নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

মায়া ভরা বিশ্বাস ঘাতক চোখ।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮



-কি দেখছ,এভাবে তাকিয়ে আছ কেন?

-তোমার চোখ।

-চোখ আবার দেখার মত কি হল?

-সে তুমি বুঝবেনা।

-আমার বুঝার দরকার নেই,সত্যি করে বলতো-আমায় কেন ভালোবাসলে,আমার কি দেখে তুমি আমার প্রেমে পড়লে?

-তোমার ঐ মায়াবী চোখ দেখে।

-আবারো চোখ? এমন কি আছে আমার চোখে যা দেখে তুমি আমার প্রেমে পড়েছ?

-জানিনা।

-কি জানো না।

-তাও জানিনা।

-তাহলে কে জানে?

-আমার মন জানে।

-মন কে জিজ্ঞেস কর।

-এখন না, পরে ফ্রি হলে জিজ্ঞেস করে তোমাকে জানাব,চুপচাপ বসে থাক,শান্তিতে একটু তোমার চোখ গুলো দেখতে দাও।

-তুমি কি উল্টাপাল্টা কিছু খাইছ,এভাবে কথা বল কেন?

-আমি উল্টাপাল্টা কিছু খাইনি,কিন্তু তোমার চোখে যখন আমি চোখ রাখি, আমার পুরো পৃথিবী কেমন জানি ওলট পালট হয়ে যায়,সব কিছু কেমন জানি নেশা নেশা লাগে,তোমার চোখের দিকে তাকালে আমার কেন জানি ঘুম চলে আসে,যেন সহস্র রাত নির্ঘুম আমি,মন চায় এমন নেশার ঘোরে আজীবন পড়ে থাকি,স্বর্গের সুখ খুঁজে পাই আমি তোমার চোখে,স্বর্গ যেন আমার জন্য নেমে এসেছে মর্ত্যলোকে।চান্নি পসর রাইতে নয়,তোমার চোখে চোখ রেখে যেন আমার মরণ হয়।

-অনেক হয়েছে,আর ভাব দেখানো লাগবেনা।

-আমি তো ভাব হলেও দেখাই,তুমি তো তাও দেখাও না।

সে ই তোমার সাথে আমার শেষ দেখা,কতদিন তোমার চোখে চোখ রাখা হয়না,চাইলে তুমি থাকতে পারতাম দুজন দুজনার অনেক কাছাকাছি,তোমার একটি বেখেয়ালি সিদ্ধান্তে আজ যোজন যোজন দূরত্বে দুজন।এখন তোমার ছবি দেখেই আমার সময় কাটে,ছবিতে যখন ঐ মায়া ভরা চোখের দিকে তাকাই তখন আমার হৃদস্পন্দন বেড়ে যায়,ঝাপসা হয়ে উঠে আমার চোখ,চারদিকে সবকিছু যেন অন্ধকার হয়ে আসে,যেন নিস্তব্দ হয়ে আসে পৃথিবীর সব কোলাহল,অশ্রুসিক্ত হয়ে উঠে আমার চোখ।তোমার ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবি-নিষ্পাপ মায়া ভরা এই চোখ কিভাবে আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে,আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

ডিসেম্বর বিজয়ের মাস,আর ঐ বিজয়ের মাসেই তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১০

ডরোথী সুমী বলেছেন: শুরুতে ভালই লাগছিল। দিলেনতো সব ভঙ্গ করে। অবশ্য এমনই হচ্ছে আজকাল।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

কলমি লতা বলেছেন: জীবন থেকে নেওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.