![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মাননীয় সাবেক প্রধানমন্ত্রী,
বেগম খেলেদা জিয়া,
আশা নয় দৃঢ় বিশ্বাস ভালো আছেন,তাই কাম্য।আমরা জনগণও মন্দ নেই।পরসমাচার- আপনার সমীপে আমার কিছু অনুরোধ নিয়ে এই লিখ।হয়তো আমার এই লিখা আপনার চোখে পড়বেননা, তবুও দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে এই লিখা।বলতেছিলাম অনেক দেরি হয়ে গেছে,আর নয়।এবার এর একটা সমাধান দিন।তা না হলে পরবর্তী প্রজন্ম বিতর্কের মধ্যে-ই কাটাবে।যেমনটা ঘটেছে আপনার স্বামীর ক্ষেত্রে।প্রয়াত জিয়াউর রহমান যদি নিজের জীবদ্দশায় বলে যেতেন তিনি আসলেই স্বাধীনতার ঘোষক, নাকি অন্য কেউ, বা প্রথম কে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন, বা তিনি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধিনতার ঘোষনা দিয়েছিলেন ইত্যাদি, তাহলে আজ আমরা এই বিতর্কে জড়াতাম না।নতুন প্রজন্ম বিভ্রান্ত হতোনা।
তেমনি আপনার ব্যাপারেও বিতর্ক হচ্ছে যা আপনি আপনার জীবদ্দশায় দেখতে পাচ্ছেন।একটা সময় আসবে যখন আপনার দলের ছেলেরা-ই ৫ ভাগে বিভক্ত হয়ে যাবে যেমনটা আজ ফেসবুকে দেখলাম,অর্থাৎ কেউ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে ৭০ তম জন্মদিন লিখে আবার কেউবা লিখেছ ৭১ তম।আর এসব বিতর্কের জন্মও কিন্তু আপনি নিজেই দিয়েছেন।একজন মানুষের জন্মদিন ৫ টা থাকতে পারে না,নি্যম নাই,সম্ভবও না।গাঁও গেরামের ছেলে মেয়েদের দুইটা জন্মদিন অনেক ক্ষেত্রে থাকে। লতবে কাগজে কলমে একটাই। কারণ স্কুলের শিক্ষক নিজে তার ছাত্রের জন্ম তারিখ বসান।ওটাই ঐ ছাত্র সারা জীবন ব্যাবহার করে। আর পরবর্তিতে যদি সে জানতে পারে তার সঠিক জন্ম তারিখ তবে সে সেটা নিজে পালন করে,কিন্তু অফিসিয়ালী ঐ স্কুলে দেয়া তারিখটাই থাকে। তাই আপনাকে অনুরোধ করছি-আপনি নিজে আপনার সঠিক জন্ম তারিখটা নির্ধারণ করে যান।তা না হলে প্রজন্ম এই সামান্য বিষয় নিয়ে বিতর্ক করেই যাবে,এমনকি খুনোখুনি পর্যন্ত।
শিক্ষা মানুষের একটা খুবই গুরুত্বপুর্ণ যোগ্যতা।কিন্তু তার পরেও কিছু কথা থাকে।শিক্ষা মানুষের একমাত্র যোগ্যতা নয়।আমি অবশ্যই আপনার চেয়ে বেশি শিক্ষিত,কিন্তু আপনার চেয়ে যোগ্য নই।পৃথিবীর অনেক দেশের অনেক বড় বড় রাষ্ট্রনায়ক ছিলেন যারা প্রবেশিকা পাস করতে পারেননি।সেটা খুব গুরুত্বপুরণ কোন বিষয় নয়।একজন রাষ্ট্র নায়কের কাছে মানুষ সুষ্টু রাষ্ট্র পরিচালনাটাই আশা করে, রাষ্ট্র নায়কের কাছ থেকে কেউ কোন গবেষণা কর্ম আশা করে না।আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রজন্ম বিতর্ক করে যাচ্ছে।তাই আপনার অবশ্যই উচিত এর একটা ঘোষনা দেয়া, পরিষ্কার একটা ব্যাখ্যা দেয়া।তা না হলে এ নিয়ে বিতর্ক থাকবে। আপনার কাছে বিনীত অনুরোধ-আল্লার ওয়াস্তে আপনি এসব বিতর্কের অবসান ঘটান। আমরা এসব নিয়ে কোন বিতর্ক করতে চাইনা।
পরিশেষে-আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০
কলমি লতা বলেছেন: ধন্যবাদ মতপ্রকাশের জন্য।তবে কিছু উদাহরণ দিলে সহজেই বুঝতাম এবং উপকৃত হতাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯
আমার পথ চলা ১ বলেছেন: আমাদের দেশের সবকিছুতেই বিতর্ক। আপনিতো মূদ্রার একপিঠ দেখেছেন, অন্য পিঠটাও একটু দেখুন। তাইলে আরো অনেক বিতর্ক দেখবেন!