![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
তুমি সমুদ্র-আমি অরণ্য,
আমি অমিত-তুমি লাবন্য।
তুমি আংটি-আমি শাখা,
আমি অমিতাভ-তুমি রেখা।
তুমি চিরুনী-আমি আয়না,
আমি ডোডি-তুমি ডায়না।
তুমি গল্প-আমি কবিতা,
আমি রাজ্জাক-তুমি ববিতা।
আমি বাবা-তুমি মাগো,
তুমি হ্যগো-আমি ওগো।
তুমি গুড়-আমি চিনি,
আমি হুলো-তুমি মিনি।
তুমি ক্রিকেট-আমি ফুটবল,
তুমি উত্তেজনা-আমি কোলাহল।
'আমি পড়ালখা-তুমি রক্তখেকা,
আমি জাতির-তুমি দুর্নীতির।
তুমি অনল-আমি জল,
তমী ফুল-আমি ফল।
তুমি মাছি-আমি মাংস
আমি সৃষ্টি-তুমি ধ্বংস.
তুমি আলাপ-আমি প্রলাপ!
তুমি বানী-আমি কূট!
তুমি ভগবান-আমি শয়তান!
তুমি আনন্দ-আমি বেদন!
তুমি প্রেম-আমি বিরহ!
তুমি পূর্ণি-আমি অমা!
তুমি তৃপ্তি-আমি ভূখা!
তুমি স্বর্গ-আমি নরক!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭
বৃষ্টিধারা বলেছেন: