নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

ভাবনার সুতা ছিঁড়ে গেল...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০


ফিল্মের নায়কের মত বডি বিল্ডার,দেখতে সেইরাম স্মার্ট ছেলেটা।মেয়েটা যখন ক্লাস নাইনে পড়ে,তখন এরকম একজন তার স্বপ্নের জগতে বিচরণ করে।

প্রেমিক হতে হবে অনেক স্মার্ট,সুন্দর করে হাসতে হবে,একটা বাইক থাকতে হবে।তার সাথে চলার সময় যেন বান্ধবীরা হা করে তাকিয়ে থাকে।মেয়েটা তখন কলেজ ফার্স্ট ইয়ারে,মনে প্রেম উকি দিয়ে যায়।

ভাল চাকরি থাকতে হবে,ভদ্র আর ভাল পরিবারের হতে হবে।তার বিয়ের জন্য প্রপোজাল আসলে মেয়েটা তার মাকে কথা গুলো বলেছিলো।

মেয়েটার স্বামী ব্যাংকার।লোকটা খাট এবং মোটা,ভুড়িটা বেঢপ টাইপের,দেখতে অনেকটা জোকার মত।অনেক টাকা আছে,সাথে বাড়ী গাড়ি,তাই এখন আর খারাপ লাগেনা।শারীরিক সম্পর্কতে ভালবাসা কম,চাহিদা বেশি।একটা বাচ্চাও এসেছে মেয়েটার জীবনে।

অনেক বেশী ভালবাসত ছেলেটা।বৈশাখী মেলায় অফার করেছিলো মেয়েটাকে।না করে দেয় মেয়েটি।কিন্তু ছেলেটা হাল ছাড়েনি।ঠিক এক বৎসর পর মেয়েটি সাড়া দেয়।ভালোই চলছিলো,ভাসছে দুজন সুখের ভেলায়।কিন্তু সেই সুখ বেশীদিন স্থায়ী হলোনা।দ্বীপের ছেলে,তার উপর পড়ালেখা কম,ছোট্ট একটা ব্যাবসা করে ফ্যামিলি চালাচ্ছে।ধরেই নেয়া যায় এই ছেলের ফিউচার নাই।তাই শহুরে শিক্ষিত টাক+টাকা ওয়ালা ব্যাংকার ছেলের প্রস্তাবে মেয়েটি আর না করেনি।মেয়েটার ইচ্ছেতেই ব্যাংকার ছেলের সাথে বিয়ে হয়।

এমনি বৃষ্টির রাত্রে ছেলেটার কথা মাঝে মাঝেই মনে পড়ে যায় মেয়েটার।শেয়ারিং কেয়ারিং অনেক ভালো ছিলো ছেলেটার।পাগলের মত ভালবাসত,স্বপ্ন ছিলো অনেক।শেষবার যখন দেখা হয় তাকে অনুরোধ করে বলেছিলাম ভবগুরে না থেকে বিয়েশাদি করে সংসারী হওয়ার জন্য।উত্তরে ছেলেটা বলল-দেখ আমি সংকীর্ণ মনের মানুষ।আর সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার,যার মন বড় যত দেখে ভাল অবিরত তারাই তো ভালবাসে বারবার।আরো বলেছিলো শেষ নিঃশ্বাস পর‍্যন্ত নাকি আমাকেই ভালবেসে যাবে।আমার জন্য নাকি তার ভালবাসায় কখনো ছন্দপতন হবেনা।

বলেছিলো-যেদিন তোমার দেহের সৌরভে আর কেহ মাতয়ারা হবেনা।কেউ তোমার কণ্ঠের মাদকতায় আর হারাবেনা,যখন ভাঁজ পড়া ত্বকে কেউ তাকাবেনা তোমার দিকে,লাল সাদা চুলের গন্ধ শুকবেনা কোন প্রেমিক,সেদিনও আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য।বেঁচে থেকে ভালোবেসে যাব যতদিন তুমি আছ।যেদিন মার্সিডিজের এসির বাতাসে তোমার শ্বাস আটকে যাব,যখন বিলাসী জাজিমে তোমার মেরুদন্ডে বাথা জমাবে,সেদিনও আমি- আমি প্রতীক্ষায় থাকবো তোমার জন্য।যেদিন তোমার স্বপ্নগুলোর ফিঁকে রঙ হবে,মোটা ফ্রেমের চশমার ওপাশটা ঝাপসা মনে হবে,পৃথিবীকে মনে হবে অপ্রয়োজনীয়, কানের কাছে এসে কেউ বলবেনা ভালবাস-ভালবাসা দাও,সেদিনও আমি থাকবো তোমার অপেক্ষায়।জানিনা ছেলেটি কোথায় আছে।আজ কেন জানি বড্ড জানতে ইচ্ছে করে কেমন আছে.....

বাচ্চাটা কেঁদে উঠেছে।মেয়েটার ভাবনার সুতা ছিঁড়ে গেল।শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা.......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

ডরোথী সুমী বলেছেন: নির্মম বাস্তবতা! লেখা ভাল লেগেছে, যদিও মনটা একটু খারাপ হয়ে গেল। শুভ কামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

কলমি লতা বলেছেন: মন খারাপ করে দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। সাথে থাকবেন,চেষ্টা করব পরের পোষ্টে মন ভালো করে দেওয়ার জন্য।গতিশীল শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.