![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
বায়ান্ন,ঊনসত্তর,একাত্তর,নব্বই,দুই হাজার তের-আর কত সংখ্যা হলে আমাদের জাগ্রত স্বত্তার প্রমাণ মিলবে?আর কত কষ্ট কে অগ্রাহ্য করলে আমাদের দাবি ন্য হবে?
রাস্তায় রক্ত ঢেলে বর্ণমালা কিনেছি,রক্তের নদীতে ভেসে স্বাধীনতা এনেছি,বিক্ষুব্ধ গর্জনে গণতন্ত্র পেয়েছি।আর কত ত্যগে লাখো ত্যগের শান্তি মিলবে?আর কত দীর্ঘশ্বাসে ফাইলের লাল ফিতা খুলবে?আর কত লজ্জা পেলে কোন মায়ের ছেলে রক্তাক্ত হবেনা?আর কতটুকু শিষ্টাচার শিখলে ক্যম্পাসে অস্রের ঝন ঝনানী থাকবেনা?আর কবে কাউকে ছেড়া বসনে রাস্তায় পড়ে থাকতে দেখা যাবেনা?
কতটুকু সভ্য হলে মানুষের ভিড়ে নারীদের সম্ভ্রমহানী হবেনা?কতটুকু মনুষ্যত্ব থাকলে কারো লাশ ড্রেন থেকে তুলতে হবেনা?ধর্ম কে কতটুকু জানলে মসজিদ মন্দীরে আগুন জ্বলবেনা?আর কত বছর পেরুলে একাত্তরের চেতনা নিয়ে বিভাজন হবেনা?
সময় এসেছে।একেক জনকে হতে হবে বহুগুণ।আমরা দেশকে ভালবাসতে শিখেছি।সন্ত্রাস দুর্নীতিকে ঘৃনা করতে শিখিছি।লাখো শহীদের ঋণ শোধের শ্লোগান ধরতে শিখেছি।লাঞ্ছিতদের পাশে দাড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি।বহুদিন পর আমরা আবারো বাঙ্গালী স্বত্তাকে চিনে নিয়েছি।
দেশটা কি সত্যি স্বাধীন হয়েছে…??
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৭
কলমি লতা বলেছেন: ওরা সংখ্যা লগু, ১৮্+২০ হাতেগোনা কিছু সংখ্যক, তবুও আমরা তাদের কাছে জিম্মি, আমরা সোচ্চার হলেই আসবে মুক্তি।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২
অগ্নি সারথি বলেছেন: ১৮ দলীয়, ২০ দলীয় আর মহা ঐক্যজোটের পরাধীনতায় বন্দী।