নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস অতঃপর অনুশোচনা ( রহস্যময় গল্প)

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

মাঝেমধ্যে অনলাইনে পত্রিকায় অলৌকিক ঘটনার খবর দেখি।তবে আমার জীবনে এ পর্যন্ত কোন অলৌকিক ঘটনা ঘটেনি।আর ঘটবেই বা কিভাবে, আমি যে এসব বিশ্বাস করিনা। বড়ই সাদামাটা জীবন আমার,এক্কেবারে সরলরেখার মত।সকালে দোকানে যাই,বিকেল সময় ফেলে একটু আড্ডা, বাসায় আসি খাইদাই ঘুমাই,নিত্যকার রুটিন এটা।সেই আমার জীবনে এরকম ঘটনা ঘটবে কখনো ভাবিনি।

সেদিন টাকা টিটি করার জন্য চৌমুহনী অগ্রনী ব্যাংক গেলাম, দুপুরবেলা একেবারে নিরিবিলি সময়, তাই ঝামেলা ছাড়াই দ্রুত ব্যাংকের কাজ শেষ করলাম।গাড়ী স্টার্ট দিব ঠিক সে সময় রাস্তায় কিছু টাকা চোখে পড়ল,কাউকে না দেখে টাকা গুলো হাতে নিলাম,পাঁচটা এক হাজার টাকার নোট।ভাবছি টাকা গুলো কি করা যায়,পরক্ষণে মাথায় দুষ্ট বুদ্ধি চাপল বন্ধুদের বা ছোট ভাইদের নিয়ে একটা পার্টি দেওয়া যাবে।সাধারণত পথে পাওয়া টাকা পয়সা কাউকে দান করে দেই,কিন্তু এবার কেন জানি মাথায় ভুত চাপল।টাকা গুলো মানিব্যাগে রেখে দিলাম।

হঠাৎ কে যেন হাত ধরে টান দিল।ফিরে তাকিয়ে দেখি একটা পাগল। আমার হাত ধরে বলছে - টাকা দিয়ে যা,খিদা লাগছে,ভাত কিনা খামু।
আমি ঝটকা টানে হাত ছাড়িয়ে নিলাম।
আবার বলছে খুব খিদা লাগছে,টাকা দিয়া যা,তোর কাছে আছে আমি জানি।আমারে ভুখা রাইখা তুই অন্যগোরে খাওয়াবি?
কি মুশকিল। আমি পকেটে হাত দিয়ে মানিব্যগ বের করি।রাস্তায় পাওয়া টাকা ছাড়া আর অল্প কিছু আছে। অন্য পকেট হাতড়ালাম। নাহ্ কোন ভাংতি টাকা নেই।হঠাৎ মনে হল দিয়ে দেইনা ওকে কুড়িয়ে পাওয়া টাকাটা, পুরো পাঁচ হাজারই।এ টাকা তো আমার না। হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওকেই দিয়ে দেব।যেন আমার মনের কথা পড়ে ফেলল লোকটি।

হ দিয়া যারে সব। আইজ একবার যা দিবি প্রতিদিন তাই পাইবি।

ওর পাগলামি কথায় মনে মনে রেগে যাই। প্রায় বের করে ফেলেছিলাম টাকাগুলো,আবার ভরে রাখলাম।মনে মনে বলছি- বেটা ভন্ডামীর জায়গা পেলনা।পকেট হাতড়ে একটা দুই টাকার কয়েন পেলাম এবং তা পাগলকে দিলাম।

কয়েনটা নিয়ে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে তুলল সে মুখে।বিশ্বাস করতে পারলিনাতো,পরে পস্তাবি।

পরদিন থেকে ঘটতে লাগল অন্য ঘটনা।গত কয়েকদিন ধরে চলার পথে,বইয়ের ভাঁজে, শোয়ার খাটে প্রতিদিন একটা করে দুই টাকার কয়েন পেয়েছি। এসব স্বাভাবিক ভাবেই নিয়েছি,অন্য কিছুই মনে ছিলোনা। কিন্তু আজ যা ঘটল তা আর স্বাভাবিক ভাবে নিতে পারলাম না।সকালে দোকানে আসার পর আপেল খেতে ইচ্ছে হল এবং পাশের ফল দোকান থেকে একটা আপেল নিলাম।আপেল খেতে গিয়েই বাধলো বিপত্তি, দুই কামড় খাওয়ার পরেই দেখি আপেলের ভেতর একটা দুই টাকার কয়েন। মাথাটা ঝিম ধরে গেল। এমন সময় মনে পড়ল সেই পাগলের কথা, গতকয়েকদিনের ঘটনা মনে পড়ে আমার শীরদাড়ায় শীতল একটা শ্রোত বেয়ে গেল।
এরমানে কি? আপেলের ভিতর কয়েন আসবে কি করে? রাস্তায়, বাসের সিটে এমনকি বইয়ের ভাজে কয়েন পাওয়ার ঘটনাকে স্বাভাবিক ধরে নিয়েছি। কিন্তু আপেলের ভিতর?? আচ্ছা আমি কি সত্যি সত্যিই এখন থেকে দুই টাকার কয়েন পেতে থাকব? মনের ভিতর একটা আফসোস উকি দিল - সবগুলো টাকা পাগলটাকে দিয়ে দিলে কি সত্যি সত্যিই পাঁচ হাজার টাকা করে করে পেতাম? পেলে কিভাবে পেতাম? কেন সেদিন ওকে সব টাকা দিয়ে দেইনি? অবিশ্বাসের শাস্তিত স্বরুপই কি আমার এই টাকা প্রাপ্তি? কতদিন পাব এই টাকা?

মাথায় শুধু একটা কথাই ঘুরপাকা খাচ্ছে- বিশ্বাস করতে পারলিনা তো? পরে পস্তাবি।]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

অনিসাদ রাজেদ বলেছেন: ঘটনা কি সত্য??

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

কলমি লতা বলেছেন: ঘটনা সত্য না হলেও আপেল যে খাইছি তা সত্য,হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.