্যস্ত নাকি?
১৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৫
হতাশ নািবক বলেছেন: পড়ে খালি হাসতাছি, হাসতাছি।
একে বারে ফাটিয়ে দিয়েছেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:

যে মজারু কৌতুক দিছেন----
যাই! আরকেটু দম দিয়া সেলিব্রেট করি!!!