নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

সূর্য মামা ও বৃষ্টি খালামনি।

২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩২

প্রিয়,

সূর্য মামা,জিজ্ঞেস করবনা কেমন আছ,কারণ তোমার অবস্থা দেখে বুঝা যাচ্ছে বেশ ভালোই আছো।পরসমাচার- মামা গত কয়েক মাস তোমার বাড়াবাড়িতে সবাই রীতিমত অতিষ্ট।সকলে তোমার সমালোচনা করতেছে।মামা সত্যি করে বলতো তোমার এত তেজ কেন?কালেকালে তোমার বয়স তো আর কম হলোনা,তাই বলছি- এবার তোমার তেজ একটু কমাও, মেজাজটা একটু শীতল কর।তাতে সকলের মঙ্গল।



যাহোক,বৃষ্টি খালামনি কেমন আছে জানিও। অনেকদিন হল বৃষ্টি খালামনিকে দেখিনা, আমাদের বাড়িতে পাঠিয়ে দিও,কয়েকদিন বেড়িয়ে যাবে।বৃষ্টি খালামনির অপেক্ষায় রইলাম।ভালো থেকো।

-ইতি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫

মনোজ কুমার বলেছেন: ভলো লাগলো।

২| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০২

এহসান সাবির বলেছেন: সূর্য মামা, বৃষ্টি খালামনি

ইতি
তোমাদের রংধনু

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২

কলমি লতা বলেছেন: আ স হ বে নী ক লা......

৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

কলমি লতা বলেছেন: ধন্যবাদ মনোজ দা।

৪| ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:১৭

সকাল হাসান বলেছেন: একটু আগে বৃষ্টি খালামনি মারাত্নক তীব্রগতিতে আসছিল। এখন অবশ্য চলে গেছে।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪১

কলমি লতা বলেছেন: বৃষ্টি খালামনি কে খুউব মিস কছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.