![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
গতকালকের কথা বলছি-রাত ১০টা বাজতেই মা ফোন করা শুরু করলো,ঝড়ো বাতাস শুরু হয়েছে,তাই তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য।গড়িমসি করে বাসায় পৌঁছাতে প্রায় সাড়ে এগারটা বেজে গেল।উঠানে পা রাখতেই দেখি মা দরজা খুলে দাড়িয়ে আছে।মা কে দেইখা মেজাজ গেল গরম হয়ে,চিল্লানি দিলাম না ঘুমাইয়া অসুস্থ শরীর নিয়া বসে আছে কেন? ঘরে যেয়ে দেখি কারেন্ট নেই,ফ্রেশ হয়ে খেতে বসলাম প্রায় ১২টা বাজে।পাশে বসে মা হাত পাখা দিয়ে বাতাস করে চলছে,বললাম বাতাস করা লাগবেনা,ঘুমাতে যান।কে শুনে কার কথা।তখন মনে পড়লো- পৃথিবীতে সব অত্যাচার সহ্য করা যায়,কিন্তু ভালবাসার অত্যাচার সহ্য করা যায়না।এটা একদিনের চিত্র নয়,আল্লাহর ত্রিশ দিনের একই চিত্র।বাসায় না ফেরা পর্যন্ত যেন তাঁর স্বস্তি নেই।এই হলো আমার মা। মা দিবস মানে কি মাকে আজ অন্য দিনের চেয়ে বেশী ভালবাসতে হবে?তাই যদি হয় তাহলে আজ একদিন বেশী ভালবেসে বাকী ৩৬৪ দিন কম ভালবাসলে চলবে মনে হয়। আর তা না হলে কেউ মা দিবসের তাৎপর্য কি বুজিয়ে বলবেন প্লিজ? আমি কোনো মাকে দেখিনি সন্তান দিবস পালন করতে।মা তার সন্তান কে ভালবাসেন সর্বদা অকৃত্রিম ভাবে,আমাদেরও উচিৎ তাই করা।মা কিংবা বাবা দিবস পালন করবে পশ্চিমা দেশের কুলাঙ্গার গুলা।যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে,আর বছরের এই একটি দিন গিয়ে দেখে আসে।তাই আজ কোন মা দিবস নয়।বছরে ৩৬৫ দিনই মা দিবস
আজ সারাদিন ফেসবুক কিংবা ব্লগে মা দিবস উপলক্ষে মা কে ভালবাসি বলে যে পরিমাণ স্ট্যটাসের জড় উঠেছে সত্যিকার অর্থে তার শত ভাগের এক ভাগও যদি মাকে ভালবাসা হয় তাহলে পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও থাকবেনা আমি নিশ্চিত।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১০
কলমি লতা বলেছেন: শুভ কামনা আপনার প্রতিও।
২| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৪
সুমন জেবা বলেছেন: মা কে ভালবাসি বলে যে পরিমাণ স্ট্যটাসের জড় উঠেছে সত্যিকার অর্থে তার শত ভাগের এক ভাগও যদি মাকে ভালবাসা হয় তাহলে পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও থাকবেনা
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১১
কলমি লতা বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: মা দিবস উপলক্ষে মা কে ভালবাসি বলে যে পরিমাণ স্ট্যটাসের জড় উঠেছে সত্যিকার অর্থে তার শত ভাগের এক ভাগও যদি মাকে ভালবাসা হয় তাহলে পৃথিবীতে একটি বৃদ্ধাশ্রমও থাকবেনা আমি নিশ্চিত।
অনেক অনেক ধন্যবাদ শুধু এই চরম সত্যিটাকে তুলে ধরার জন্য।