নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

"ক কাব্য"

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২



কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কামিনী কর্মকার,কপাল কুঞ্চিত করিয়া, কঙ্কন কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো-কাকা কুঞ্জে কৃষ্ণ কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক,কোকাইতে-কোকাইতে কোন কারণে কুলক্ষনে কা-কা করে?কোন কালের কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?
কুহেলী কাকেদের কাকা কে?
কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো?কোকিল কুহু কুহু করিলে, কাকও কা-কা করিবে,কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে।ক্লিষ্ট কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।কাকেদের কাকা কোনো কালেই কেহনা।
-সংগৃহীত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

সুমন কর বলেছেন: সংগৃহীত।

ভালো সংগ্রহ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

কলমি লতা বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

rifat321 বলেছেন: ধন্যবাদ,খুব ভাল লাগল :-) পারলে "চ" দিয়ে সংগ্রহ করবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

কলমি লতা বলেছেন: ভালো লাগল জেনে খুশি হলাম।কিন্তু এত অক্ষর থাকতে "চ" দিয়ে কেন..??

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: মজাদার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

কলমি লতা বলেছেন: হুমম সেইরাম মজা পেয়েছি।তাই আপনাদের জন্য শেয়ার করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.