![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মেশকাত বিয়ে বাড়িতে মনযোগ দিয়ে রোষ্ট চাবাচ্ছে,দেশি মুরগীর রোষ্ট।যেনতেন বিয়ে নয়,প্রেমিকা সুমির শুভ বিবাহ আজ।সুমি নিজে মেশকাতের দোকানে এসে বিয়ের কার্ড দিয়ে গেছে,দাওয়াত থেকে বাদ পড়লনা মেশকাতের দোকানে আড্ডাবাজ বন্ধুরা।তাই সুমির বিয়ের দাওয়াত খেতে মেশকাতের সাথে তার বন্ধুরাও এসেছে।তারা ঠিকমত খেতে পারছেনা। মেশকাতের মন কত ডিগ্রী সেলসিয়াস খারাপ তা বুঝার চেষ্টা করছে।এদিকে মেশকাতের কোন খবর নেই,মনযোগ সহকারে খেয়েই চলছে।খাওয়া শেষে মেশকাত গ্লাসে করে দধি খাবে,সাথে মিষ্টি খাবে এটা নিশ্চিত।
"
সুমি ক্যামেরার সামনে একবার হাসি মুখে আরেকবার লজ্জিত মুখে পোজ দিচ্ছে।সুমিকে দেখে বুঝার উপায় নেই এই মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে পুকুর পাড়ে যাবে এবং মেশকাত কে ফোন করবে দেখা করার জন্য।না মেশকাতের হাত ধরে বিয়ে বাড়ী থেকে পালানোর জন্য নয়,এত বড় বোকা মেয়ে সুমি নয়,আর কিছু না বুঝুক নিজের ভালো সুমিরা ঠিকই বুঝে,প্রত্যেক মেয়েকে নিজের ভালো বুঝার ক্ষমতা সৃষ্টিকর্তা নিখুঁত ভাবে দিয়েছে।
"
পুকুর পাড়ে মেশকাত আর সুমি নিশ্চুপ দাড়িয়ে আছে,কারো মুখে কোন কথা নেই। এই পুকুর পাড়েই প্রায়শই তাদের দেখা হত,কত মান অভিমান আর হাসি খুশির স্মৃতি এই পুকুর পাড়ে।হয়তো এটাই তাদের শেষ দেখা,অথবা আবার দেখা হবে কোন গোধুলী লগ্নে।নিরবতা ভেঙ্গে সুমি বলল-চিরকুট টা রাখ,আমি আসি।
"
ব্যস্ততার কারনে মেশকাত চিরকুট টি পড়তেই ভুলে গেছে।তিনদিন পর চিরকুট খুলল,তাতে স্পষ্ট অক্ষরে লিখা-মনযোগ দিয়ে ব্যাবসা করো,আমার মন বলছে তুমি শাইন করতে পারবে।আমার জন্য চিন্তা করোনা,আমি ভালো থাকবো।আর তুমি আপাতত বিয়েশাদি করার দরকার নেই,কিংবা কারো সাথে রিলেশনে জড়ানোর।তুমি আরো দু বছর একা থাকবে।যখনি মনে হবে একা থাকা ঝামেলা, তখন কিউট একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলবে। যেকোন মেয়ে তোমার সাথে দু ঘন্টা কথা বললেই তোমার প্রেমে পড়ে যাবে।তবে তুমি যেনতেন মেয়ে বিয়ে করবেনা। এমন মেয়ে বিয়ে করবে যে মেয়েকে দেখলে আমার কথা মনে পড়বেননা, তাকেই তুমি বিয়ে করবে,যেকোন মূল্যে।
ইতি তোমার আমি।
©somewhere in net ltd.