নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

দুঃখের সাতকাহন।

২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

না- দুঃখগুলোকে আর অবহেলা করবো না।আদর করে সাদরে বুকে টেনে নেবো।প্রতিদিন সকালে উঠে তাদের দাঁত ব্রাশ করে দেবো।ভাত মেখে খাইয়ে দেবো।মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল আঁচড়ে দেবো।তারপর তাদেরকে স্কুলে দিয়ে এসে অফিসে যাবো।স্কুল ছুটি হলে অফিসের এক ফাঁকে তাদেরকে বাসায় রেখে আসবো।সারাদিন তারা বাসায় খেলাধূলা করবে।অফিস থেকে ফিরলেই দুঃখগুলো আমাকে জড়িয়ে ধরে বলবে- 'বাবা আমাদের চকোলেট কই ?

'বাবা আমাদের জন্যে আইচক্রীম আনার কথা ছিলো,দাও।



এভাবে আমার দুঃখগুলো একদিন বড় হবে।তারপর মেয়ে দুঃখগুলোকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দাড়িয়ে দাড়িয়ে কাঁদবো আমি।আর ছেলে দুঃখগুলোকে বিয়ে করিয়ে ঘরে বৌমা আনবো।একদিন আমার দুঃখগুলোর বাচ্চা-কাচ্চা হবে।আমি দুঃখের নানু-দাদু হবো।একদিন সেই নাতি-নাতনী দুঃখগুলোও বড়ো হবে।তাদেরও একদিন বিয়ে-সাদী হবে।আমার সারা ঘরময় দুঃখের ছড়াছড়ি,আমার চারদিকে শুধু দুঃখ আর দুঃখ।তারপর হঠাৎ একদিন সব দুঃখ গুলোকে রেখে আমি একা একা চলে যাবো না ফেরার দেশে।এই তো দুঃখের জীবন আমার........ এই তো জীবন।

সমাপ্ত আমার দুঃখের জীবনের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

নাসীমুল বারী বলেছেন: শুভেচ্ছা।
না, এত হতাশামূ দুঃখের গীত গাওয়ার কী দরকার? " ‌বিপদে মোরে রক্ষা কর এই নঞে মো প্রার্থনা। বিপদে যেন করতে পারি জয়"- এটাই মনের শক্তি। বংশ পরম্পরায় দুঃখতে লালন করার প্রয়োজন নেঈ। মনের সাহস যোগন, দুঃখ জয় হবেই।

শুভ কামনায়।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

কলমি লতা বলেছেন: নাসীমুল বারী ভাই সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
সুখের এই পৃথিবী,সুখের এই অভিনয়,আসলে কেউ সুখী নই।যদিও আমরা সবাই দুঃখ কে দূরে রেখে সুখী হতে চাই।কিন্তু ভাই দুঃখরা সাত ভাই,একজন যখন আসে বাকীরাও পিছু নেয়।

কলমিলতা ব্লগে আবার বেড়াতে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.