নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশা যৌবন আমার-

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

যৌবন কোন সময় যে আমার কায়ায় ভর করেছে তা আমি বুঝে উঠতে পারিনি।একদিন সকালবেলা বাবা বলল - মা তনু তুমি বড় হয়েছ,এখন তোমার বোরখা পরা প্রয়োজন।আমি চাঁদনী টেইলার্সে বলে এসেছি,তুমি স্কুল থেকে আসার পথে কাপড়ের রং পছন্দ করে বোরখার মাপ দিয়ে এসো।এখন থেকে তুমি বোরখা পরবে।বাবার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম।ওয়াশরুমে গিয়ে নিজের নগ্ন কায়ায় তাকিয়ে রইলাম অনেক্ষণ,তাইতো আমিতো দেখছি বড় হয়ে গিয়েছি।তাহলে আমি আগে কেন খেয়াল করলাম না??যৌবন কেন এতদিন আমাকে তাড়া করেনি??

এখন বুঝতে পেরেছি-সেদিন স্কুলে যাওয়ার পথে এলাকার রবি ভাই কেন আমাকে দেখে শিষ মারল।একদিন মা বলল-স্কুল ছাড়া কখনো বাহিরে যেতে মন চাইলে আমাকে বলবে,আমি নিয়ে যাব।মনে মনে ভাবলাম-তাহলে কি আমি আমার বান্ধবীদের বাড়িতেও যেতে পারব না??ওহ না-আমি আর ভাবতে পারছিনা,আমার চোখে যেন কবরের অন্ধকার আর মন যেন সাভার ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েছে।কয়েকদিন পর প্রাইভেট টিচার কে আসতে নিষেধ করল বাবা,একদিন বন্ধ করে দিল আমার স্কুলে যাওয়া।বাবা বলল-মেয়েদের বেশী লেখা পড়া করার দরকার নেই।তারপর একদিন মা বলল-ভালো বংশের ছেলে দেখে আমার বিয়ে ঠিক করেছে বাবা।নির্বাক আমি,আমাকে একবারো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলনা বাবা?

রাতে বিছানায় শুয়ে খোলা জানালা দিয়ে চাঁদ বিহীন অন্ধকার আকাশ পানে তাকিয়ে আমি,এক সময় ঘুমের রাজ্যে পদার্পন।স্বপ্নে এ আমি কাকে দেখছি? এই লোকটা নাকি আমার বর? আমাকে বোরখা পরিয়ে পান চিবাইতেছে।আমার ঘুম ভেংগে যায়,মাকে ডাকি- মা ওমা মাগো।মা আসে,বাকরুদ্ধ আমি,আমি কিছুই বলতে পারিনা।আমার দুচোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে।মা জিজ্ঞেস করল - কি হয়েছে তনু?? ততক্ষণে ঘর ভর্তি মানুষ,নির্বাক আমি সকলের দিকে তাকিয়ে রই..........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

নহে মিথ্যা বলেছেন: কিছু কথা...
আপনি যেহেতু ব্লগে লিখছেন... তারমানে... আপনার বাবা মা আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনাকে কম্পিউটার কিনে দিছে...
আপনি যেহেতু ব্লগ লিখছেন... তারমানে... আপনি যাতে কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন তাই মাসিক কিছু অর্থ আপনার ইন্টারনেট ব্যাবহারের জন্য আপনার বাবা মা অর্থ বরাদ্দ রেখেছে...
আপনি যেহেতু ব্লগ লিখছেন... তারমানে... আপনাকে এই বাংলা লেখার মত অন্তত্য শিক্ষিত আপনার বাবা মা করে তুলেছে...
আপনি যেহেতু ব্লগ লিখছেন... তারমানে... তার মানে আপনার মা বাবা আপনাকে মুক্ত মনে বাচতে শিখিয়েছে...
আপনি যেহেতু ব্লগ লিখছেন... তারমানে... আপনার মা বাবা আপনার মত প্রকাশের অধিকার সম্পর্কে আপনাকে শিক্ষা দিয়েছে...

আপনাকে আপনার বাবা বোরখা পড়তে বলেছে... তার মান আপনার দৈহিক সৈন্দর্য যাতে কোন খারাপ ছেলেকে আকর্ষন করে আপনাকে কোন বিপদে না ফেলে তাই বলেছে...

আর বাদবাকি নিচে যে গুলি বলেছেন সেগুলি যে শুধু মাত্র আপনার কল্পনা তা কিন্তু বুঝতে কারো অসুবিধা হবার কথা না... কেননা যে বাবা মা আপনাকে এরকম মুক্ত মনা ভাবে বাঁচতে শিখিয়েছে তারা মনে হয় কোন দিন আপনার সাথে এরকম কিছু করবে না। কেননা মা বাবা কোন দিন সন্তানের খারাপ চায় না। আর যদি তারপরেও এরকম কিছু করে থাকে, তাহলে বলতে হবে আপনার কোন কার্যক্রম তাদের নজরে লেগেছে আর তাই তারা এতটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে...

২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

কি-বোর্ড বলেছেন: মা বাবা কোন দিন সন্তানের খারাপ চায় না।

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭

ফয়সাল খালাসী বলেছেন: নহে মিথ্যা ভাইয়ের সাথে চরমভাবে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.