নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

মানুষের ভিড়ে নারীর শরীর।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

অনেক দিন পর আজ আমরা ফ্রেন্ডস রা সবাই একত্রিত হলাম।আমাদের বেষ্ট ফ্রেন্ড রিতার বিয়েতে।ছলছল চোখে মন্ডপে।রিতার চোখে পানি দেখে অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ল,কলেজ লাইফের ঘটনা।বিকেলে রিক্সায় চড়ে বাসায় ফিরছিলাম।দেখি রাস্তার পাশে রিতা দাড়িয়ে আছে।চোখ দুটি ছলছল করছে,মনে হয় এক্ষুনি কেঁদে দিবে।রিক্সা থেকে নেমে িজজ্ঞেস করলাম কোন সমস্যা কিনা।তখন রিতা যা বলল-প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলাম,বাসে বসার জায়গা নেই,দাড়িয়ে আছি।মনে হলো কেউ আমার গায়ে হাত দিচ্ছে,পেচনে ফিরে দেখি বাবার বয়সী এক ভদ্র লোক,ভিড়ের মধ্যে নড়ে কিছুটা সামনে দাঁড়ানোর চেষ্টা করলাম।কিছুক্ষণ পর ঐ লোক আবার আমার গায়ে হাত দিলো,ভদ্র লোকের মুখোশদধারী লোকটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম।সবাই জিগ্গেস করল কি হয়েছে, আমি লজ্জায় বলতে পারিনি উনি আমার গায়ে হাত দিয়েছে। তখনি ঐ লোকটা বলল-কি হবে আবার,আমার পকেট মারতে চেয়েছিল, হাতেনাতে ধরে ফেললাম, তাই আমাকে চড় মেরে ভালো লোক সাজার চেষ্টা করল।তারপর সবাই আমাকে অপমান করে বাস থেকে নামিয়ে দিল।



এতক্ষণ রিতার কথা বললাম। রিতা এখন স্কুল টিচার,মানুষ গড়ার কারিগর।রিতার খবর জানি,বেশ ভালোই আছে।কিন্তু সেদিনের বাসের সেই ভদ্দর লোকটার খবর জানিনা।হয়তো এখনো বাসে মানুষের ভিড়ে কোন নারীর শরীর খুঁজে বেড়াচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.