![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
এ দেশের ইতিহাস বলে-দাবি বা আন্দোলন হলো অধিকার আদায়ের একমাত্র পন্থা।তাই অধিকার আদায়ের লক্ষ্যে "হাতিয়া কে জেলা চাই " শ্লোগানে হাতিয়া কে জেলা করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।অবকাঠামো অনুযায়ী একটা উপজেলাকে জেলাতে
রুপান্তরিত করার জন্য প্রয়োজন জনসংখ্যা,আয়াতন এবং অর্থনৈতিক অবস্থান।এসব দৃষ্টিকোন থেকে হাতিয়া অবশ্যই জেলা হওয়ার দাবিদার।খেয়াল করলে দেখবেন হাতিয়ার চেয়ে দুর্বল অর্থনৈতিক অবস্থান,কম জনসংখ্যা এবং ছোট আয়াতন নিয়ে বেশ কয়েকটি জেলা গঠিত হয়েছে।তাহলে হাতিয়া কেন জেলা হবেনা?হাতিয়া আজ না হোক কাল অবশ্যই জেলা হবে।হাতিয়া কে জেলা করার লক্ষ্যে দাবি উপস্থাপন কিংবা অধিকার আদায়ের আন্দোলন আমাকে বা আপনাকে কাউকে না
কাউকে তো শুরু করতেই হবে।শুরুটা না হয় আমরাই করলাম।এখন চাই হাতিয়া কে জেলা বাস্তবায়ন আন্দোলনে আপনাদের পূর্ণ সহমত এবং সহযোগীতা।
"দাবি মোদের একটাই
হাতিয়া কে জেলা চাই"
লক্ষ্য একটাই-হাতিয়া একদিন জেলা হবে।হাতিয়া কে জেলা বাস্তবায়নের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে চলছে বিভিন্ন স্থানে মিছিল,মানব বন্ধন সহ নানান কর্মসূচি।আন্দোলনে নেমে দেখলাম এই হাতিয়ায় জন্ম গ্রহণ করেও কিছু অকৃতজ্ঞ জেলা চাই দাবিতে পুরোদমে বিরধীতা করে চলছে।তখন মনে হলো- মীরজাফররা বারবার ফিরে আসে এই বাংলায়,বিভিন্ন নামে,বিভিন্ন চেহারায়।বিরোধীতাকারী মীরজাফরদের কাছে আমার প্রশ্ন- কোন স্বার্থে আপনারা হাতিয়া কে জেলা চাই আন্দোলনে বিরোধীতা করছেন?মনে রাখবেন এ আন্দোলন হাতিয়ার বৃহৎ স্বার্থের জন্য আন্দোলন,এটা কোন ব্যক্তি স্বার্থের আন্দোলন নয়।
তবুও থেমে নেই আমাদের হাতিয়া কে জেলা বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন।আমাদের দৃঢ় বিশ্বাস হাতিয়া একদিন জেলা হবেই হবে ইনশাল্লাহ।অপেক্ষা একটি শুভ সকালের।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: 'ভাষানেটেক' কে জেলা হিসেবে দেখতে চাই