![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মাঠ কাঁপানো বিশ্বকাপ
থোড়ায় কেয়ার গ্রীষ্মতাপ,
নিচ্ছে শ্বাস ফেলছে হাঁফ
বলের জন্য মারছে লাফ,
গোল করা ভীষন টাফ
একেই বলে বিশ্বকাপ।
খেলছে গ্রীস পর্তুগাল
ছুটছে রোনালদো করতে গোল,
নেদারল্যন্ড এবার কাপ চায়...
প্রাণ-পনে করছে লড়াই,
ফ্রান্স আবার খুব লাফান
হাফ টাইমে পেপসি খান।
নিজের মাঠে এবার ব্রাজিল
চ্যম্পিয়নের করল পন,
নেইমারের উড়ছে কেশ
তার আবার মনটা ফ্রেশ,
দূর্বলতার নেইতো রেশ
বিপক্ষকে করবে শেষ।
ডিমারিয়া হয়না ফিউজ
খেলার পাতার সেরা নিউজ,
ছুটছে মেসি বল পায়
কাপ যাবে আর্জেন্টিনায়,
কে আর তাদের তাদের ঠেকায় বাপ
জীবন বাজির বিশ্বকাপ।
©somewhere in net ltd.