নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

একটা সিগারেট ধার দিবেন?

১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৩

না আমি কাউকে সিগারেট খাওয়ার জন্য উৎসাহিত করছিনা,আবার যারা সিগারেট ফুকেন তাদের না ফুকতেও বলছিনা।আমি নিজে খাই,তাহলে অন্যকে না বারণ করি কোন মুখে বলুন?

সিগারেট হচ্ছে সেই মায়াবতী বউ যে কখনো বাপের বাড়ি যায়না।

আবার সিগারেটের শেষ টান নাকি..….…

মজার ব্যপার হলো যে সব ফ্রেন্ড সিগারেট খাইনা তারাও সিগারেটের পুরো প্যকেট দেখলে হাত বাড়ায়।

জীবনের চরম দুঃসময় গুলোতে সব বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে,শুধু এই সিগারেট আমাকে ছেড়ে যায়নি।আঁকড়ে রেখেছে পরম মমতায়।

রাত চারটা,সিগারেট শেষ,ঠোট নিশপিশ করছে।ইস একটু কমিয়ে খেলে কি এখন কষ্ট করা লাগত?একবার তো ভাইয়ার প্যকেট থেকে চুরি করে ধরাই খেলাম।মষুলধারে বৃষ্টি হচ্ছে,বাসা থেকে বের হতে পারছিলাম না,ভাবিকে ম্যনেজ করে ভাইয়ার প্যকেট থেকে ২টা মেরে দিলাম।পরম শান্তিতে মাত্র একটা সাবাড় করলাম।কিছুক্ষন পর ভাইয়ার ডাক পড়লো।

-জী ভাইয়া ডেকেছেন?

-হুম..… বুজলি এক প্যকেট সিগারেট এনেছিলাম,সেখান থেকে আমি মাত্র ৩টা খেলাম,আর ছিলো ১৭টা,ভাত খেতে গেলাম এসে দেখে ১৫টা,মানে ২টা নেই,ঘরে তোর ভাবী,আম্মা,তুই আর বাবু।তুই তো খাসনা,বাবু তো ছোট মানুষ,তোর ভাবি আর আম্মা তো খাওয়ার প্রশ্নই আসেনা,বুজলি সিগারেট তো আবার তেলাপোকা আর পিঁপড়াও খাইনা।তাহলে ২টা সিগারেট গেল কই?চিন্তার বিষয় না?

-জী ভাইয়া চিন্তার বিষয়।

-আচ্ছা বাদ দে,তুই এসব ব্যপার নিয়ে চিন্তা করার দরকার নেই,আমি দেখতেছি,তুই রুমে যা।

মানে ভাইয়া ঠান্ড মাথায় যা বুজালেন বুজে গেলাম।অতএব সেদিকে আর হাত বাড়ানোর প্রশ্নই আসেনা।এখন আমার অবস্থা উপায় নাই গোলাম হোসেন।স্ট্রে থেকে জ্বালানো সিগারেটের লেজ গুলো বের করলাম,পোড়া লেজ থেকে সুকা গুলো বের করে কাগজ দিয়ে পাইপ বানিয়ে খেলাম,তাও শেষ।এখন ছোট বেলার মত শুধু কাগজ মুড়িয়ে টানছি।এ্য মুখ পুড়ে যাচ্ছে..……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.